নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৮৩১আবীর১৯৮৩

৮৩১আবীর১৯৮৩ › বিস্তারিত পোস্টঃ

যদি উস্কানীমূলকের কথাই বলেন তবে বাংলাদেশে সবচেয়ে উস্কানীমূলক কথাতো এটিই

১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

২খ. যেকোন ধরণের মন্তব্য, যার মর্মার্থ আমাদের কাছে গঠনমূলক না হয়ে সংঘাতপ্রয়াসী / উস্কানীমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ মনে হলে তা নীতিমালা অনুযায়ী সরিয়ে দেয়া হবে। regards, somewherein blog team.


আসলে সামু কর্তৃপক্ষ মুক্তমত বলতে কি বোঝায় ?

সামুর অনুচ্ছেদ ২খ. আমার কাছে মনে হচ্ছে সামু কতৃপক্ষের দৃষ্টিভঙ্গি মারাত্মক রকমের একচোখা। আপনারা যারা মুক্তমনা তারা অন্যের যু্ক্তি নির্ভর বক্তব্যকেও যদি (যেখানে কোন প্রকার গালি নেই) উস্কানীমূলক মনে করেন তাহলে তো আপনার নিজেদের কাছে নিজেরা হেরে গেলেন। আমাদের বক্তব্যতো পরিষ্কার (আমরা যারা ধর্মকে সমর্থন করি) আমরা সকল বিষয়ে যু্ক্তি নয় বরং ঐশী বিধানের ফলো করি। কিন্তু আপনাদের কাছে যুক্তিইতো সব এতএব যুক্তিপূর্ন কোন বক্তব্য (কেবল মাত্র আপনাদের সমর্থক গোষ্ঠী হেরে যাবে এ ভয়ে) মুছে ফেলা নিজেদের নৈতিক পরাজয় মেনে নেয়া ছাড়া কিছু নয়।

আমি একটি লেখা কোন রকম উস্কানী ছাড়া দিয়েছিলাম। যার শিরোনাম ছিল মুক্তমনারা কোন যুক্তিতে বোনকে বিবাহ অবৈধ বলবেন ?"

আসলে আপনাদের সমর্থক গোষ্ঠী এ বিষয়ে কোন যুক্তি দাড় করাতে পারবে না এটা বুঝেই আপনারা আমার লেখাটি সরিয়েছেন।
আমার তো মনে হয় যদি আল্লাহ আছে কি না এ প্রশ্ন করে কোন পোস্ট দিতাম তাহলে আপনার সরাতেন না। যদি উস্কানীমূলকের কথাই বলেন তবে বাংলাদেশে সবচেয়ে উস্কানীমূলক কথাতো এটিই।

জানি না এ পোস্টটিও রাখার হিম্মত আপনাদের মত দূর্বল প্রানীদের হবে কি না। পোস্ট না মুছে নিজেদের যুক্তিগুলোকে আরেকটু ধার দেবেন।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

বিলুপ্ত প্রায় বলেছেন: একমত

১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: আসলে এরা চায় ধর্মের বন্ধন থেকে মানুষকে ছিন্ন করতে। নিজের প্রবৃত্তির পূজার নাম দিয়েছে মুক্তবুদ্ধি, মুক্তমত।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

নিমগ্ন বলেছেন: যুক্তিভিত্তিক আলোচনা হতেই পারে। তবে উস্কানিমূলক বাক্য না বলে অশালীন বাক্য বলবো এটা। যেটা শিরোনাম করেছিলেন। আপনি।
যতদূর সম্ভব উপস্থাপনার ভূলের কারণে মানুষের কাছে উস্কানিমূলক/অশালীন/কটু বাক্য মনে হয়। আপনি এ জায়গাটায় ভূল করে ফেলেছেন। আমি একটি পোস্ট দিয়েছি। যেখানে পয়েন্ট আকারে দেখিয়েছি ইশ্বরের অবস্থান। কই কেউ তো এটা উস্কানি বলে নাই?
আমি সাজেস্ট করবো আপনার বক্তব্য উপস্থাপনে আরো কৌশলী হোন।

১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: আপনার মন্তব্য ভাল লাগলো। তবে আমার বাক্যটি কোনভাবেই অশালীন নয়। যদি হয় আপনি এটাকে শালীনভাবে উপস্থাপন করে আমাকে বলুন। আমার তো মূল যুক্তিটাই এটা ছিল।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: আল্লাহর বিপক্ষে আপনি পাবলিক প্লেসে বলে দেখুন কেমন উত্তেজনা সৃষ্টি হয়। কিন্তু সামুতে হয় না কারন সামু কর্তৃপক্ষ আল্লাহর অস্তিত্ব নাই একথার পক্ষে। তারপর জনগন যখন ক্ষেপে রাস্তায় নামে তখন তাদের জঙ্গী বলে সরকারের কাছে জান ভিক্ষা চায়।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

নিমগ্ন বলেছেন: শিরোনামে এইভাবে মুক্তমনাদের ডাকতে পারতেন-
"নাস্তিক মুক্তমনা ভাইদের প্রতি একটা প্রশ্ন, আসেন পারলে উত্তর দেন।"

বর্তমানে আপনার পোস্ট সরানোর কারণ ব্যাখ্যা চেয়ে আপনি ফিডব্যাকে মেইল করতে পারেন। নিশ্চয়ই আপনি একটা রেসপন্স পাবেন।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: হুম শিরোনামে আসল কথা বলা যাবে না। ভাল তো ভাল না। আসলে সামু জানে তার দলের কাছে এর জবাব নেই। তাই পোস্ট ডিলিট করেছে।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

শাহ আজিজ বলেছেন: আমি আপনার পোস্ট দেখিনি কিন্তু এই কথাটি " যার শিরোনাম ছিল মুক্তমনারা কোন যুক্তিতে বোনকে বিবাহ অবৈধ বলবেন ?"" চমৎকার বলেছেন। আমরা সবাই প্রায় মুক্তমনা কিন্তু শৃঙ্খলা আর নৈতিকতা থাকে তাতে। আগে শাহবাগিরা "ব্লগার" শব্দটিকে ধর্মান্ধদের মুখোমুখি দাড় করিয়েছে এখন হাটে নিয়েছে "মুক্তমনা"। টার্গেট যদি হয় সুশিক্ষাকে ধ্বংস করার তাহলে তারা মানে যারা মা বোনকে জেনা করার উৎসাহ দেবে তারা সফল।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৫

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: আমরা সবাই প্রায় মুক্তমনা কিন্তু শৃঙ্খলা আর নৈতিকতা থাকে তাতে।- ধার্মিকদের তারা কখনো মুক্তমনা মনে করে না। আর সেজন্য আমাদের আক্ষেপও নেই।

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: আমাকে কমেন্ট ব্যান করা হইয়াছে কেন তাহা বুঝিতে পারিলাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.