নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আর কতো

আর কতো › বিস্তারিত পোস্টঃ

আজকে আমার নিজেরই মনে হচ্ছে আল্লাহ্‌র বিরুদ্ধে আমি নিজে কেইস করি।

০৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

কোর্টে কেইস করা হয় কার বিরুদ্ধে????



যারা চুরি, ডাকাতি, খুন ইত্যাদি ইত্যাদি দুই নাম্বার কাজের সাথে যারা জড়িত। গত কয়েক বছরে দেশের গুরুত্বপূর্ণ লোকেরা যেই ভাবে আল্লাহ্‌র ঘারে দোষ চাপাইসে তাতে আল্লাহ্‌র নামে ২/৪ কেইস করাই উচিৎ। তাই আমি আজকে আল্লাহ্‌র বিরুদ্ধেই কেইস করতে চাই।



কখনো কেউ বলে "আল্লার মাল আল্লা নিয়া গেছে" আবার কেউ বলে "It was an act of God"



তাহলে কি দাড়ায়???? সব দোষ আল্লাহ্‌র, আমাদের কোন দোষ নাই!!!!!

আসলে আজকে ডেইলি স্টারের একটা নিউজ দেইখা মাথাটা খারাপ হইয়া গেছে।

'It was an act of God' BGMEA boss says about Rana Plaza disaster, tries to save factory owners

Refayet Ullah Mirdha


ডেইলি স্টার

এখনতো আল্লাহ্‌র নামেই কেইস করা উচিৎ না??????

এই কুত্তার বাচ্চা গুলা নিজের আকাম কইরা আল্লাহ্‌র নামে দোষ দিব।



তাইলে আল্লাহ্‌র নামেই বিচার চাই।



"হে আল্লহ আপনি জাবাব দেন, আপনি কেন এক্সিডেন্টে লোক মারেন???? কেন গার্মেন্টসে আগুন লাগাইয়া লোকজন পুরাইয়া মারেন???? কেন পিলারে ফাটল ধরা বিল্ডিঙে মানুসগুলারে তুইলা নিয়া মারলেন????"

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

মেংগো পিপোল বলেছেন: বুঝতে পারলাম সম্প্রতী ও এম জি মুভি খানা আপনি দেখেছেন। খুনিরা সর্বদাই উদুর পিন্ডী বুদুর ঘাড়ে চাপাতে চেষ্টা করে। ওরা যখন বিচারের সামনে দাড়াবে আর ফাসিতে মরবে তখনও সেটা 'It was an act of God" ই হবে। আরো একটা কথা লিখি, যারা আল্লাহ তাআলার সাথে চালাকী দেখাতে চায় তারা জেনে রাখুন আল্লাতালার মাইর দুনিয়ার বাইর।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৩

আর কতো বলেছেন: ভাই, ও এম জি কথাই লেখছি। "It was an act of God" এই লেখাটা দেইখাই মাথাটা খারাপ হইয়া গেল।

তবে একটা সত্য কথা বলছেন,"ওরা যখন বিচারের সামনে দাড়াবে আর ফাসিতে মরবে তখনও সেটা 'It was an act of God" ই হবে। আরো একটা কথা লিখি, যারা আল্লাহ তাআলার সাথে চালাকী দেখাতে চায় তারা জেনে রাখুন আল্লাতালার মাইর দুনিয়ার বাইর।"

২| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৯

মো: আতিকুর রহমান বলেছেন: OMG এর ডায়ালগ ! আরে দিন না একটা কেস ঠুকে...

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৫

আর কতো বলেছেন: জি ভাই, ও এম জির ডায়ালগ। এদের ভণ্ডামি আর কতো দেখব??? আর সহ্য হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.