নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

কোন আকাশের তারায় আছো মা, যেথায় আছো ভাল থেকো

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৬



দেখতে দেখতে বছর পার করে দিলে মা, আমাদের ছেড়ে। ওপারের দুনিয়াটা কত কঠিন, আমদের কথা কি মনে পরে মা, সাড়ে তিন হাত কবরের দেয়াল টা অনেক পুরু আমাদের কোন কথা কি তোমার কানে যায়? আজকের এই দিনটাতে তুমি চলে গিয়েছিলে কি করে এতটা নিরবে চলে যাওয়া শিখেছিলে, একটা ফোন ও তো করতে পারতে, এক গ্লাস পানির জন্য ও তো ডাক দিতে পারতে। কিছুই করনি মা।

তুমি কি জানো আমার ক্ষুধার প্লেটে এখনো আমি তোমায় খুঁজি, তরকারির ঝাল লবন কম কি বেশি আমি তাতেও তোমায় খুঁজি, বাসার ডাইনিং টেবিল টা শূন্যতায় ডুবে গেছে, আর কোন খাবারের ঘ্রাণ নাকে লাগে না। বারান্দায় রোদে শুকোতে দেয়া কোন কাপড় নেই, নিরব ঘরের দেয়াল জুড়ে শুধু তুমিহীন কষ্টের রং।
আমাদের জীবন বিস্তীর্ণ অতচ শুন্য মরুর বালির মত, আজ এখানে মমতা খুঁজি তো কাল ওখানে। আগের মত আর বাড়ি যেতে পারিনা, তোমার আমার মাঝে যে আজ সাড়ে তিন হাত স্থায়ী ঠিকানার দূরত্ব, প্রাপক থেকেও শুন্য- আমার কোন চিঠি সেথায় পৌছায় না, রাতের আধারে একলা ঘরে আমার চোখ বেয়ে যে অশ্রু ফোটা ঝরে তার শব্দ কি তুমি শুনতে পাও মা, তাহাজ্জুত কিংবা ফজরের সময় দোয়ার আমার দু হাত তুলে ডুকরে উঠা কান্নার ধ্বনি কি তোমার কবরের দেয়ালে ধ্বনিত হয়? জানি না। অসহায় বুক চিরে জমে থাকা কষ্ট গুলো কি তোমার কবরের ঘাসগুলো নাড়িয়ে দিয়ে যায় মা?

পেয়াজু, ছোলা, মাঝে মাঝে সিঙ্গারা, কয় টাকার জিনিস। কখনোই হিসাব করার কিছু না। অতচ মা তোমার জন্য যখন নিয়ে যেতাম তখন যে খুশি চোখে মুখে দেখা যেত তার মুল্য টাকার অঙ্কে হিসেব করা মুশকিল। এই খুশি গুলো তোমার সাথে চলে গেছে চির বিলীন। ঢাকা থেকে কিছু নিয়ে গেলে, আমার অজান্তে পাশের বাসার মানুষদের ও দেখাতে, আমার ছেলে নিয়ে আসছে ঢাকা থেকে, দুইটা শাড়ি আনছে আবার ওড়নাও আনছে, প্রিন্ট টা অনেক সুন্দর অমুক তমুক জিনিস আনছে, এ খুশি কোন টাকায় কেনা মুল্যের না, এ শুধু আত্মতৃপ্তির খুশি শুধু মায়েদের পক্ষেই সম্ভব তার সন্তানের জন্য। দ্বিধা দন্দের এ পৃথিবীতে এ সুখের আর কোন অস্তিত্ব নেই।

ঢাকা থেকে বাড়ির পথ আগের মতই আছে, জানালার পাশের সিটে এখনো হু হু বাতাস বয়ে যায়, যতটা পথ পেছনে পরে যেত ঠিক ততটাই আনন্দ আর খুশির রেখায় ভরে যেত মুখ, বাড়ি যাচ্ছি কত আনন্দ। অতচ আজ একই পথে যতটা এগোই ততই নিঃশ্বাস গুলো বেড়ে যায়, বুকের ভেতর যে কান্না জেগে উঠে আমি তা কোন ভাবেই আড়াল করতে পারিনা, তোমার মায়ার আঁচলহীন এ জীবনে দুঃখ গুলো আড়াল করতে করতে আমি হেরে যাচ্ছি প্রতিদিন, ডুবে যাচ্ছি ক-ফোটা অশ্রু জলে।
মোবাইলে এখনো তোমার নাম্বার টা সেভ করা আছে, আমার আঙ্গুলের আজও এতটা শক্তি সাহস নেই যে সেটা মুছে ফেলতে পারে।
যেথায় আছো ভাল থেকো মা।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৩

সুমন কর বলেছেন: এসব লেখা কোন কারণ ছাড়াই মন খারাপ করে দেয়.......... আমায় ছেড়ে চলে গেছে সে'তো পাঁচ বছর হলো !!

আমিও মুছতে পারিনি !!

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০২

মাহবুবুল আজাদ বলেছেন: এ এমন এক কষ্ট দূরে রাখা যায়না।



২| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪০

রেইড ইন স্কাই বলেছেন: মা হীন পৃথিবী ভাবা যায়না।

:(( :(( ভাল থাকুক মায়েরা যেখানেই থাকুক।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০২

মাহবুবুল আজাদ বলেছেন: হুম, ভাল থাকবেন।

৩| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৩

করুণাধারা বলেছেন: পৃথিবীর নিয়মে মাকে চলে যেতে হয়।

আল্লাহ যেন আপনার মাকে ভালো রাখেন।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫০

মাহবুবুল আজাদ বলেছেন: দোয়ায় রাখবেন।

৪| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: আপনার লেখা পড়ে মনটা খুব বিষন্ন হয়ে গেল।

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৩

মাহবুবুল আজাদ বলেছেন: সব মায়েদের জন্য দোয়া রইল, এপারের ওপারের।

৫| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৩

অনেক কথা বলতে চাই বলেছেন: ওই number মোছা যাবে না কখনই। যায় না।

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৩

মাহবুবুল আজাদ বলেছেন: কখনোই না।

৬| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১১

চাঙ্কু বলেছেন: মন খারাপ করা লেখা :(

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৪

মাহবুবুল আজাদ বলেছেন: গত হয়ে যাওয়া মাতা পিতার কথা, মন খারাপ ই করে শুধু।

৭| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৬

ওমেরা বলেছেন: আমার আম্মু মারা গিয়েছেন প্রায় ৫ বছর হবে। দুনিয়াতে বেঁচে আছি , সবই করছি কিন্ত কখনো আম্মুকে ভুলি না , কি যে কষ্ট কি যে যন্ত্রনা বুকের ভিতর লাগে, মাঝে মাঝে রাতের বেলা আম্মুর মৃত্যুর মূহুর্তের
চেহারাটা চোখে ভেসে উঠে কি যে খারাপ লাগে তখন ।

আল্লাহ আপনার আম্মু আমার আম্মুকে ভাল রাখুন । আমীন।

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

মাহবুবুল আজাদ বলেছেন: সব মায়েদের জন্য দোয়া রইল।


ভাল থাকবেন ।

৮| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৯

সেলিম আনোয়ার বলেছেন: তার রূহের মাগফিরাত কামনা করছি ।

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২২

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ, দোয়া রাখবেন।


৯| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৭

মলাসইলমুইনা বলেছেন: অনেক ভালোলাগা লেখায় I কত অখাদ্য লেখায় পাতার পর পাতা ভরিয়ে ফেলি কিন্তু আম্মা মারা গেছেন আজ নয় বছর, আম্মাকে নিয়ে এক কলমও লিখতে পারলাম না I কত মাদার'স ডে-তে যে ভাবলাম আমার প্রথম টিচার, আইকন আম্মাকে নিয়ে লিখবো কিন্তু এক কলমও লিখতে পারলাম না I বাবাকে নিয়ে আপনার আগের লেখাটার পর মাকে নিয়ে অনেক মায়াভরা এই লেখাটাও অনেক মায়ায় চোখের জল ঝরিয়ে পড়লাম I আপনার মাকে নিয়ে লেখার সাথে আমার অনেক স্মৃতি খুব মিলে গেলো I মিলে গেলো দুজনেরই মাকে মনে করে চোখের জল ফেলার প্রহরগুলোও I আল্লাহ আপনার মাকে অনেক ভালো রাখুন তার নিজের কাছে I লেখায় অনেক ভালোলাগা I

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

মাহবুবুল আজাদ বলেছেন: ওপারে চলে যাওয়া সব মায়েদের জন্য অন্তর থেকে দোয়া করি,

সব সময় পাশে থাকেন, সে জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
সদা সুস্থ থাকুন।

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

ডার্ক ম্যান বলেছেন: আপনার জন্য সমবেদনা ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২১

মাহবুবুল আজাদ বলেছেন: কৃতজ্ঞতা জানবেন। ভাল থাকুন সর্বদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.