| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈমান!
এমএবি সুজন
হারাইয়া দৌঁড়াইয়া খুঁজিয়া কি পাওয়া যায়?
ঈমান রক্ষা করা জনম দায়
একবার গেলে পরে আসেনারে
মানুষ আবেগ দিয়া বিবেক যায়
ঈমান রক্ষা করা জনম দায়।
আমরা মুখেমুখে ঈমান আনি
অন্তরে তার মোকাম খানি
রুটিরুজি দানাপানি লোকসানে দোকান
ঈমানদারী দোকানদারী হয়না এক সমান
আমার হয়না মানা হয়না জানা
জিন্দেগি কাল সাপে খায়!
ঈমান রক্ষা করা জনম দায়।
আসার কালে কথা ছিলো
যাবার সময় মনে হলো
সঙ্গী সাথী কোথায় গেলো দুনিয়ার দোহাই
আমার অলসতা বিলাসিতা দুনিয়ার কামাই
আমার হয়না আসা হয়না যাওয়া
চাওয়া পাওয়ার শেষ কোথায়?
ঈমান রক্ষা করা জনম দায়।
যেমনঃ প্রেম শক্তি বিশ্বাস ভক্তি
মজবুত ঈমান নিশ্চিত মুক্তি
ঈমান বেচি লোভের বশবতী হই
মনের কথা মনে সই কারে কই
আমার হয়না নেকি হয়না সে কি!
সুজন এমএবি খেয়ালে পায়
ঈমান রক্ষা করা জনম দায়।
©somewhere in net ltd.