নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

আকাশ তোমায় দিচ্ছি ছুটি-সুতো ছেঁড়া ঘুড়িতে

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩



এখানে বদ্ধ জলের মেলা ছিল, কিছু ছোট ছোট ঢেউ,
তবুও রুগ্ন সকালের তুলিতে স্বপ্ন এঁকেছিল কেউ।

মেঘ ছোঁবে কে- ইচ্ছেরা যে আজ পানকৌড়ি,
টুকরো টুকরো রঙে জীবন নকশা
সুতোর ছোঁয়ায় হাঁটছে সারি সারি,
আমি তারি ই গান, তার কবিতায় মুগ্ধ চোখে,
নির্বাসিত আল্পনার রক্তিম মুখে,
ভোরের আলোর জানালায় অন্তিম সুখে।

আকাশ তোমায় দিচ্ছি ছুটি-সুতো ছেঁড়া ঘুড়িতে
হাঁটছি জলের তীর ধরে জল না ছুঁয়ে নুড়িতে।

মন্তব্য ৩৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার নতুন লেখা পড়লাম। ভালো লেগেছে।

ওন্তিম < অন্তিম হবে কি?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ , ইদানিং কেন জানি লেখার প্রতি খুব অলসতা কাজ করে, তাই লেখাতে এত ব্যবধান।
বানানের জন্য কৃতজ্ঞতা, ঠিক করে নিয়েছি।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৩

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ , কেমন আছেন?

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১০

শায়মা বলেছেন: এত সুন্দর ভাইয়া!!!!!

অনেক ভালো লাগা!!!! :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৬

মাহবুবুল আজাদ বলেছেন: অতিশয় ধন্যবাদ ।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৭

মো:সাব্বির হোসাইন বলেছেন: খুব ভালো লেগেছে।

শুভকামনা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৬

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,

ভাল থাকবেন।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৩

আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ ,



তবুও রুগ্ন সকালের তুলিতে স্বপ্ন এঁকেছিল কেউ।

রুগ্ন সকালের তুলিতে আঁকা স্বপ্ন টেকসই হয়না । তাইতো বোক্ট্টা করে দিতে হয় আকাশকে ।
সুন্দর কবিতা অনেকদিনের পরে ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: যারপরনাই অনুপ্রাণিত আপনার মন্তব্যে- অসংখ্য ভাল লাগা জানবেন।

শুভ কামনা রইল :)

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪২

ছদ্দবেশি লৌকিক বলেছেন: দারুন

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৬

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,

ভাল থাকবেন।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: তারি ই!!??


আপনার আগের কবিতার তুলনায় কিছটা বোধহয় আলোহীন। তবু ভালো লেগেছে। শিরোনাম দারুণ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৬

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,

ভাল থাকবেন।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৭

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৭

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,

ভাল থাকবেন।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৪

আলোরিকা বলেছেন: ' আকাশ তোমায় দিচ্ছি ছুটি-সুতো ছেঁড়া ঘুড়িতে ' ------------কি মজা তাইনা কবিতায় আকাশকেও ছুটি দেয়া যায় !

ছোট্ট মিষ্টি একটি কবিতা :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৮

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,

ভাল থাকবেন।

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৩

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল হয়েছে

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৮

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,

ভাল থাকবেন।

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

নীলপরি বলেছেন: আকাশ তোমায় দিচ্ছি ছুটি-সুতো ছেঁড়া ঘুড়িতে
হাঁটছি জলের তীর ধরে জল না ছুঁয়ে নুড়িতে।


ভালো লাগলো । সাথের ছবিটাও সুন্দর ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৪৪

মাহবুবুল আজাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ নীলপরি

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

নেক্সাস বলেছেন: এখানে বদ্ধ জলের মেলা ছিল, কিছু ছোট ছোট ঢেউ,
তবুও রুগ্ন সকালের তুলিতে স্বপ্ন এঁকেছিল কেউ।


ভাল লেগেছে

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৪

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, কেমন আছেন?

১৩| ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫২

গেম চেঞ্জার বলেছেন: পড়তে দারুণ লাগলো!! :)

০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৮

মাহবুবুল আজাদ বলেছেন: আন্তরিক শুভ কামনা রইল, ভাল থাকবেন।

১৪| ১২ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৯

দৃষ্টিসীমানা বলেছেন: " হাঁটছি জলের জলের তীর ধরে জল না ছুঁয়ে নুড়িতে " চমৎকার লিখেছেন । অনেক ভাল লাগা রইল ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১০

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ , ভাল থাকবেন।

১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৮

বিজন রয় বলেছেন: আপনিও হারিয়ে গেলেন!!

এখানে কেউ অনেকদিন থাকে না।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৯

মাহবুবুল আজাদ বলেছেন: নাহ হারাই নি তবে একটু বিরত আছি লেখালেখি থেকে

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

ফুলফোটে বলেছেন: পড়তে ভাল লেগেছে ভাই....শুভ কামনা রইলো///////

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১০

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৯

বিজন রয় বলেছেন: আপনি কিন্তু অনেক দিন পোস্ট দিচ্ছেন না।

অথচ আপনি অনেক ভাল কবিতা লিখতে পারেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, বেশ কয়েকবার দেশের বাইরে গিয়েছি গত কয়েক মাসে, তাই লেখালেখিতে সময় দেয়া সম্ভব হয়নি।
আপনার আন্তরিক উৎসাহ আবারো লেখার অনুপ্রেরণা জাগালো।

১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৪

মাহবুবুল আজাদ বলেছেন: পড়েছি :)

১৯| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৫

অতঃপর হৃদয় বলেছেন: অনেক সুন্দর হয়েছে!!!!!

১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৪

মাহবুবুল আজাদ বলেছেন: আন্তরিক শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.