নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাসে অশান্তির নীড়।

No matter what happens, or how bad it seems today, life does go on, and it will be better tomorrow.

প্রবাসী পাঠক

প্রবাসী পাঠক › বিস্তারিত পোস্টঃ

গল্প নিয়ে গল্পামিঃ নতুন ব্লগারদের লেখা জুলাই মাসের ভালোলাগা পাঁচটি গল্প।

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৪১



জুন মাসে ব্লগে প্রকাশিত ভালো লাগা গল্প নিয়ে গল্পপাঠ - ভাল লাগা ছয়। শিরোনামে একটি পোস্ট দিয়েছিলাম। সেই ধারাবাহিকতায় জুলাই মাসের ভালো লাগা গল্প নিয়ে এই মাসেও লিখছি। এবারের পোস্টে শুধুমাত্র সামহোয়্যার ইন ব্লগের নতুন ব্লগারদের লেখাগুলো থেকে পছন্দের গল্প বাছাই করেছি। সামহোয়্যার ইন ব্লগে যাদের নিক এর বয়স এক বছর পূর্ণ হয় নি শুধু মাত্র তাদের লেখাই এবারের পোস্টে জায়গা পেয়েছে। সামহোয়্যার ইন ব্লগে ব্লগিং এর হিসাবে তারা হয়ত নতুন কিন্তু লেখক হিসাবে তারা প্রায় সকলেই পুরাতন এবং অনেক পরিণত। আমার পছন্দের এই সব গল্পকাররা ইতিমধ্যেই তাদের লেখা দিয়ে পাঠকের মন জয় করে নিয়েছেন। এবং প্রত্যাশা করি তারা সবাই আরো ভালো ভালো লেখা দিয়ে ব্লগকে আরো সমৃদ্ধ করবেন।

♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣

ভাগাভাগি জিনিসটা খুব একটা জটিল বিষয়। ভাগাভাগিতে সামান্য একটু হের ফের হলেই অনেক বড় একটা সমস্যা হয়ে যায় মাঝে মাঝে। কিন্তু ভাগাভাগির এই জটিলতার মাঝেও একটা সরল সমীকরণ সব সময় কাজ করে ভাগাভাগি কাদের মধ্যে হচ্ছে তার উপর ভিত্তি করে। ভাগাভাগির জটিলতা সহজ হয়ে যায় সম্পর্কের উপর ভিত্তি করে। যেমনটা হয় বড় ভাই কিংবা বোনের সাথে ছোট ভাইবোনের কোন কিছু ভাগাভাগিতে। বড় ভাইবোন নিজের জন্য ছোটটা রেখে বড় অংশটা ছোটদের মাঝে ভাগ করে দেয়। বাবা আর সন্তানের মধ্যে ভাগাভাগিতে কষ্টগুলো নিজের ভাগে রেখে বাবা সুখগুলো সন্তানের হাতে তুলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করেন না। আর মা আর সন্তানের মাঝে ভাগাভাগিতে তো পৃথিবীর সমস্ত কিছু সন্তানের ভাগে দিয়ে দিতে এক মুহূর্তের জন্যও চিন্তা করতে হয় না। তাহলে সৃষ্টিকর্তা আর তার সৃষ্টির মধ্যে যদি কখনো ভাগাভাগি হয় কি ধরনের হতে পারে! সৃষ্টিকর্তা কি কখনো নিজের সৃষ্টিকে বঞ্চিত করে নিজের জন্য বড় ভাগটা নিতে পারে? সৃষ্টিকর্তা আর তার সৃষ্টির মধ্যে ভাগাভাগি হলে কেমন হতে পারে তা জানতে হলে আপনাকে পড়তে হবে ব্লগার আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম এর লেখা গল্পঃ ভগবানের সাথে ভাগাভাগি। গল্পের প্রধান চরিত্র নিতাই এর সঙ্গে ভগবান এর ভাগাভাগিতে সব সময় একটু বেশিই পেয়েছে নিতাই। প্রথমবার ভগবান নিতাই এর বাবাকে তুলে নিয়ে নিতাইয়ের ভাগে তুলে দিয়েছেন পুরো পরিবারের বোঝা। নিতাইয়ের কথাগুলো যেমনটা গল্পে লেখক বর্ণনা করেছেন -
‘জীবনে বহুদিন আমরা না খেয়ে থেকেছি। কিন্তু কোনদিন কারো কাছে আমাকে হাত পাততে দেখেছিস? তুই আমার দু’তিনজন ঘনিষ্ঠ বন্ধুর মধ্যে একজন। তোর টাকা ধার হিসাবে নিতে পারলে আমি খুশি হতাম। কিন্তু ঐ যে ওপরে একজন ভগবান আছেন না! তিনি তো আমার জন্মের সময় থেকে সব কিছু ভাগাভাগি করে রেখেছেন। আমার ভাগে দিয়েছেন লজ্জা আর আত্মসম্মানবোধ, আর তার নিজের ভাগে রেখেছেন আমার মুখের আহার।’
এভাবেই গল্পে ভগবান আর নিতাই এর মধ্যে ভাগাভাগি চলতে থাকে। গল্পের শেষে শেষবারের মত নিতাই আর ভগবানের ভাগাভাগি ছিল আরো নির্মম। নিতাই আর ভগবানের মধ্যকার ভাগাভাগির করুণ কাহিনী জানতে হলে আজই পড়ে ফেলুন গল্পটা।


♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣


‘গত পরশু সন্ধ্যায় মা চলে গেলেন। বাহাত্তর বছর আগে শুরু হওয়া এক উপন্যাসের সমাপ্তি হলো। ভালোই হলো। শেষ দিকে এসে খুব কষ্ট পাচ্ছিলেন। আমিও যেন ক্লান্তির শেষ ধাপে পৌছে গিয়েছিলাম। গত দু’রাত নির্ঘুম কাটিয়ে, আজ ভোরে তোমাকে মেইল করবো বলে বসেছি। বিচিত্র এক অনুভুতিতে ছেয়ে আছে মন। মা চলে যাবার তীব্র একটা কষ্ট, শোক, নিদারুণ একাকিত্ব, পাশাপাশি বহুদিনের ক্লান্তি, পরিশ্রম আর দুশ্চিন্তা থেকে পরিত্রান পাবার শরীর অবশ করা এক প্রশান্তি। হাসপাতাল থেকে ফোনটা পাবার পর শরীরের প্রতিটা কোষ যেন স্তব্ধ হয়ে গিয়েছিলো। বেয়াল্লিশ বছর ধরে স্মৃতি জুড়ে, মন জুড়ে, শরীর জুড়ে ভালোবাসার আঁচড়, স্লেটের লেখার মতো কে যেন এক ঘষায় মুছে দিলো। পুরো শরীরজুড়ে লেপ্টে থাকা একটা মানুষের অস্তিত্ব এভাবেই এক ফুঁৎকারে নিভে যায়? টেলিফোন কানে চেপে বসে রইলাম অনেকক্ষণ। কোথায় যাবো? কাকে জানাবো? মরদেহ নিয়ে কি করতে হয়? আমিতো কিছুই জানি না।...’

মায়ের মৃত্যুর এমন করুণ বর্ণনা দিয়েই শুরু হয়েছে ব্লগার আসাদ কাজল এর লেখা ছোট গল্প দহন । রফিক, শায়লা এবং আরিফ এই তিনজনের মাঝে সম্পর্কের সমীকরণ নিয়েই গল্পটি। রফিক এবং শায়লা এঁকে অপরকে ভালবেসে বিয়ে করলেও সময়ের ব্যবধানে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে থাকে। যারই ফলশ্রুতিতে বিবাহ বন্ধন থেকে মুক্ত হয়ে যায় দুজন। শায়লা এবং আরিফের মধ্যে পরিচয় হয় হোটেল শেরাটনে রিহ্যাব মেলায়। কাজের প্রয়োজনেই দুজনার সাথে যোগাযোগ বাড়তে থাকে এবং এক সময় সম্পর্কটা কর্মক্ষেত্র ছাড়িয়ে বন্ধুত্বে রূপ নেয়। আরিফ একসময় শায়লাকে একান্ত নিজের করে পেতে প্রস্তাব করে। কিন্তু শায়লা সে প্রস্তাব ফিরিয়ে দেয়। একসময় দুজনের সাথে দূরত্ব বাড়তে থাকে যদিও শায়লার প্রচেষ্টায় আবার বন্ধুত্বের সম্পর্ক জোড়া লাগে। শায়লার মায়ের মৃত্যু রফিক, শায়লা এবং আরিফের মধ্যকার সম্পর্কের সমীকরণ বদলে দেয়। কিছু কিছু সিদ্ধান্ত আমাদের অবচেতন মন নিয়ে থাকে। শায়লার অবচেতন মন কার কাছ থেকে সাহায্য নেয়ার জন্য বলেছিল- সাবেক স্বামী রফিক নাকি বন্ধু আরিফ। জানতে হলে পড়ে দেখুন আসাদ কাজলের গল্পটি।


♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣



আমাদের নাগরিক ব্যস্ত জীবনে শত সহস্রবার রাস্তায় শিশু হকারদের দেখি। ট্র্যাফিক জ্যামে আটকে গেলেই আমাদের আশেপাশে আবিষ্কার করি এই হকারদের। কেউ হয়ত ফুল বিক্রি করছে, কেউবা খাবার আবার কেউবা গৃহস্থালির টুকিটাকি জিনিস। ট্র্যাফিক জ্যাম থেকে ছাড়া পেলেই তারা হারিয়ে যায় আমাদের জীবন থেকে। এই শিশু কিংবা তাদের পরিবার নিয়ে আমাদের ভাববার সময়টা কোথায়? এই ধরনের শিশু আর তাদের পরিবারের করুণ চিত্রই ফুটে উঠেছে ব্লগার আরজু মুন জারিন এর লেখা জীবন যেখানে যেমন ছোট গল্পে। রহিম, তার সন্তান সম্ভবা স্ত্রী এবং তাদের তিনটি মেয়ের জীবনের গল্প লিখেছেন লেখক। রহিম তার আয় দিয়ে সংসারের সবার খাবার ঠিকমত জোগাড় করতে না পারায় তার মেয়েদের রাস্তায় দাড়িয়ে ফুল বিক্রি করতে হয়। ছেলে সন্তান জন্ম না দিতে পারায় আব্দুর রহিমের স্ত্রীর প্রতি দুর্ব্যবহার, আবার পরক্ষনেই স্ত্রী এবং সন্তানের প্রতি মায়া প্রদর্শন, স্ত্রীর স্বামীর প্রতি অগাধ ভালবাসা সব মিলিয়ে গল্পের প্রতিটি চরিত্রের বিচরণ এতটুকুও আরোপিত মনে হয় নি। গল্পের শেষ দিকে রহিমের অসাবধানতায় ধান ভাঙ্গার মেশিনে রহিমের হাত কাঁটা যাওয়ায় তাদের পরিবারে নেমে আসে আরো কষ্টের ছায়া। মাঝে কেটে যায় তিনটি বছর। রহিমের বড় মেয়ে পারুল এখন শুধু ফুল বিক্রি করেই সংসার চালাতে পারে না তাকে তার শ্রেষ্ঠ সম্পদ সম্ভ্রমটুকুও বিক্রি করতে হয় নিষ্ঠুর সমাজের কাছে। রহিমের সংসারের কষ্টগুলোকে বুঝতে হলে আপনাকে পড়ে দেখতে হবে আরজু মুন জারিন এর গল্পটা।



♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣


একবার কল্পনা করুন তো, আপনি আর আপনার প্রেয়সী নির্জনে কিছুটা সময় কাটাচ্ছেন। প্রেয়সীর সঙ্গে দোলনায় বসে দোল খাওয়া। মাথার উপরে টিনের চালে টুপটাপ বৃষ্টির ফোঁটার শব্দ। দোলনায় দোল খেলেই টিনের চাল পেরিয়ে খোলা আকাশটাকে দেখা। সাথে যদি দূর আকাশে জেগে থাকা চাঁদ থেকে জ্যোৎস্নার বর্ষণ হলে ব্যাপারটা মন্দ হয় না। জ্যোৎস্নামাখা বৃষ্টির রঙ কিংবা বৃষ্টিস্নাত জ্যোৎস্না প্রিয়ার হাতে এঁকে দেয়া কতটা রোম্যান্টিক হতে পারে। হ্যা এই রকম একটা স্বপ্ন পূরণের কথাই গল্পে লিখেছেন ব্লগার টুতৃদগ তার অণুগল্প : বৃষ্টি এবং আমি ! গল্পে। গল্পের ভাষায় যেমনটা বলেছেন -
সেদিন বারান্দায় উদাসী চোখে হাত বাড়িয়ে বৃষ্টি ধরতে দেখেছিলাম তাকে। নাহ, বৃষ্টি নয় আমি শুধু তাকেই অপলক দেখছিলাম। সেদিনের বৃষ্টিটা কেমন যেনো হঠাত করেই শেষ হয়ে গেলো, শেষ হয়ে গেলো আমার তাকিয়ে থাকাও। সন্ধ্যায় চাঁদের আলোয় তার পাশাপাশি হাঁটছিলাম, কথাটা শেষমেষ বলেই ফেললাম তাকে "তোমার জোছনামাখা হাতে এসো বৃষ্টির রং লাগিয়ে দেই" !! অনেকটা সময় তাকিয়ে ছিলো সে আমার দিকে, এরপর বললো "যদি কোনদিন ঝুম বৃষ্টি হয় আমায় ডেকো, হাতে রং মেখেই তোমাকে ছুঁয়ে দিবো" ......

লেখকের অসাধারণ দৃশ্যবর্ণনা এবং চমৎকার শব্দ ব্যবহারে গল্পটা হয়ে উঠেছে প্রাণবন্ত। পুরো গল্পটিতেই রোমান্টিকটার একটা আবহ ধরে রেখেছেন লেখক খুব সার্থক ভাবে। গল্পের শেষে এসে ভালোবাসার আকাঙ্ক্ষা নিয়ে যেমনটা লিখেছেন -
সেই প্রজাপতি হয়ে উড়ে বেড়ানো হাতটা আজও আমার ছোঁয়া হয়নি। অল্প কিছুদিনের মাঝেই জানলাম, টিনের উপর বৃষ্টির শব্দ তার খুব পছন্দের। এরপর থেকেই প্রজাপতি ছোঁয়ার প্ল্যান বানানো। দোলনার মাঝে বাতাস সেজে সে বৃষ্টি ছুঁয়ে যাবে আর সেই বৃষ্টির রং লাগানো হাতটা আমি কাছ টেনে নিবো।
গল্পটা নিয়ে শুধু এতটুকুই বলতে পারি গল্পটি পড়ার সময় নিজেকে ভালোবাসার কোন এক বিশাল সমুদ্রে আবিষ্কার করতে পারেন।


♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣



সামনের দিকে হেঁটে চলেছি বেশ অনেকটা সময় ধরে। সকাল হবার অপেক্ষা করতে করতে রাতটা দীর্ঘ থেকে দীর্ঘতর মনে হচ্ছে। ভোরের দেখা পাওয়াটা একেবারেই অসম্ভব মনে হচ্ছে এই বর্তমানে দাড়িয়ে।

প্রচণ্ড ‪রক্তক্ষরণ‬ হচ্ছে। গরমের এই রাতেও শীত যেন জেঁকে বসেছে আমার জন্যে। এদিকটাতে কোন মানুষজন তো দূরে থাক একটা কুকুরকেও দেখা যাচ্ছে না। মানুষজন..... হাহ, তাহলে ঐগুলি কি ছিল? কোন পশুও তো এভাবে আক্রমণ করে রাস্তায় ছেড়ে দেয় না। হয় ভক্ষণ করে নয়তো ছিঁড়ে ছুড়ে নিশ্চিহ্ন করে দেয়। তবে সবচেয়ে খারাপ ব্যাপারটা হচ্ছে ঐ গুলিরও মানুষের মত হাত-পা, নাক-মুখ, মাথা সব আছে। শুধু মনুষ্যত্বের বোধটা ওদের ভেতরে নেই।


মনুষ্যত্ব বিহীন মানুষের জন্য এভাবে ঘৃণা প্রদর্শন করেই গল্পটার শুরু। আচ্ছা, মানুষ কাকে বলে? মানব সম্প্রদায়ে জন্ম নেয়া যে কাউকেই কি মানুষ বলা যায়? যার দুটি হাত, দুটি পা, দুটি চোখ আর দেখতে মানুষের মত হলেই কি তাকে মানুষ বলা যাবে? যার ভিতর মনুষ্যত্বের বোধ নেই তাকে কিভাবে মানুষ বলা যায়। আমাদের চারপাশে এই ধরনের মানুষরূপী অমানুষের বিচরণ। সে সকল অমানুষদের হিংস্র থাবায় রক্তাক্ত হতে হয় আমাদের বারংবার। ব্লগার অপ্রতীয়মান এর লেখা ছোট গল্প অন্ধকার শহরে একটা সকালের অপেক্ষাতে উঠে এসেছে সেই সব অমানুষদের কথা। গল্পে লেখক নিজেই নিজের এই ধরনের অমানুষদের বর্বর হামলার শিকারের ঘটনা বর্ণনা করেছেন। যে দুর্ঘটনায় হারিয়েছেন সারা মাসের কষ্টার্জিত উপার্জন এবং এর পাশাপাশি হয়েছেন রক্তাক্ত। লেখকের প্রাঞ্জল লেখনীতে গল্পটাতে ফুটে উঠেছে চিরচেনা শহরের নির্মম বাস্তবতার বীভৎস রূপ। সব কিছুর পরও অপেক্ষা করেছেন অমানিশার অন্ধকার কেটে গিয়ে নতুন আলো নিয়ে আসা একটি ভোরের।


জুলাই মাসে নতুন আরো অনেক ব্লগারের ভালো লেখা প্রকাশিত হয়েছে। অনেকগুলো লেখা হয়ত আমার নজর এড়িয়ে গেছে। তবে যতটুকু পড়তে পেরেছি তারমধ্য থেকে ভালো লাগা পাঁচটি গল্প নিয়ে লিখলাম। আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন ব্লগারদের লেখাগুলো পড়ে দেখা এবং আলোচনা- সমালোচনায় অংশ নেয়ার জন্য।



**** পোস্টের শিরোনাম ব্লগার সকাল রয় এর পোস্টের শিরোনাম থেকে ধার করে নেয়া। ধন্যবাদ মামুন ভাইকে ভুলটা শুধরে দেয়ার জন্য। ব্লগার সকাল রয় ভাইয়ার কাছে কৃতজ্ঞ তার পোস্টের শিরোনাম ব্যবহার করার অনুমতি দেয়ার জন্য।

উৎসর্গঃ শ্রদ্ধেয় ব্লগার জুলিয়ান সিদ্দিকী ভাই। এবারের পোস্টে নতুনদের নিয়ে লেখার আইডিয়াটা জুলিয়ান দার কাছ থেকেই পাওয়া। তাই এই পোস্টটা শ্রদ্ধেয় জুলিয়ান দার নামেই উৎসর্গ করা হল।

মন্তব্য ৭০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:০৩

জুন বলেছেন: ভালো লাগলো যথার্থই নতুন ব্লগারদের লেখা গল্প সংকলন প্রবাসী পাঠক । পড়ার জন্য বুকমার্ক করে রাখলাম :)
+

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:১৮

প্রবাসী পাঠক বলেছেন: ব্লগার হিসাবে নতুন হলেও এদের সবার লেখার মান অনেক ভালো। গল্পগুলো পড়ে আশাহত হবেন না এতটুকু বলতে পারি। গল্পগুলো পড়ে তাদের লেখা সম্পর্কে মতামত জানাবেন এই প্রত্যাশা করি।


মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন জুন আপু।

২| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৪১

মৃদুল শ্রাবন বলেছেন: সামহোয়্যার ইন ব্লগে ব্লগিং এর হিসাবে তারা হয়ত নতুন কিন্তু লেখক হিসাবে তারা প্রায় সকলেই পুরাতন এবং অনেক পরিণত

আসলে এমন অনেক ব্লগার আছেন। তাদের যাথাযত মূল্যায়ন করা আমাদের কর্তব্য।

সংকলনটি দেখে ভালো লাগলো। এরকম উদ্যোগ আরো নেয়া প্রয়োজন বলে আমি মনে করি।

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০১

প্রবাসী পাঠক বলেছেন: গত কয়েক মাসে সামুতে অনেক ভালো লেখক এসেছেন। যাদের লেখার মান সত্যিই অনেক ভালো। হাজারো লেখার ভিড়ে হয়ত তাদের লেখাগুলো সেভাবে নজরে আসছে না। তাদের লেখাগুলো যথাযথ মূল্যায়ন করা আমাদের সবার কর্তব্য।

মন্তব্যের জন্য ধন্যবাদ মৃদুল শ্রাবন ভাই।

৩| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার এই উদ্যোগ চলতে থাকুক। গল্পাকারদের মাঝে আরও ভাল গল্প লেখার তাগিদ বৃদ্ধিপাক।

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০৫

প্রবাসী পাঠক বলেছেন: চেষ্টা থাকবে যতদিন পর্যন্ত সম্ভব চালিয়ে নিয়ে যাওয়ার। কাণ্ডারি ভাই অনেক দিন হয় আপনার লেখা কোন গল্প পাচ্ছি না। একটা গল্প লিখেন আমাদের জন্য।

৪| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪১

মামুন রশিদ বলেছেন: নতুনদের গল্প নিয়ে মুল্যায়ন খুব ভাল লাগলো । নতুন ব্লগারদের উতসাহ দিতে এই উদ্যোগ ব্লগে মাইলফলক হয়ে থাকবে ।

'গল্প নিয়ে গল্পামি' ব্লগার কবি সকাল রয়ের গল্প নিয়ে আলোচনা পোস্টের শিরোনাম থেকে নেয়া ।

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১২

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। আপনার উপস্থিতি সব সময় অনুপ্রেরণা যোগায়। নতুনদের লেখাগুলো কেমন লাগল জানাবেন দয়াকরে মামুন ভাই।



'গল্প নিয়ে গল্পামি' ব্লগার কবি সকাল রয়ের গল্প নিয়ে আলোচনা পোস্টের শিরোনাম থেকে নেয়া - এটা জানতাম না মামুন ভাই। যাই হোক সকাল ভাইয়ার কাছ থেকে অনুমতি নিতে হবে।

৫| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: গল্পকারদেরকে আন্তরিক ধন্যবাদ এবং সেইসাথে আপনাকেও আন্তরিক ধন্যবাদ।
শুভকামনা রইল

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২০

প্রবাসী পাঠক বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন লাইলী আরজুমান খানম লায়লা।

৬| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনার এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই ।

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২১

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সেলিম ভাই।

৭| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার এই উদ্যোগ চলতে থাকুক। গল্পাকারদের মাঝে আরও ভাল গল্প লেখার তাগিদ বৃদ্ধিপাক।

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২২

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়।

৮| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৯

শুঁটকি মাছ বলেছেন: আপনার আর ব্লগার ডিমুন-এর এই উদ্যোগটা ভালো।

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০০

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ শুঁটকি মাছ আপনাকে মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য। নতুনদের লেখাগুলো কেমন লাগল জানাবেন এই প্রত্যাশা করি।

৯| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১৩

ডি মুন বলেছেন: প্রিয়তে রাখলাম।

গল্পগুলো পড়ে ভালোলাগা মন্দলাগা জানাবো দু একদিনের মধ্যে।

নতুনদের গল্প নিয়ে লেখার ব্যাপারে উৎসাহ প্রদানের জন্য শ্রদ্ধেয় ব্লগার জুলিয়ান সিদ্দিকী ভাইকে অনেক অনেক শুভেচ্ছা।

আপনার উপস্থাপনা ভালো লেগেছে। নতুনেরা উৎসাহ পাবেন - একথা নিঃসন্দেহে বলা যায়।

তারা আরো ভালো ভালো গল্প লিখবেন। সহব্লগারদের পোস্টে ভালো মন্তব্য, আলোচনা, সমালোচনা করবেন - এমনটাই সবসময় প্রত্যাশা।

ভালো থাকুন প্রিয় প্রবাসী পাঠক ভাই।

আবার আসছি গল্পগুলো পড়ে নিয়ে। :)

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৭

প্রবাসী পাঠক বলেছেন: তারা আরো ভালো ভালো গল্প লিখবেন। সহব্লগারদের পোস্টে ভালো মন্তব্য, আলোচনা, সমালোচনা করবেন - এমনটাই সবসময় প্রত্যাশা।

সম্পূর্ণ একমত আপনার সঙ্গে।


গল্পগুলো পড়ে দেখুন মুন ভাই আশারাখি ভালো লাগবে আপনার কাছে।

১০| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমি কী আর বলবো!

নতুনদের জন্য খানিকটা উৎসাহ, খানিকটা দিক নির্দেশনা যে কতটা সহায়ক, তা যিনি উৎসাহ আর উদ্দীপনা কারো কাছ থেকে পান নাই, কেবল তিনিই বলতে পারবেন আর বলতে পারবেন এই ৫জন।

লেখালেখিতে এরা একেবারেই নবীশ নয়। তবু সময়ের কার্পন্যে এরা নতুন বলে চিহ্নিত হলেন। তবু মনে করি তারা আমার চেয়ে অনেক ভাগ্যশালী এদিক দিয়ে যে, তাদের লেখা নিয়ে আলোচনা হচ্ছে।

বাংলা ব্লগ সচলের সঙ্গে যখন যুক্ত হই ২০০৭-বা ২০০৮ এ, ততদিনে আমার সাহিত্য চর্চার বয়স হয়ে গেছিল ২১বছর। এর আগে আমার চর্চা চলেছে অন্ধের পথ চলার মতো। যদিও শুরু থেকেই মনে মনে ওস্তাদ বা শিক্ষক হিসেবে আদর্শ বানিয়ে নিয়েছিলাম সৈয়দ শামসুল হককে, তাঁর লেখা পড়তাম বুভুক্ষুর মতো। লেখা পড়েই চেষ্টা করতাম লেখার কলকব্জা বুঝতে। কিন্তু টুকটাক যা লিখতাম, ছিল না পাঠক (একমাত্র বাবা ছাড়া, তাও পড়তেন লুকিয়ে বেশিরভাগ, মান নিয়ে আলোচনা চলতো না।) সে সময় যদি আমি নিজের লেখা নিয়ে আলোচনার সুযোগ পেতাম, আমার লেখার ত্রুটি বিচ্যুতি কম বেশি জানা থাকতো তাহলে আমার লেখার মান আরো উন্নত হতো ভুল নেই। বাংলা ব্লগ আমার জন্যে আশীর্বাদ, ব্লগের বন্ধুরাও আমার জন্য আশীর্বাদ। ব্লগে পোস্টের কারণেই আমার জানা হচ্ছে কী বা কেমন লিখছি।

কাজেই এভাবে আলোচিত হলে আরো দ্রুত তারা নিজেদের লেখার মান উন্নীত করতে পারবেন, সমৃদ্ধ হবে বাংলা সাহিত্য, তাই আমি সব সময় আগ্রহী নতুনরা যেন বেশি বেশি সহযোগীতা পায়। তাদের অহংবোধ দূর হয়ে যেন বিনয়ী হয়। লেখকের ব্যক্তিগত চরিত্রের প্রভাব পড়ে লেখায়। তার সৃষ্ট চরিত্রগুলো তারই প্রতিনিধিত্ব করে।

তবে নতুনদের মাঝেও কিছু পণ্ডিত থাকে, যারা একটু অগ্রসর চিন্তা-ভাবনার দিক দিয়ে, তারা তাদের ত্রুটিকে যোগ্যতা মনে করেন, অক্ষমতাকে সামর্থ্য মনে করেন, তাদের জন্য আমার তরফ থেকে কিছু নেই, নেই মন্তব্যও।

পোস্টে আনেক ভালো লাগা জানাই। উৎসর্গটা মূলত পোস্টদাতাকেই সম্মানিত করেছে আরো বেশি।

সেই সঙ্গে প্রত্যাশা এমন সহযোগী মানসিকতা বজায় থাকুক আমাদের মাঝে। দূর হয়ে যাক নিচু মানসিকতা, গাইয়ের বাছুরকে টেনে নিয়ে গাধার বাঁটে লাগিয়ে দেবার প্রবণতা।

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৫

প্রবাসী পাঠক বলেছেন: নতুনদের জন্য খানিকটা উৎসাহ, খানিকটা দিক নির্দেশনা যে কতটা সহায়ক তা আমি নিজেকে দিয়েই বুঝতে পারি। আমার ব্লগিং এর শুরুর দিক থেকেই ব্লগের সিনিয়র ব্লগারদের কাছ থেকে যথেষ্ট পরিমাণ উৎসাহ এবং সহযোগিতা পেয়েছি। আর কাণ্ডারি ভাইয়ার নতুন ব্লগারদের হাইলাইট করে দেয়া পোস্টে নিজের নামটা দেখে কতটা উৎসাহ আর উদ্দীপনা কাজ করেছিল তা ভাষায় প্রকাশ করার মত নয়।

পাঠক বিহীন সমাজে কখনোই লেখক জন্ম নেয় না। লেখার উপর আলোচনা সমালোচনা লেখকের লেখনী শক্তি বাড়াতে সহায়তা করে। গঠনমূলক সমালোচনা লেখকের লেখার মান বৃদ্ধিতে সব সময় সহায়ক। আমি ব্যক্তিগত ভাবে সব সময় চাই আমার নিজের লেখাগুলো নিয়ে সমালোচনা হোক যাতে আমার লেখনীর দুর্বলতাগুলো কাঁটিয়ে উঠতে পারি।

আপনার কথার সাথে সুর মিলিয়ে বলতে চাই - প্রত্যাশা করি এমন সহযোগী মানসিকতা বজায় থাকুক আমাদের মাঝে।

১১| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নতুনদের উৎসাহ যোগাতে অাপনার এ কাজ নিঃসন্দেহে প্রশংসনীয়।
আপনার রিভিউ ভালো লেগেছে! বিশেষ করে ব্লগার আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম তো একজন প্রতিভাবান লেখক। তিনি সামুতে হয়ত নতুন লিখেন, কিন্তু তিনি বেশ পুরানো একজন লেখক বলেই জানি! তার গল্প আমার খুবই ভালো লাগে।

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫২

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন কা_ভা ভাই সবসময় পাশে থেকে উৎসাহিত করার জন্য।

হেনা ভাই নিঃসন্দেহে একজন উঁচু মানের লেখক। ব্লগার ডি মুন ভাইয়ের পোস্টে লিখেছিলাম এখানেও আবার লিখছি - হেনা ভাই আমাদের সামু পরিবারের গল্পের দাদু ভাই। চমৎকার সব গল্প পেতে হলে তার ব্লগ বাড়িতে গেলেই হবে। চমৎকার সব গল্পের ডালি বিছিয়ে রেখেছেন তিনি পাঠকদের জন্য।

১২| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৯

একজন আবীর বলেছেন: পোস্টটা ফেসবুকে দেখলাম শেয়ার থেকে। দুর্দান্ত একটা পোস্ট। প্রিয়তে নিচ্ছি।

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৫

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন আবীর ভাই। প্রত্যাশা করি নতুন ব্লগারদের লেখাগুলো পড়ে ভালো লাগা জানিয়ে তাদের উৎসাহিত করবেন।

১৩| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫০

সুমন কর বলেছেন: আপনার উপস্থাপনা অনেক ভাল হয়েছে। আর এ পোস্ট নতুনদের অনেক উৎসাহ দেবে, ভাল লেখার এবং ব্লগিং করার জন্য।

শুভকামনা রইলো।

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০২

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন সুমন ভাই।

আমার এই পোস্ট থেকে নতুন ব্লগাররা যদি সামান্য হলেও উৎসাহিত হয় তাহলে পোস্টটা সার্থক হবে।

১৪| ০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

সকাল রয় বলেছেন:
দারুন কাজ করেছেন বেশ ভালো উদ্যোগ

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৪

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সকাল রয় ভাই। প্রত্যাশা করি নতুন এই ব্লগারদের লেখাগুলো পড়ে তাদেরকেও উৎসাহিত করবেন।


আর আপনার পোস্টের শিরোনাম ব্যবহার করার অনুমতি দেয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন সকাল ভাই।

১৫| ০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

খেয়া ঘাট বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৬

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় খেয়াঘাট ভাই।

১৬| ০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সার্বিক উদ্দেশ্য সফল হোক।

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৮

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আশরাফুল ইসলাম দূর্জয় ভাই।

১৭| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: গল্পের রিভিউ চমতকার লেগেছে প্রবাসী ভাই !
সেদিন পড়লাম , ডি মুন ভাইয়ের একটা পোষ্ট , খুব সুন্দর উদ্যোগ !

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১২

প্রবাসী পাঠক বলেছেন: ডি মুন ভাইয়ের পোস্টটা আরো চমৎকার হয়েছে।

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন অভি ভাই সবসময় পাশে থেকে উৎসাহিত করার জন্য।

১৮| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৯

এহসান সাবির বলেছেন: অনবদ্য পোস্ট।


আশা করি সাথে থাকব সব সময়।

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৪

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ সাবির ভাই।


অনেকদিন পর ব্লগে আসলেন। কেমন আছেন ভাই ?

১৯| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:১২

এহসান সাবির বলেছেন: আমি আছি ভালোই মনে হয়। নানাবিধ কারণে ব্যাস্ত আছি। একটু অনিয়মিত। ফ্রি হলেই তো হাজির হয়ে যাই আপনাদের মাঝে।

শুভ কামনা।

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৮

প্রবাসী পাঠক বলেছেন: আপনার জন্যও শুভ কামনা রইল সাবির ভাই।

২০| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ২:৩৯

পিন্টু রহমান (গল্পকার) বলেছেন: চমৎকার উদ্যোগ।
লেখকরা অনুপ্রাণীত হবে।

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ৩:০৮

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পিন্টু ভাই।

২১| ০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ধারাবাহিক উদ্যোগে ভাল লাগল ৷


সহব্লগারদের পোস্টে ভালো মন্তব্য, আলোচনা, সমালোচনা করবেন - এমনটাই সবসময় প্রত্যাশা। এবিষয়টি ভাবা উচিৎ ৷

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৫

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন জাহাঙ্গীর ভাই পাশে থেকে উৎসাহিত করার জন্য।


সহব্লগারদের পোস্টে ভালো মন্তব্য, আলোচনা, সমালোচনা নতুন পুরাতন সকল ব্লগারদের জন্যই জরুরি। আমি নিজেও হয়ত এই ব্যাপারে একটু পিছিয়ে আছি। তবে চেষ্টা করছি গঠনমূলক মন্তব্য নিয়ে আলোচনায় অংশ নিতে।

শুভ কামনা।

২২| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪২

নাভিদ কায়সার রায়ান বলেছেন: গল্প গুলো ভালই। পড়লাম সবকয়টা।
সংকলন পোস্ট বানাতে কষ্ট আছে। তাছাড়া সবাইকে দিয়ে এই কাজ হয় না। সবার জন্য সেই কষ্টটা করার জন্য আপনাকে ধন্যবাদ।

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৩

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নাভিদ ভাই গল্প গুলো পড়ে মতামত জানানোর জন্য। সংকলন পোস্ট তৈরি করতে একটু কষ্ট করতে হয়। কিন্তু পাঠকদের কাছ থকে রেসপন্স পেলে কষ্টগুলো ভালো লাগায় বদলে যায়।

২৩| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:২৯

জাফরুল মবীন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই প্রবাসী পাঠক আপনাকে আর অভিনন্দন সামু পরিবারের এসব গুণী গল্প লেখিয়েদের।শুভ হোক সকলের পথচলা.....

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪০

প্রবাসী পাঠক বলেছেন: অনেক ধন্যবাদ মবীন ভাই পাশে থেকে উৎসাহিত করার জন্য। শুভ কামনা রইল।

২৪| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৭

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো উদ্যোগ। শুভকামনা।

১০ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৬

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন হাসান ভাই সব সময় পাশে থেকে উৎসাহিত করার জন্য।

২৫| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার আইডিয়া। আপনি ও জুলিয়ান ভাই- দুজনকেই অভিনন্দন। যাঁদের গল্প বললেন তাঁদের জন্য শুভ কামনা।

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৭

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই।

২৬| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫১

বৃশ্চিক রাজ বলেছেন: ব্রো নাইস নেম আপনার। আমার নিকটা আসলে এমন হওয়া উচিত ছিল। আসুন এক্সচেঞ্জ করে নেই। :-B

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৩

প্রবাসী পাঠক বলেছেন: ব্রো আমার নিকনেম আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগল। সামুতে নিক এক্সচেঞ্জ করার কিছু নিয়ম আছে। তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি, সত্যায়িত করা বার্থ সার্টিফিকেট এর এক কপি নিয়ে সামুর অফিসে যেতে হয়। কিন্তু এই মুহূর্তে আমি একে তো প্রবাসে তার উপর আবার দেশে নেই কি করা যায় বলুন? দেশে আসলে ইনশাআল্লাহ এক্সচেঞ্জ করার ব্যবস্থা নেব ভাই।

ভালো থাকবেন ভাই।

২৭| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ২:০৭

বৃশ্চিক রাজ বলেছেন: আরে না না ব্রো আমি আসলে ওভাবে ভেবে বলিনি। আপনি দেখছি সিরিয়াসলি নিয়ে নিয়েছেন। এত হ্যাসেল দরকার নাই।

থ্যাংক্স ব্রো। সরি আসলে কিছু ভেবে বলিনি কথাটা।

১১ ই আগস্ট, ২০১৪ রাত ২:১৪

প্রবাসী পাঠক বলেছেন: আসলে আপনার কাছে আমার নিকটা পছন্দ হয়েছে কিন্তু আমি এই মুহূর্তে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাকে দিতে পারছি না। তাই একটু খারাপ লাগছে। তবে নিশ্চিত থাকতে পারেন আমি দেশে আসলেই প্রথমে নিক এক্সচেঞ্জ এর ব্যবস্থা নেব।

শুভ কামনা রইল ভাই।

২৮| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ২:১৯

বৃশ্চিক রাজ বলেছেন: সরি ব্রো ! আই এম রিয়েলি সরি। :( আসলে এই জন্য একা আছি এটাই ভাল মানুষের সাথে মিশলেই সমস্যা। কখন কি বলে ফেলি পরে ভুল বোঝাবুঝি হয়। জানেন শুধু এই কারনেই স্যানিরিটাকে হারাতে হয়েছে।

১১ ই আগস্ট, ২০১৪ রাত ২:২৪

প্রবাসী পাঠক বলেছেন: সমস্যা নেই ভাই সব ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন।

২৯| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৭

লেখোয়াড় বলেছেন:
আমি গল্প লিখতে পারি না।
অন্যের গল্প পড়ি শুধু।

পোস্টে ভাল লাগা।

১২ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৪

প্রবাসী পাঠক বলেছেন: কবি'র কবিতার প্রতিটি শব্দই তো হাজারটা ছোট গল্প। আলাদা করে গল্প লেখার আর কি প্রয়োজন?


ধন্যবাদ জানবেন লেখোয়াড় ভাই।

৩০| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৫

নাহিদ হাকিম বলেছেন: আপনাদের সমর্থন পেলে পর্যায়ক্রমে গল্প গুলো আমার পত্রিকা “দীপশিখা”তে ছাপাতে পারি। সে ক্ষেত্রে লেখকের পূর্বানুমতি অবশ্যই কাম্য।

৩১| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৬

নাহিদ হাকিম বলেছেন: আপনাদের সমর্থন পেলে পর্যায়ক্রমে গল্প গুলো আমার পত্রিকা “দীপশিখা”তে ছাপাতে পারি। সে ক্ষেত্রে লেখকের পূর্বানুমতি অবশ্যই কাম্য।[email protected]

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৭

প্রবাসী পাঠক বলেছেন: খুব ভালো একটি প্রস্তাব। আমার এই পোস্টে আলোচিত গল্পগুলোর লিংক দেয়া আছে। এখান থেকে কোন গল্প ছাপাতে চাইলে উক্ত ব্লগারের লিংকে অনুমতি চেয়ে নিতে পারেন।

সাপ্তাহিক “দীপশিখা” এবং আপনার জন্য শুভ কামনা রইল।

৩২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:১৬

মাহমুদ০০৭ বলেছেন: পোষ্টে কমেন্ট দেখে বোঝা যাচ্ছে নতুনরা ভালই উৎসাহিত
হচ্ছে । B-)

তাদের একজনের ও সৌজন্যমূলক একটাও কমেন্ট নাই , হাহাহহ =p~ =p~ =p~

পোষ্টের অবস্থা হয়েছে ''একবার বিদায় দাওনা মা ঘুরে আসি '' :P :P

এইসব নতুনদের কাভা ভাই একটা নাম দিয়েছিলেন - হ্যাডমওলা নতুন '' । তাদের জয় হোক । এই মহতী উদ্যোগের বিশ্রাম কামনা করছি ।



০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৪২

প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা । আমি নিজেও ক্লান্ত হয়ে গেছি, মনে হয় বিশ্রাম নিতে হবে।

একটা জিনিস খেয়াল করে দেখবেন মাহমুদ ভাই। প্রতি মাসে সামুতে প্রচুর গল্প পাবলিশ হয়। এর মধ্যে নতুন গল্পকারদের লেখাই অপেক্ষাকৃত বেশি। কিন্তু গল্পের কমেন্টে দেখবেন সিনিয়র গল্পকার এবং সিনিয়র ব্লগারদের অংশ গ্রহণই বেশি। নতুন গল্পকারদের অন্যদের পোস্টে মন্তব্যে অংশগ্রহন অনেক কম। এর মধ্যে আবার অনেক নতুন ব্লগার তাদের ব্লগে কমেন্ট করলে কমেন্ট এর রিপ্লাইটুকুও দেয় না। কিন্তু অভিযোগ করার সময় এদের অনেকেই আবার লাইনে সবার আগে। ব্লগের সিনিয়র ব্লগারদের কাছ থেকে তারা নাকি যথোপযুক্ত সহায়তা পায় না। নিজের পোস্টের কমেন্ট এর রিপ্লাই দেবে না , অন্যের পোস্ট পড়েও দেখবেনা কিন্তু তাদের পোস্টে কমেন্ট না আসলে অভিযোগ শুরু হয়ে যায়।

৩৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬

In2the Dark বলেছেন: অনেক ভাল উদ্যোগ :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১২

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ In2the Dark।

৩৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: মিস করে গেছি অনেক কিছুই। পড়ে নেব। বরাবরের মতই চমৎকার কাজ হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে, সুপ্রিয়।

ভাল কাটুক সময়।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৩

প্রবাসী পাঠক বলেছেন: পড়ে দেখুন গল্পগুলো প্রফেসর ভাই। নতুন ব্লগারদের লেখা এই গল্পগুলো সত্যিই অনেক ভালো।

মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করে যাওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন প্রিয় প্রোফেসর শঙ্কু ভাই।

৩৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার পোষ্ট । সংক্ষেপটা পড়ে এখুনি লেখাগুলো পড়ার তাগিদ হচ্ছে। +

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৬

প্রবাসী পাঠক বলেছেন: পড়ে দেখুন গল্পগুলো রেজওয়ানা আলী তনিমা। গল্পগুলো সম্পর্কে এতটুকুই বলতে পারি, গল্পগুলো আপনাকে আশাহত করবে না।

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ রেজওয়ানা আলী তনিমা।

৩৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৫২

ইমরান নিলয় বলেছেন: ভালো উদ্যোগ। কিপিটাপ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৫৫

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ ইমরান নিলয় ভাই।

৩৭| ০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ১১:০১

আলম দীপ্র বলেছেন: সংকলনের চমৎকার উপস্থাপন ! আমি তো একেবারেই নতুন । তাই দেখা হয়নি আগে ।
প্রিয়তে রাখলাম।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১১:০৫

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ আলম ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.