![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মালয়েশিয়া সরকার ভূমিকম্পের জন্য নগ্নতাকে দায়ী করে চার জন বিদেশী পর্যটককে গ্রেপ্তার করেছে। পাহাড়ের চূড়ায় নগ্ন ছবি তোলার কারনে পাহাড়ের দেবতা নাকি ব্যাপক রুষ্ট হয়েছে এই জন্য দেবতা গোসসা করে ভূমিকম্প ঘটিয়েছে। কিন্তু নেপালে তো কোন লোক পাহাড়ের চূড়ায় নগ্ন ছবি তোলার খবর এখনও পাওয়া যায়নি তবে কিছু লোক বলছে, নেপালে নাকি নোংরা কর্মকান্ড ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে তাই খোদা গজব নাজিল করেছে। আবার শুনছি, খ্রিস্টধর্মের তাত্ত্বিকদের মতে, সেপ্টেম্বরের ২২ থেকে ২৮ তারিখের মধ্যে মহাশূন্য থেকে বিশাল শিলাখণ্ড এসে পড়বে পৃথিবীর উপর। আর নিমিষেই ধ্বংস হয়ে যাবে বিশ্ব। পৃথিবী থেকে মুছে যাবে সব প্রাণের চিহ্ন। হাতে সময় মাত্র তিনমাস। আবার সুরা যিলযালে আল্লাহ উল্লেখ করেছে, কিয়ামতের লক্ষন হলো অত্যাধিক ভূমিকম্প। তাই সাধু সাবধান, নোংরামী বাদ দেন, না হলে প্রাকৃতিক বিপদ আসন্ন।
©somewhere in net ltd.