নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

চলুন ঘুরে আসা যাক স্বর্গের মত একটা গ্রাম থেকে, রাইন-নরওয়ে

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:১১




কিছু কিছু দৃশ্য দেখে কখনো মনে হয় এও কি সম্ভব এত মায়াবী সুন্দর, অবাক হয়ে তাকিয়ে থাকি, আহা পৃথিবীটা আসলেই অনেক সুন্দর, রাইন নরওয়ের একটি গ্রাম, আর্কটিক বৃত্তের ১০০ কিলোমিটার উপরে এই শ্বাসরুদ্ধকর গ্রামটি নরওয়ের লফোটেন দ্বীপপুঞ্জের মস্কেনেসয়া দ্বীপে অবস্থিত।



গ্রামটি যথারীতি “পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা” হিসেবে খ্যাতি অর্জন করেছে।এর জনসংখ্যা ৩২৯ জন মাত্র। সবচেয়ে ভাল কিছু জেলেদের ঐতিহ্যবাহী কটেজ গুলোকে ভ্রমণকারীদের থাকার জায়গা হিসেবে রূপান্তর করা হয়েছে।



কোথায় থাকবেনঃ

Reine Rorbuer ; এটি সবদিক থেকেই চমৎকার, আধুনিক সাঁজ সজ্জায় সাজানো হয়েছে, বাইকিং, কায়াকিং এবং স্কিয়িং সুবিধা এর একদম পাশেই রয়েছে। ভাড়া ২০৫-৪৪০ ডলার।

Sakrisøy Rorbuer; রাইনের পাশেই এর অবস্থান, ভাড়া ২০০-২৮০ ডলার।

Rorbu Cabins at Valen; হচ্ছে পাশাপাশি ২ টি ভিন্নধর্মী কেবিন। আধুনিক ভাবে সজ্জিত। বাইরের দিকে অনেকটা খোলা জায়গা রয়েছে। মেইন বাজার থেকে ১০০ মিটার দুরেই এর অবস্থান। ভাড়া ২৭৫-৩৬০ ডলার।

Guesthouse Det gamle Hotellet (Hamnøy)
৫ রুমের এই গেস্ট হাউজটি বেশ সাশ্রয়ী, সম্পূর্ণ সুযোগ সুবিধা সহ রান্নাঘর রয়েছে আর আছে ওয়াইফাই ইন্টারনেট। বাস স্টপের কাছেই রয়েছে এই গেস্ট হাউজ। ভাড়া ৭৭ ডলার থেকে শুরু।
এখানকার বাজার রয়েছে গ্রামের একদম মাঝা মাঝি জায়গায়, আপনার রান্নাবান্নার প্রয়োজনীয় বাজার সদাই এখান থেকে করতে পারবেন।



আপনার যদি হাইকিং করার শখ থাকে তাহলে Reinebringen অবশ্যই আপনার বেস্ট চয়েস হবে। হামাগুড়ি দিয়ে বেয়ে উঠা ধাপ গুলো আপনাকে নিয়ে যাবে এই দ্বীপের এমন জায়গায় যেখান থেকে দেখা যাবে সবচেয়ে বড় প্যানারোমিক ভিউ। উচ্চতা যদিও মাত্র ৪৫০ মিটার, তবে বেশ পিচ্ছিল। উপরের ভিউ ভাল মত উপভোগ করতে হলে হাঁতে বেশ সময় নিয়ে যাওয়া উচিত।



অরোরা (Northern Lights)
প্রতি শীতে প্রকৃতি প্রেমীরা এবং ফটোগ্রাফাররা জড়ো হয় এখানে অরোরা (Northern Lights) দেখতে। আর্কটিক সার্কেল থেকে ১০০ কিলোমিটার উচ্চতায় অবস্থানের ফলে এটি একটি প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। অরোরা দেখার জন্য সেপ্টেম্বর থেকে এপ্রিল হচ্ছে সবচেয়ে ভাল সময় ।



ফটো ক্রেডিটঃ ইমেজে দেয়া আছে।

মন্তব্য ৭২ টি রেটিং +২০/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৮

প্রামানিক বলেছেন: চমৎকার ছবি বর্ণনা

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৫

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য ও পাঠে , শুভ কামনা রইল।

২| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:
দারুণ ছবি ব্লগ ।


আপনার ছবি ব্লগের মাধ্যমে ঘুরে আসলাম রাইন-নরওয়ে। :)

২৬ শে অক্টোবর, ২০১৭ ভোর ৬:৩১

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৬

ফেরদৌসা রুহী বলেছেন: এসব ছবি দিয়ে লোভ দেখান কেন X((
আমি এমনি নাচুনে বুড়ি, তার উপর আবার ঢোলের বাড়ি দেন।
আহা কি সুন্দর। জীবনে নরওয়ে আর আইসল্যান্ড দেখার ইচ্ছা আছে। দেখি আল্লাহ কখনো পূরণ করে কিনা।

২৬ শে অক্টোবর, ২০১৭ ভোর ৬:৪৯

মাহবুবুল আজাদ বলেছেন: আমার নিজের ই যে লোভ লেগেছে।
আশা রাখি যাওয়া হবে।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসলেই ছবিগুলো দেখে আপনার বর্ণনায়িত কথার সত্যতা মেলে। খুব সুন্দর।

এত সুন্দর জায়গাটি দেখার ও জানার সুযোগ করে দেয়ায় কৃতজ্ঞতা রাখছি।

শুভকামনা আপনার জন্য।

২৬ শে অক্টোবর, ২০১৭ ভোর ৬:৫০

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সর্বদা সাথে থাক্র জন্য।


আন্তরিক শুভেচ্ছা ।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪৪

মলাসইলমুইনা বলেছেন: আমি একটা বিরাট লেক আর পাহাড়ের কাছেই থাকি | তবুও মন উদাস হলো আপনার ফটোগুলো দেখে | সুন্দর |

২৬ শে অক্টোবর, ২০১৭ ভোর ৬:৫২

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক বেশি সৌন্দর্য মানুষ কে উদাস করে দেয়।

তবে সত্যিই জায়গাটা অনেক বেশি মাত্রায় সুন্দর । ভাল থাকবেন ।

৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫৮

উম্মে সায়মা বলেছেন: ঘুরে এলাম :)

২৬ শে অক্টোবর, ২০১৭ ভোর ৬:৫৪

মাহবুবুল আজাদ বলেছেন: ওয়াও তাহলে এবার পার্টি, এত সুন্দর একটা জায়গা ভ্রমণ করছেন, হা হা :)


অনেক অনেক ধন্যবাদ আপু, ভাল থাকুন নিরন্তর।

৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:০৭

কালীদাস বলেছেন: খরচ কেমন? বাদবাকি নরওয়ের মতই?
নর্ডক্যাপে গেছেন কখনও?

২৬ শে অক্টোবর, ২০১৭ ভোর ৬:৫৬

মাহবুবুল আজাদ বলেছেন: সিজনাল ট্যুরিজম তো তাই খরচ টা একটু বেশি, আমি নিজে যাইনি, একটা আর্টিকেল হঠাৎ চোখে পড়ল সেখান থেকেই লেখা।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ ভোর ৬:৫৯

রেইড ইন স্কাই বলেছেন: ওহহ এত সুন্দর জায়গা, দেখে তো মাথা ঘুরাচ্ছে।

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:০৩

মাহবুবুল আজাদ বলেছেন: মন্তব্যে + , ভাল থাকবেন ।

৯| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:২০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অসাধারণ যতসব ছবি ও বর্ণনা।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫০

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ , ভাল থাকুন সব সময়।

১০| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৪

ফারিহা নোভা বলেছেন: আমি যাব, একবার হলেও যেতে হবে, এত সুন্দর জায়গায় যাবার সুযোগ কি হাতছাড়া করা যায় বল ।

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৬

মাহবুবুল আজাদ বলেছেন: না না সেকি কথা , অবশ্যই যাইতে হইবে।

এখন থেকেই প্ল্যানিং এন্ড বাজেট শুরু B-)

১১| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৮

সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে করে ছুটে পালাই

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৯

মাহবুবুল আজাদ বলেছেন: আসলেই তাই ইচ্ছে করে , সবাই সুন্দরের ভক্ত।

১২| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৯

নতুন নকিব বলেছেন:



অপরূপ লোকেশন! মুগ্ধতা!

আপনি আগে ঘুরে আসুন না একবার। খরচ পাতি কেমন লাগে তা জানিয়ে আরেকটি পোস্ট দিলে আমাদের বুঝতে সুবিধা হবে।

ধন্যবাদ।

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২১

মাহবুবুল আজাদ বলেছেন: ডিসেম্বর বা জানুয়ারিতে যাবার প্ল্যান আছে ইনশাহল্লাহ।

১৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৯

মোস্তফা সোহেল বলেছেন: সত্যি ছবির মত সুন্দর স্থান!
শেয়ারের জন্য ধন্যবাদ।

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৪

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, সাথে থাকার জন্য অসংখ্য কৃতজ্ঞতা।

১৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৪

মনিরা সুলতানা বলেছেন: প্রিয় !!!!প্রিয়!!!! প্রিয় !!!!

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৬

মাহবুবুল আজাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু।

১৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩২

বিলিয়ার রহমান বলেছেন: বেশ গোছানো একটা পোস্ট!:)


++

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৫

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক শুভেচ্ছা, ভাল থাকবেন ।

১৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৬

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকেও শুভেচ্ছা!:)

ভালো থাকুন!:)

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫০

মাহবুবুল আজাদ বলেছেন: ধন্যবাদ নিরন্তর :)

১৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৩

কামরুন নাহার বীথি বলেছেন:
অসাধারণ, অসাধারণ, অস্বাধারণ!!!

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৩

মাহবুবুল আজাদ বলেছেন: ঠিক ঠিক ঠিক

একদম ঠিক।

১৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪২

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: "দেখার জন্য সেপ্টেম্বর থেকে এপ্রিল হচ্ছে সবচেয়ে ভাল সময় । " তখন কি ওখানে গরম না শীত থাকে?

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৭

মাহবুবুল আজাদ বলেছেন: শীত থাকে যথারীতি।

গরম তো আসলে আমাদের দেশের শীতের মত।

১৯| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৬

মেহেদী হাসান তামিম বলেছেন: very lively article..

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৯

মাহবুবুল আজাদ বলেছেন: ধন্যবাদ । ভাল থাকবেন ।

২০| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২১

রাতু০১ বলেছেন: সুন্দর ছবিব্লগ।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫০

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগা রইল।

২১| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৫

জাহিদ হাসান বলেছেন: যামু :(( :((

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫১

মাহবুবুল আজাদ বলেছেন: অবশ্যই যাবেন , যাওয়ার আগে জানাইয়েন।

২২| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪২

তারেক ফাহিম বলেছেন: চমৎকার ছবি ব্লগ ভালো লাগলো।

খরচ কেমন হবে বিডিটি বললে ভালো হতো না? আপনি গিয়েছেন ?

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৩

মাহবুবুল আজাদ বলেছেন: নাহ আমি যাইনি, তবে এ বছর ডিসেম্বর বা জানুয়ারিতে যাবার প্ল্যান আছে।

২৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৪

আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ ,



পৃথিবীটা আসলেই অনেক সুন্দর । কিন্তু সাধ ও সাধ্য যে নর্দান লাইটের মতোই অধরা, বড়ই অসুন্দর !

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৫

মাহবুবুল আজাদ বলেছেন: কোন দিন যে সাধ আর সাধ্য এক হয়ে যায় কে বলতে পারে।

দেখবেন একদিন এ পৃথিবীর অনেক কিছুই দেখা হয়ে গেছে, যা কল্পনাও করেন নি।

শুভ কামনা রইল।

২৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৮

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: দারুন সুন্দর।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫২

মাহবুবুল আজাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

২৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
কিছু যায়গা থাকে শুধু ডিসপ্লেতে দেখার জন্য। দুর্ভাগ্য যে, এটাও সেই সাড়িতে যুক্ত হল।
ধন্যবাদ আপনাকে

২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৬

মাহবুবুল আজাদ বলেছেন: ভাগ্য কখন বদলে যায় কে বলতে পারে।

২৬| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: তবে চিত্রগুলো খুবই সুন্দর

২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৭

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ, শুভ কামনা রইল, জীবন হোক সফল।

২৭| ২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৬

নিয়ামুলবাসার বলেছেন: অসাধারন....!!

২৮ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৮

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ ।

২৮| ২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বলা সহজ, ঘুড়ে আসি,
আসলে কি তাই ?

২৮ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩০

মাহবুবুল আজাদ বলেছেন: আসলেই, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে যাবেন তাদের জন্য অনেক কঠিন, আর যথারীতি ইউরোপে আছেন তাদের জন্য শুধু সময়ের ব্যাপার।

২৯| ২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২০

হাসান রাজু বলেছেন: মন্তব্য পড়ে বুঝলাম, আপনি হয়ত যান নি । আবার ছবিগুলো ও গুগল থেকে (সম্ভবত) সংগৃহীত ।
আসলে কোন ভেন্যুকে প্রচার করতে প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে লোকেশনটাকে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করে । বাস্তবে ততটা হয় না । তাই যারা ঘুরে এসে আনারি হাতে ছবি উঠিয়ে নিয়ে আসেন এবং পোস্ট করেন সেটা বরং বেশি বাস্তব সম্মত ।
*** তবে এটা অনেক পপুলার ভেকেসান ডেসটিনেশন ।

২৮ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৪

মাহবুবুল আজাদ বলেছেন: হ্যা আমি যাইনি, যাবার প্ল্যান করেছি মাত্র।
আপনার কথা ঠিক যারা নিজেরা ঘুরতে যায় আর সে সব ছবি নিজেদের ক্যামেরায় ধারণ করে, সে ছবি গুলোর আবেদন অবশ্যই ভিন্ন।
তবে এও ঠিক ইউরোপের অধিকাংশ জায়গা কিন্তু ছবির চেয়ে সুন্দর।

৩০| ৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৬

ফয়সাল রকি বলেছেন: ভাল লাগলো।

৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪০

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ, শুভেচ্ছা নিরন্তর ।

৩১| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৮

নিয়াজ সুমন বলেছেন: প্রকৃতির অপূর্ব সৃষ্টি! ধন্যবাদ আপনাকে ।

১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১২

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইল, ভাল থাকবেন ।

৩২| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৫

রাতুল_শাহ বলেছেন: ছবি গুলো সুন্দর।

আচ্ছা মাহবুব ভাই- আপনার কাছে গ্রামের সঙ্গা কি?

১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৯

মাহবুবুল আজাদ বলেছেন: বিপদে ফেললেন হা হা, এই সব হল বিশ্ব গ্রাম।

তবে আমার সংগায় তা ভিন্ন, বর্ষায় জল ডোবা , কাঁদা কাঁদা পথ, শাপলার ছড়াছড়ি, বিস্তীর্ণ ফসলের ক্ষেত ।
ছনে ছাওয়া ঘর, ক্ষেতের আল ধরে হাঁটা, বাধানো পুকুর, ছড়িয়ে ছিটিয়ে থাকা খড়ের গাদা, আর সকালে নানা পশু পাখির ডাক।

৩৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৯

রাতুল_শাহ বলেছেন: আমার কাছেও তাই।
কিন্তু আজকাল গ্রামকে খুঁজে পাই না। গ্রামকে মনে হয়, শহরের ছোট শিশু, যে ধীরে ধীরে শহুরে হতে যাচ্ছে। যান্ত্রিকতার ছোঁয়া লেগেছে গ্রামে।

১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৭

মাহবুবুল আজাদ বলেছেন: কথা সত্য । অনেক বেশি পরিবর্তন হয়ে যাচ্ছে ।

৩৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০১

মলাসইলমুইনা বলেছেন: ব্যাপার কি রাইনের সৌন্দর্যে এখনো বিহ্বল হয়ে আছেন নাকি ? নতুন লেখা নেই ?

২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৩

মাহবুবুল আজাদ বলেছেন: হা হা হা ভাল বলেছেন। আসলে ব্যাবসার কাজে অনেক ব্যস্ততা যাচ্ছে তো, তাই সময় করে উঠতে পারছিনা।

৩৫| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১১

ধ্রুবক আলো বলেছেন: ছবি গুলো সুন্দর লাগলো বেশ। ভ্রমন কাহিনী বেশ উপভোগ্য +।

২১ শে মে, ২০১৮ রাত ১০:১২

মাহবুবুল আজাদ বলেছেন: ধন্যবাদ

৩৬| ২১ শে মে, ২০১৮ রাত ১০:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছবিতেই মুগ্ধতা যেন জড়িয়ে থাকে পলকে পলকে
বাস্তবে না জানি কি অনির্বচনীয় অনুভূতি দেবে :)

+++++++

২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

মাহবুবুল আজাদ বলেছেন: ঠিক ই বলেছেন। ইউরোপ ছবির চেয়েও বাস্তবে অনেক বেশি সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.