![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক দিনের ভালোবাসা!
I love mom- সত্যিই “দিবস” তুমি -মাকেও ছাড়লে না।
আমার এক বন্ধু ফেসবুকে প্রোফাইল ফটো চেঞ্জ করেছে I love mom-- আর লিখেছে মা- তুমি না থাকলে-- এইটা করতো কে? ঐটা করতো কে? হা হা হা ---তারপর তার বাড়ি গিয়ে দেখি তার বাস্তব প্রোফাইল ফটো এই রকম-- অই তুমি চোক্ষে দেখ না কয়টা বাজে-আমার দেড়ি হইতাসে-- মা- এইটা দেও ঐটা দেও- দূর কি কর সারাদিন খালি জি-বাংলা দেখ আর কাম নাই---সবশেষ মা-কয়টা টাকা দেও --- মা বলল- তোর কাজ কখন- ছেলের উত্তর দুইটায়- মা--এখন তো ১০টা বাজে--পিঠটা খুব ব্যাথা করছে -- যা তোর বাবা টাকা দেয় নাই ঐখানে দুইশ টাকা আছে নিয়া যা- তারাতাড়ি আসিস। দুইশ টাকা মানে তোমাকে না বললাম তিনশ টাকা লাগবে- ধূর তোমরা কোন কিছু কেয়ার কর না--বলেই ছুটলো এই চল বেরুই- বলেই ধপাস--পড়ে গিয়ে পেল কুনুইতে ব্যাথা---ওমনি মা- উঠে দাড়ালো সাবধানে চলতে পারিসনা- হাতে কিছু শরিষার তেল নিয়ে ডলতে লাগলো--- আর তা দেখে আমি হেরে- গেলাম---সত্যিই মা তোমার পিঠ ব্যাথার চাইতে আমার কুনুই ব্যাথার মূল্য অনেক বেশি। আর প্রযুক্তি আমায় কতটা মিথ্যুক ও সার্থপর বানিয়ে দিয়েছে দেখ। তুমি না থাকলে আমার পৃথিবীতে মহাশূন্যতা এসে বাসা বাধবে--তারপর বউ এসে তা পূর্ণ করবে। কিন্তু আমি থাকতে তোমার এই মহাশূন্যতা কেন? তা কখনো ভেবে দেখিনি। তোমার শূন্যতা কে পূরণ করে? তা কখনো ভেবে দেখিনি। তোমার পিঠ ব্যাথায় কে সেবা করে বা কার দায়িত্ব তা কখনো ভেবে দেখিনি। তোমার সেবার প্রয়োজন -তুমি ক্লান্ত, বিশ্রাম নেও, আমি বউ নিয়ে আসি--এর বাইরে আমরা ভাবতে পারিনা- সত্যিই মা -তোমার সেবায় আমরা কখনো হাত বাড়াই না - শুধু পারি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দায়িত্ব শেষ করতে-যা তুমি দেখও না--তোমর সন্তান তোমায় নিয়ে কতোইনা গুছিয়ে মিথ্যে বলতে শিখেছে- শুধু পারি ধূর তোমরা কোন কিছু কেয়ার কর না বলতে-- একবার ভাবিনা আমি বলতে শিখেছি তুমি বলতে পার বলেই- তাই আজ মিথ্যে বলবো না- i love me--এটাই সত্য। তোমার প্রতি আমার ভালোবাসা শুধূ আমার সার্থ হাসিলের জন্য- এটাই সত্য যা তুমি সবচেয়ে বেশী জানো-আর তাই তুমি মা।
..................আতিয়ার রহমান
©somewhere in net ltd.