নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

আত্মার সম্পর্ক, রক্ত এখানে একটা লাল ফোঁটা মাত্র

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০২



আধারের প্রজাপতি, করুণার দেয়ালে কখনো রং বোঝেনি,
তাই দিন শেষে আত্মার সম্পর্ক ফিকে হয়ে আসে,
বেঁচে থাকে রক্তের ঋণ, অন্ধ-খুঁড়ে তোলা স্পর্শের মত।
হাজার মাইল দূর থেকে ভেসে আসা শব্দগুলো বড্ড নির্লজ্জ
ছিঁড়েবিড়ে একাকার, আর-
আমার আক্রোশ ভেঙ্গে পরে, ঝনঝন কাঁচের মিনতি,
নিরব হয়ে যায়,
ল্যামপোস্ট, পথিক, এ শহর, ব্যাস্ত অলিগলি
হয়ে যায় ঝিঁঝিঁ’র সংসার,
এখানে আমার কেউ নেই, আমি বড্ড একা।


সর্পিল স্রোতের পথ, থরে থরে পাহাড়ের গায়, বয়ে চলে
ভাঙা মাস্তুলের বর্ণনা হয়ে।
আমার বেলা শেষ, ফিরে যেতে হবে,
আগুনের খড় বিনম্র জীবন সবুজ থেকে অঙ্গার
রোজকার মত দিন- হাঁটু জলে ডুবে থাকা পথেও
ঝরা পাতা খোঁজে,
নদীও ভুলে যায় একদিন সে পুড়েছিল চন্দ্র খরায়।
আর তুমি সে তো বিষণ্ণতার কুয়াশা, ভোরের ঘর ভাঙলে
আবার আসবে, আমি জানি,


চিঠিটার শেষ লাইনেঃ
“ আত্মার সম্পর্ক, রক্ত এখানে একটা লাল ফোঁটা মাত্র”

মন্তব্য ৩২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৮

মলাসইলমুইনা বলেছেন: চমৎকার !!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২২

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ ,ভাল থাকবেন।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৬

আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ ,



হাঁটু জলে ডুবে থাকা পথেও ঝরা পাতা খোঁজার মতো আত্মার সম্পর্কও খুঁজে গেছেন কবি ।
কিন্তু কবি ভুলে গেছেন , একটা লাল ফোঁটা কতো যে আত্মার বন্ধনে জড়ায় ; যেমন নদীও ভুলে যায় একদিন সে পুড়েছিল চন্দ্র খরায়।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৫

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার মন্তব্য লেখাটাকে আরও বেশি প্রাণ দিয়ে গেল।
ব্যাপারটা আসলে দৃষ্টিভঙ্গি, কেউ কেউ রক্তের সম্পর্কের গভীরতা মাপে, কেউ কেউ আত্মার।

অনেক অনেক ধন্যবাদ, শুভ কামনা জানবেন সুপ্রিয় ব্লগার।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: বাহ ! দরুণ লিখেছেন+

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৯

মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ মুগ্ধতা দিয়ে গেলেন।

আন্তরিক শুভ কামনা জানবেন ।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৩

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৫

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ, ভাল লাগল আপনাকে দেখে।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৪

অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো কবিতা। শিরোনামে অনেক আবেদন। সুন্দর। শুভেচ্ছা অবিরত।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৪

মাহবুবুল আজাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।


ভাল থাকুন নিরন্তর।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২১

এম আর তালুকদার বলেছেন: শিরোনামটি অনেক ভাল লেগেছে। হাসপাতালে অনেক রক্তের আদান প৾দান হয় কিন্তু আত্মার বিষয়টা অনেক গভীর।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২৮

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৮

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর লিখেছেন। +++

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১০

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সায়মা আপু, ভাল থাকবেন :)

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৯

জুন বলেছেন: কবিতায় অশেষ ভালোলাগা রইলো মাহবুবুল আজাদ ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

মাহবুবুল আজাদ বলেছেন: আন্তরিক শুভ কামনা রইল ।

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১১

মোস্তফা সোহেল বলেছেন: অনেক ভাল লাগল। শুভ কামনা রইল কবি।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লাগলো !!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৬

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইল ।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল লাগল অনেক :)

+++

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৬

মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ মুগ্ধতা।

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৫

বিষ্ণুগুপ্ত চাণক্য বলেছেন: অসাধারণ

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৩

মাহবুবুল আজাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকবেন।

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪০

ভ্রমরের ডানা বলেছেন:

কিছু কবিতা মনে দাগ কেটে যায়। তেমনি একটি কবিতা...

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৬

মাহবুবুল আজাদ বলেছেন: আসলে কিছু অনুভূতি দূরে রাখা যায়না, কেমন করে জানি জীবনের সাথে একাকার হয়ে যায়, ভাল থাকুন।

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৮

জাহিদ অনিক বলেছেন: বাহ বেশ, অসাধারণ লিখেছনে।


ল্যামপোস্ট, পথিক, এ শহর, ব্যাস্ত অলিগলি
হয়ে যায় ঝিঁঝিঁ’র সংসার,
এখানে আমার কেউ নেই, আমি বড্ড একা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক শুভ কামনা, সুপ্রিয় ব্লগার জাহিদ অনিক, ভাল থাকবেন।

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৪৭

ওয়াহিদ সাইম বলেছেন: খুবই ভালো লেগেছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৮

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগার রেশ, মুগ্ধতা ছড়িয়ে দিল। ভাল থাকুন নিরন্তর ।

১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩২

কথাকথিকেথিকথন বলেছেন:




আত্মার সম্পর্কই সত্য । রক্তের সম্পর্কে যখন রক্তারক্তি দেখেছি তখন বিশ্বাস গেছে উবে, অথচ দেখেছি রক্তহীন সম্পর্কের ত্যাগ আপনার তরে ।

কবিতা ভাল লেগেছে ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, শুভ কামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.