![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধরনীর ইথারে ইথারে যদি ভাসে
এ সত্য নয়
তবুও বলিব সত্য সত্যই।
কে পারে রুখিতে?
বিজয় হবেই একদিন।
তোমার স্বপ্নের জোছনাগুলো
ঘুরে বেড়াবে সত্যলোকের
পথে প্রান্তরে।
একদিন হবেই বিজয়
হয়তো তোমারি অজান্তে।
রাত্রির অন্ধকার কেটে
জোছনা দিবে সজীবতা
ধরনীর বুকে।
চিরপ্রতীক্ষার বিজয়ী সূর্যালোকের
সম্ভাষন ছুয়ে যাবে শিশিরকনা।
শিমুলের সাথে হবে কথা
পলাশের রক্তিম বারতা।
সত্য সুন্দর।
বুকের রক্তে রাজপথ রাঙিয়ে
কালি মুছে নতুন ভোর।
©somewhere in net ltd.