নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]
প্রিয় মুগ্ধ অপলক জানালার কপাট,
কিছু মানুষ আছে এমনিতেই ভাল লাগে, নির্মল বন্ধুত্বের এ ভাল লাগার সে কথা কোন সংজ্ঞায় লেখা যায়না, নাইবা লিখলাম। তুমি সে একজন আমার অবসর আর অবচেতন মন যার জন্য শব্দের চাষবাস করে, মাঝে মাঝে ফুল মাঝে মাঝে ফল হয়, কখনো সজীবতায় কখনো নির্জীবতায় তবে সে থাকে সব সময়, ঋতু যেমনই হোক।
ইচ্ছে করে ডেকে তুলি ফুলের কুঁড়ির মাঝে।
ইচ্ছে করে ডাকি ফাগুন, হাজার পাতার সাঁজে।
একটা পাণ্ডুলিপি হয়তো লিখতে পারবোনা তোমার জন্য, তবে একটা পৃষ্ঠা, সে উপহার আমি অনায়াসে কলমের কালিতে তুলে দিতে পারি, তুমি শুধু পড়ে দেখো। প্রভাতে সে লেখা ভাঁজ করে রেখো, তখন ধোয়া উঠা এক কাপ চা ভীষণ প্রিয়। তবে বিকেলে পড়, সন্ধ্যার আগে। কোন আকাশ দেখছ আনমনা হাসিতে, জানি তোমার ঠোঁটে সত্যিই একটু হাসির রেখা।
হাসিটা যেন বাতাসে তোলে ঢেউ,
একলা দেখি, চাইনা দেখুক কেউ।
হা হা ভাললাগার দেয়ালে কিছু স্বার্থপরতা থাকবেই, আমি ই বা বাদ যাব কেন।
আর কি ইচ্ছে হয় জানো?
কচি একটা নবীন পাতা,
তাই দিয়ে হোক, তোমার কানের দুল।
কিন্তু- আমার সন্ধ্যা ভান করেনা, তোমার চোখে বৃথাই ধূল।
ওড়নাটা হোক জলের ছাতা, মুছে ফেলো চোখের পাতা,
তোমার পাশে দাঁড়িয়ে আছি, ভাবনা টা কি ভুল।
জানো বৃষ্টি হচ্ছে সারাটা পাড়া জুড়ে, শুধু ঝুম ঝুম কোলাহল আমার টিনের চালে, তুমি শুনবে?
জানালা খুলে দেখো তোমার কাজলে আকাশ ছেয়েছে, ও কপাটে কে চেয়ে আছে, বৃষ্টি ঝরুক, চোখ বুজে থাকো।
একটু শীত শীত জানালার গ্রিল ধরে থাকো।
টের পাও- মিহি মিহি জল কনা,
এ ভালোলাগার অনুভূতি যায়না গোনা।
আমি কি বলি শোন-
আগলে তারে রেখো তোমার খোলা হাতে,
তোমার গলার সাথে।
লজ্জাটা আজ নাই বা থাকুক আমার ভাবনা ভেবে।
তবুও যদি দুষ্টু হাসি ঠোঁটের রেখায় জাগে, আমায় আগে দেখতে দিও,
আকাশ দেখার আগে।
মিছে শহর, মিছে শহরের ঝরা পাতা, কেউ আঁচলে আঁকে না, আমি তোমার নাকে একটা কৃষ্ণচূড়ার পাতা ছুঁয়ে আঁচল ছোঁয়াব। কেমন হবে বল? পায়ের তলায় জুতোটা রোজ রোজ যাচ্ছে চেপে, আজ না হয় পাশেই রাখো, আমার পায়ে পা রাখো দেখি কেমন তোমায় যত্ন করে রাখতে পারি।
বৃষ্টি বোধহয় থামল বলে, রাত টাও বেশ ভারি। ফেরার পথ ডাকছে এখন, কাল তাহলে আসব আবার।
ভাল থেকো চিঠির ভাজের মত, ভাল থেকো আগলে রাখা বালিশের উষ্ণতায়, শেষ শব্দের পরিতৃপ্তি জুড়ে।
ইতি
ক্লান্ত আঙ্গুলের নিশ্চুপ ছোঁয়া।
১৯ শে মে, ২০১৮ রাত ১২:২২
মাহবুবুল আজাদ বলেছেন: শুভেচ্ছা নিরন্তর, ভাল থাকবেন ।
২| ১৯ শে মে, ২০১৮ রাত ১২:২০
রেইড ইন স্কাই বলেছেন: যথারীতি চমৎকার লেখা
১৯ শে মে, ২০১৮ রাত ১২:২৩
মাহবুবুল আজাদ বলেছেন: মুগ্ধতা একরাশ ।
৩| ১৯ শে মে, ২০১৮ রাত ১:০৮
নীহার দত্ত বলেছেন: লেখাটা ভালো লাগলো।
১৯ শে মে, ২০১৮ রাত ৮:০০
মাহবুবুল আজাদ বলেছেন: আপনার ভাল লাগার রেশ মুগ্ধ করে গেল। ভাল থাকবেন।
৪| ১৯ শে মে, ২০১৮ রাত ১:১৭
মনিরা সুলতানা বলেছেন: মুগ্ধতা !
১৯ শে মে, ২০১৮ রাত ৮:০০
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপুনি ।
৫| ১৯ শে মে, ২০১৮ সকাল ৮:১৬
আকিব হাসান জাভেদ বলেছেন: ভালোলাগার আচলে মুগ্ধ ভালোবাসা । মেঘলা আকাশে জমে থাকা ফোটা ফোটা জ্বলে অনুভূতি কে নিথর খেলা । সুন্দর গল্প কাব্য ।
১৯ শে মে, ২০১৮ রাত ৮:০১
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইল, ভাল থাকুন নিরন্তর ।
৬| ১৯ শে মে, ২০১৮ সকাল ১০:৪৩
রাজীব নুর বলেছেন: ২০১৮ বিশ্বকাপে আপনি কোন দল সাপোর্ট করেন?
১। আর্জেন্টিনা।
২। ব্রাজিল।
১৯ শে মে, ২০১৮ রাত ৮:০৯
মাহবুবুল আজাদ বলেছেন: এখনো জানিনা
৭| ২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
শিখা রহমান বলেছেন: একরাশ ভালোলাগা ও মুগ্ধতা!!
২০ শে মে, ২০১৮ রাত ১০:৪২
মাহবুবুল আজাদ বলেছেন: অসংখ্য ভাললাগা ও মুগ্ধতা আপনার জন্যও। ভাল থাকুন নিরন্তর।
৮| ২১ শে মে, ২০১৮ সকাল ৮:৫২
উম্মে সায়মা বলেছেন: মন ছুঁয়ে যাওয়া চিঠিকাব্য। অসাধারণ!
২১ শে মে, ২০১৮ সকাল ৯:২৯
মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ মুগ্ধতা ছড়িয়ে গেলেন, ভাল থাকবেন আপু।
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০১৮ রাত ১১:৩৪
সোহাগ তানভীর সাকিব বলেছেন: আপনার লেখা দেখে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গানটি মনে পড়ে গেল,
"আঁধো রাতে যদি ঘুম ভেঙে যায়,
মনে পড়ে মোরে প্রিয়
চাঁদ হয়ে রব আকাশেরও গায়,
বাতায়ন খুলে দিও।"