নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

দীর্ঘ শঙ্কার প্রসূত রেণু

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০১



শরতের মৃত্তিকাঃ

দ্বিধান্বিত শঙ্কায় একটি বিতারিত চারাগাছের ঘরে
থমকে আছে গভীর রাতের ডাইনিং টেবিল,
নিঃসঙ্গ খাবারের আড্ডায় কয়েকজন বুনো দিঘীর জেলে,
হাত গুটিয়ে সকাল খোঁজে,
ভোর ভেঙ্গে চৌচির, চৌকাঠে সূর্য আসেনি এখনো।


ব্যাকুল মাঝরাতেঃ

সহস্র রাতের স্রোত
অগাধ প্রতীক্ষায় বিবর্ণ রংগুলো রাত পাখায় পালক হারায়,
খুঁজতে গিয়ে একদল ফড়িং উবে যায়
নিভে যায় কিঞ্চিৎ নাচের লয়।
কুয়াশায় মুড়ে আবারো চাদর ধ্যান
বুনে-কাঁথার অকাল বধে।


বিকল্প নিদ্রায়ঃ

রাত টেনে টেনে মদিরা মোহে,
সঁপছে প্রেম সমাপন রেখার সংকল্পে।
নেশার বাতি এক মুঠো লুকানো সুন্দরতম সত্যে
জপছে শ্লোক ভীষণ উচ্চারণে ইচ্ছের খরতাপে।
আর বেনামী মায়ায় ঘুম ভাঙ্গে
এক চোখে নির্ঘুম নক্ষত্র নিয়ে।

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৯

সাইন বোর্ড বলেছেন: অনবদ্য !

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৫

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন।

২| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৪

বিজন রয় বলেছেন: শিরোণামে ও প্রথম লাইনে বানানদুটি ঠিক করে দিন।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৫

মাহবুবুল আজাদ বলেছেন: ঠিক আছে জনাব।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৭

মাহমুদুর রহমান বলেছেন: অসাধারন।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৬

মাহবুবুল আজাদ বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা রইল।


ভাল থাকুন নিরন্তর।

৪| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন:





রাত, নিদ্রা, নির্ঘুমের মধ্যেই যেন সকল রহস্য লুকিয়ে আছে! বিকল্প নিদ্রা! ভাবায় ভিন্ন আঙ্গিকে।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫২

মাহবুবুল আজাদ বলেছেন:
চমৎকার বলেছেন। মুগ্ধতা অবিরাম।

৫| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০০

রেইড ইন স্কাই বলেছেন: চমৎকার কবিতা।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫২

মাহবুবুল আজাদ বলেছেন: নিরন্তর ভাল লাগা।

৬| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: বলুন তো, কি সেই জিনিস যেটা আপনি কাউকে দিলেও রাখতে আপনাকেই হবে?

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৫

মাহবুবুল আজাদ বলেছেন: হা হা রাজীব ভাই, সে আর কি .।.। আপনার "মন
যারেই দেন না কেন রাখতে হবে আপনার কাছেই ।

৭| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৯

অমক বিন তমক বলেছেন: ভালো লেগেছে, চৌকাঠে সূর্য আসার অপেক্ষায় হাত গুটিয়ে বসে আছি। বসে থাকতে হবে, অনন্ত নক্কত্র কাল।

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৮

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন ।

৮| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৭

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৫

মাহবুবুল আজাদ বলেছেন: অসংখ্য ভাল লাগা জানবেন ।

৯| ৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৫

মাহবুবুল আজাদ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই, ভাল থাকবেন ।

১০| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫২

নজসু বলেছেন: তিনটের তিন রকম স্বাদ।
তবুও কোথায় যেন এদের একটা সেতুবন্ধন আছে।

৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৭

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় নজসু ভাল থাকুন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.