নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

আমার হাত ছেড়ে গিয়েছে কদম

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৩



আমার হাত ছেড়ে গিয়েছে কদম বর্ষার ঝাপিতে,
এ বেলা পাতার নৌকো আছে শুধু
তোমায় সঁপিতে।
ডুবে যেতে যেতে আমি তোমার প্রান্তরে,
বর্ষা হয়ে আসব রেখো দু চোখ জুড়ে।



সকাল টা হয়েছে কেনা , দুপুরের রৌদ্র নিয়ে,
বিকেল জুড়ে আছে তোমার লাল টিপ,
থাক না পড়ে সন্ধ্যা, কি হবে আধারের রাত দিয়ে।


কদম ফুলের ছবিঃ শিশির


মন্তব্য ৪৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫২

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতাখানি পড়িয়া একটাখানা লাইক প্রদান করা হইল। :)

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৪

মাহবুবুল আজাদ বলেছেন: লাইক খানা দেখিয়া , দাঁত কপাট কেলিয়া উঠিল । বড়ই আনন্দ পাইলাম, সদা আনন্দে থাকুন।

২| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫২

অপ্‌সরা বলেছেন: পুরাই বর্ষা কবিতা ভাইয়া। :)

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৬

মাহবুবুল আজাদ বলেছেন: আমি আসলে সে ভাবে খেয়াল করিনি, আপনি বলাতে দেখলাম কেমন করে জানি মিলে গেল লেখা গুলো। যদিও তিন দিনে লেখা। সব জুড়ে দিলাম এক সাথে :)

৩| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৬

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: বেশ ভাল লাগল। সুন্দর কবিতা।

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৭

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগা অফুরন্ত।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৭

শামচুল হক বলেছেন: ভালো লাগল।

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৭

মাহবুবুল আজাদ বলেছেন: শুভেচ্ছা অবিরত , ভাল থাকবেন।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৭

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। প্রথম লাইনে কি ছেয়ে হবে?

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩০

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ সুমন ভাই, না অইটা "ছেড়ে" ই লিখেছি

৬| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৯

আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ ,




থাক না পড়ে সন্ধ্যা, কি হবে আঁধারের রাত দিয়ে ।
আঁধারের রূপ দেখেনি তো তাই আঁধার রাতের কদর করলেন না ! হাত থেকে কদমফুল খসে গেলে, ঝুপঝুপিয়ে আঁধারের রাতেরই তো নামার কথা ।

শেষের স্তবকটা ভালো হয়েছে অনেক ।

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০৭

মাহবুবুল আজাদ বলেছেন: দারুণ বলেছেন, আপনার মন্তব্য লেখাটা কে আরও সুন্দর করে দিল।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২৮

মনিরা সুলতানা বলেছেন: কি সুন্দর কথা মালা !!!
থাক না পড়ে সন্ধ্যা, কি হবে আঁধারের রাত দিয়ে !!!
তবে থাক সন্ধ্যা ।

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৫৪

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগা অফুরন্ত , অনেক অনেক শুভেচ্ছা রইল আপু।

৮| ২৮ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:২০

নূর-ই-হাফসা বলেছেন: কি সুন্দর লিখেছেন । বর্ষায় কদম ফুল যেন এক আশীর্বাদ ।

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৫৬

মাহবুবুল আজাদ বলেছেন: আগে মফস্বলের বর্ষা গুলো অনেক ভাল লাগত, কেমন একটা সজীবতা ছিল বৃষ্টির মাঝে। আর কদম সে তো বলেই লাভ নেই- সে এক উৎসবের নাম।

৯| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ!

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪

মাহবুবুল আজাদ বলেছেন: রয়ে গেল কিছু ভাল লাগার রেশ ।

১০| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৭

ডার্ক ম্যান বলেছেন: ছবিতা ভাল হয়েছে

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক শুভকামনা ও ভাল লাগা রইল ।

১১| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়ে ভাল লেগেছে।

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগার অনুভূতি জুড়ে থাক শীতের সারাটা কাল জুড়ে।

১২| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১০

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭

মাহবুবুল আজাদ বলেছেন: এইতো যাচ্ছে দিন বিরামহীন ব্যস্ততার অঙ্কে।

১৩| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবি ও কথামালার মধ্যে জোড় প্রতিযোগিতা চলছে(কে ১ম কে ২য় বুঝা বড় দায়)।

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: ব্যাপক বলেছেন। আপনি বলার পর বিষয়টা আমাকে ভাবাচ্ছে।

১৪| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫

তারেক ফাহিম বলেছেন: শিতকালে বর্ষার আমেজ কবিতা পাঠে।

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

মাহবুবুল আজাদ বলেছেন: শীতের ভাপা পিঠার শুভেচ্ছা, সাথে কিছু কুয়াশা।

১৫| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১০

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৭

মাহবুবুল আজাদ বলেছেন: শুভেচ্ছা ও ভালালাগা নিরন্তর ।

১৬| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬

জাহিদ অনিক বলেছেন:

চমৎকার !

২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩

মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ ভাল লাগা জানবেন।

১৭| ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২২

সামিয়া বলেছেন: সুন্দর কবিতা। ভালোলাগা ++

২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫

মাহবুবুল আজাদ বলেছেন: মুগ্ধতা অফুরন্ত, ভাল থাকবেন।

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২৯

মলাসইলমুইনা বলেছেন: বর্ষার কদম ফুল পেলাম আজ এই হোয়াইট ক্রিসমাসে তবুও অনবদ্য ! খুব সুন্দর হয়েছে কবিতা |কি জানি পুরোনো দিনের অনেক কিছু মনে হলো দেখেই নাকি | খুব ভালো লাগলো কবিতা | কেমন আছেন ?ভালো থাকবেন |

২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১৯

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক দিন পর, এতটাই ব্যাস্ত থাকি যে আর কিছু লেখার সময় হয়না, ভাল লাগায় অশেষ কৃতজ্ঞতা।
দিনকাল কেমন যাচ্ছে আপনার।
নতুন বছরের আগাম শুভেচ্ছা ও সফলতা কামনা করি।

১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৭

খায়রুল আহসান বলেছেন: কদম ফুলের মতই স্নিগ্ধ কবিতা!

১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৭

মাহবুবুল আজাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২০| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৯

ধ্রুবক আলো বলেছেন: অনেক দিন হলো কোনো লেখা দিচ্ছেন না!

২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৭

মাহবুবুল আজাদ বলেছেন: কাজের চাপে সময় করে উঠতে পারছিনা। অনেক ধন্যবাদ ভাল থাকবেন।

২১| ১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০০

বৃতি বলেছেন: বাহ! সুন্দর কবিতা। :)

২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ শুভেচ্ছা রইল সুপ্রিয় বৃতি , ভাল থাকুন নিরন্তর।

২২| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:৩৫

রাকু হাসান বলেছেন: ভাল লাগলো....++ আমার কাছে শেষ তিন লাইন চরম ভাল লাগছে ..... :-B । ভাইয়া নতুন কবিতা চাইবো ....একটু কষ্ট করে না লিখলে এবং ব্লগে না দিলে ব্লগ টা কেমন জানি লাগে । একজন নতুনের দাবি অবশ্যই রাখবেন

আর হ্যা বর্ষার কদমের শুভেচ্ছা রইলো ।

০৯ ই জুলাই, ২০১৮ রাত ৮:০০

মাহবুবুল আজাদ বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.