নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

বাতাসে বিভোর বাঁধে প্রাণ

২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:১৭



এখানে পড়ে আছে ঝিল পদ্ম, আগের মতই সিঁথিতে,
শ্যাওলা কাঁথার গান, জুড়ে আছে শান বাঁধা আঙিনার বসতে।
ঝরা পাতা জলের গান, মিলেমিশে, ছোঁয় আসমান,
অতল পাখির করুন ঠোঁটে, এখনো তরুলতা ঘর বুনে, সুনসান।

ধুপ সন্ধ্যার রাখি বাতাসে বিভোর বাঁধে প্রাণ,
আজ শনিবার হালের খাতায়, হলুদিয়া পালকের ধ্যান।
ভোরের বর্ণ দূর্বার পরিচয়ে ক্ষেতের আল ধরে
দুই শালিকের মান, পুরনো চালতা গাছে, গুন গুন তান করে।

বার বদলে যাচ্ছে রাতের শেষে, রবি সোম মঙ্গল,
নদীর তীরে আশ্বিনের গল্প, মায়া কাঁখে খড়ের জঙ্গল।
এখানে এখনো শ্যাওলা বৈঠার পাটাতনে,
মাঝ রাতে কুপি বাতি – নয়ন জুড়ানো আলাপনে।

আধা শোয়া খোলা ডিঙ্গি, মেঘ ফোঁকরে ভাসে চাঁদ,
জড়িয়েছে আচলের খাঁদে, ভালোবাসা অঙ্গেতে নিখাদ।


ছবিঃ ইন্টারনেট

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:২১

রেইড ইন স্কাই বলেছেন: এক কথায় অনন্য।

২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:২৪

মাহবুবুল আজাদ বলেছেন: শুভ কামনা রইল। ভাল থাকবেন নিরন্তর।

২| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৪১

ফারিহা নোভা বলেছেন: Wawoo Its Amazing :)

২৯ শে মে, ২০১৮ বিকাল ৫:০৪

মাহবুবুল আজাদ বলেছেন: ;) থ্যাংকস

৩| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৯ শে মে, ২০১৮ বিকাল ৫:০৫

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা ।

৪| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৩

লাবণ্য ২ বলেছেন: অসাধারণ কাব্য।

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগা অফুরন্ত।

৫| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

শিরোণামে বাঁধ বানানটি ঠিক করে দিন।

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

মাহবুবুল আজাদ বলেছেন: এইতো ভালই। আপনার কেমন যাচ্ছে দিনকাল।

৬| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

বিজন রয় বলেছেন: আপনার কবিতা পাওয়া আজকাল কঠিন হয়ে পড়েছে।

নিয়মিত পোস্ট করুন।

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

মাহবুবুল আজাদ বলেছেন: নিয়মিত হবার চেষ্টা করতেছি, তারপরও যে কেন জানি হচ্ছে না।

অসংখ্য ধন্যবাদ।

৭| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

সুমন কর বলেছেন: সুন্দর। +।

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগা অবিরাম। ধন্যবাদ সুমন ভাই সদা সাথে থাকার জন্য।

৮| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! চমৎকার কবিতা।

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

মাহবুবুল আজাদ বলেছেন: কেমন আছেন। ভাল লাগল আপনাকে দেখে। শুভেচ্ছা নিরন্তর।

৯| ২৯ শে মে, ২০১৮ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা

ভালোবাসা নিরন্তর।

২৯ শে মে, ২০১৮ রাত ৯:২০

মাহবুবুল আজাদ বলেছেন: আন্তরিক মন্তব্যে - একরাশ ভাল লাগা।

১০| ২৯ শে মে, ২০১৮ রাত ৮:৫৫

বিজন রয় বলেছেন: মন মাতানো কবিতা।

২৯ শে মে, ২০১৮ রাত ৯:২০

মাহবুবুল আজাদ বলেছেন: উৎসাহ অবিরাম।

১১| ২৯ শে মে, ২০১৮ রাত ৯:১৩

আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ ,




চমৎকার একটি কবিতা হয়েছে । মেঘ ফোঁকরে ভেসে থাকা চাঁদের মতোই স্নিগ্ধ । আধখোলা ডিঙির মতোই অবারিত ।

২৯ শে মে, ২০১৮ রাত ৯:২১

মাহবুবুল আজাদ বলেছেন: কবিতার আঙ্গিনা আলোকিত করে দিলেন। অসংখ্য ধন্যবাদ।

১২| ৩০ শে মে, ২০১৮ রাত ১২:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে++


শুভ কামনা রইল।।

৩০ শে মে, ২০১৮ রাত ১২:৪৮

মাহবুবুল আজাদ বলেছেন: শুভ কামনা।

১৩| ৩০ শে মে, ২০১৮ ভোর ৬:০২

উম্মে সায়মা বলেছেন: ছন্দময় কবিতা ভালো লেগেছে।++

৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৫২

মাহবুবুল আজাদ বলেছেন: শুভ কামনা রইল আপু, ভাল থাকবেন ।

১৪| ২৫ শে জুন, ২০১৮ রাত ৩:১৭

রাকু হাসান বলেছেন: প্রায় নয় বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন প্রতিষ্ঠিত ব্লগারের কবিতায় মন্তব্য করতেও সাহস লাগে .কি থেকে কি বলে ফেলি ..।কবিতা পড়ে কিছু না বলার লোভ সামলাতে পারলাম ।

এই ব্লগে আামার পড়া সেরা কবিতার গুলোর মধ্যে একটি । প্রকৃতির প্রতি সব সময় দুর্বলতা আর সেই রকম ই একটি কবিতা পড়লাম । কার কেমন লাগলো জানি না ,আমি এতটুকু বলি আমি আপনার কবিতা টি বেশ কয়েক বার পড়লাম । লাইক দিতেও বাধ্য হলাম । ভাবছিলাম আমি কি রবীন্দ্রনাথ পড়ছি । আাধুনিক কবিতায় ছন্দ টা দেখি না । ছন্দগাথুনি ছাড়াই অনেকে লিখে যাচ্ছে বা ছন্দ মিলালেও অনেক সময় শ্রুতিমধুর হচ্ছে না অনেকের ক্ষেত্রে ..এটা ব্যক্তিগত মতামত ..আমার ধারণা ভুল ও হতে পারে । তবে এই কবিতাটি এইসবের বির্তক ছাড়িয়ে আমার মন জয় করেছে । আমি কবিতাটি লিখে রাখছি ডাইরিতে আপনার নাম সহ কারে । এ রকম আরও কবিতা পাব বলে আশা করি । তবে আমি আশাহত হয়েছি অল্প সংখ্যক মন্তব্য দেখে ....আরও আলোচিত হওয়া উচিত ছিল বলে মনে করি । সেটা সম্মানীত পাঠকরাই বলতে পারবেন। আপনার পরিচয় অংশের লেখাটা আমার খুব ভাল লেগেছে .।দুঃখ প্রকাশ করছি মন্তব্য বড় হয়ে যাওয়ার জন্য । কষ্ট করে মন্তব্য পড়ার জন্য ধন্যবাদ । সময়সুযোগ পেলে এমন গুণি ব্লগারের পরার্মশ প্রত্যাশা করবো .।একজন নবীন হিসাবে । ভাল থাকুন সব সময় ।

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ভাললাগার একটা আবহ সৃষ্টি করে দিলেন, অনেকটা সন্মানিত বোধ করছি, লেখার সার্থকতা মনে এইটাই । ব্লগে আলোচিত হয় সাধারণত সব সময় একটিভ থাকলে, না থাকলে যত ভাল ই লিখুন খুব একটা ট্রাফিক হয়না। আশা করি আগের লেখা কবিতা গুলোও পড়বেন। সফলতা কামনা করছি। ভাল থাকুন সবসময়।

১৫| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৮

রাকু হাসান বলেছেন: আমি তো একটা ভুল করে ফেললাম অনুমতি না নিয়েই নিখে রাখলাম!!! :|

১৬| ২৫ শে জুন, ২০১৮ রাত ৮:২২

রাকু হাসান বলেছেন: আপনি ও ভাল থাকুন .।হ্যা অবশ্যই পড়বো .আমি আপনার আইডি বুকমার্ক করে রেখেছি আগেই .।পড়বো বলে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.