![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। টেকনোলোজি, ধর্ম, সমাজ ও সমস্যা, ফ্রিল্যান্সিং ও মার্কেটিং সহ নানা টপিকের উপরে লেখালেখি ও ভ্লগিং করা আমার নিয়মিত কাজ। এ ছাড়া দ্বীনের দাওয়াত আমার সব থেকে পছন্দের সেক্টর।
বলে দিচ্ছি, মিলিয়ে নিবেন। আজ থেকে দেশে আনফিশিয়ালি নীরব দুর্ভিক্ষ চালু হলো।
করোনা কালেও যেসব অল্প আয়ের মানুষেরা কোন মতে পরিবার নিয়ে ঢাকা শহরে টিকে ছিলেন। এবার মনে হয় আর সেটাও হবেনা।
সরকারী চাকুরে ছাড়া গত ৪ বছর ধরে আমাদের ক'জনার বেতন বেড়েছে? উলটো বেতন কমিয়ে ফেলা বা ছাটাই করা হয়েছে বহু মানুষকে। আর যারা ব্যাবসায়ী তারা পূঁজি ভেঙে খেয়ে এখন চাকুরী খুঁজছেন।
''টেকসই উন্নয়ন'' আর ''উন্নয়নের গল্প'' বোধ করি; ট্রাকের নিচে টিসিবি'র পণ্য কিনতে আসা মানুষের খবর পড়লেই অনুমেয় হয়। তারপরেও তথাকথিত তৈলবাজ পার্টির চাপাবাজি'র ট্যালেন্ট দেখে জাতী মুগ্ধ।
যাই হোক;
যত জায়গা সম্ভব কাট ছাট করা শেষ। সেভিংস এর কোন অপশন বাকী নেই। হাতে একটাই অপশন আছে, বাড়ি ওয়ালাকে বিনয়ের সাথে বলবো ভাড়া হাজার দুই'এক কমান! না হলে তুলেট টাঙ্গিয়ে দিন। অফিসেও বস কেও বলে দিবো হয় বেতন বাড়ান না হয় নিজেও দুই এক মাস এই বেতনে সংসার চলে কিনা প্রাক্টিক্যালি চেষ্টা করে দেখুন।
করোনায় প্রথমে বৌ এর গহনা বেঁচে দিয়েছি, তাতেও না কুলালে; ছেলে মেয়ের ভবিষ্যত (ব্যাংকের সিভিংস) সেটাও তুলে খাওয়া শেষ।
তারপরেও দিনে দিনে সব জিনিসের দাম বাড়ায় বেতনের বাইরেও প্রতি মাসে এর থেকে তার থেকে ২-৪ হাজার ম্যানেজ করে কোন মতে ঠ্যাক দিয়েছি। শুধু এই আশায় ছেলে মেয়েটার সুন্দর ভবিষ্যতের কথা ভেবে।
মানুষের মনের খবর জানতে চাইলে বুঝবেন; কতটা চাপা কস্ট লুকানো প্রতিটা মানুষের মনে।
সরকার ও একটা জিনিষ খুব ভালো পারে, সেটা হচ্ছে রাতের বেলা হুটহাট পাকনামি করতে। আগেরবার ও তাই করেছে আজকেও তাই করেছে।
এক লাফে ৪০-৫০ পারসেন্ট হারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছে।
কাল থেকে বাস ভাড়া থেকে এমন কোন জিনিষ নেই যার দাম বেড়ে যাবে।
কাউকে দোষ দিয়ে লাভ নেই, সমাজ যখন অন্যায়ে ছেয়ে যায় আর মানুষ সেটাকে দেখেও যখন না দেখার ভান করে তখন আল্লাহর আযাব আসবেই। এটা ঠেকাবার সাধ্য কারো নেই।
বোবা সয়তানদের বিচার আল্লাহ এভাবেই করবেন। এটাই নিয়তি।
মনে হয় সামনে আরও খারাপ সময় অপেক্ষা করছে। যে হারে দুর্দিন বাড়ছে আর বিপদ আসছে। আমি আব্দুল্লাহ ইথার কোন বানের জলে ভেসে যাবো নিজেও জানিনা।
আমার জন্য দোয়া করবেন।
আমিও আল্লাহর দরবারে সকলের জন্য ও সকলের পরিবারের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি।
আল্লাহ গো, আমাদের সকলের রিজিক আপনি বাড়িয়ে দিন। অন্তত হালাল পথে থাকতে পারি সেই তাওফিক ও ধৈর্য দান করুন। দেয়ালে পিঠ থেকে গিয়েছে। অসহায় কে সাহায্য করুন।
আব্দুল্লাহ ইথার। ৫ ই আগস্ট ২০২২।
আমি ফেসবুকে ও ইউটিউবে।
যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন ।তারা ভিজিট করুন।
০৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪০
আব্দুল্লাহ ইথার খান বলেছেন: দেশকে ভালোবাসি। দেশের জন্য, দেশের মানুষের জন্য মায়া লাগে। কারো সাথে তুলনা করতে চাইনা। তুলনা করাটা অনর্থক।
২| ০৬ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৪১
কোনেরোসা বলেছেন: বোবা শয়তান বানানটা ঠিক করে দেন। হারামি বাংগাল জাতির শাস্তি ভোগের সময় আসতেছে......
০৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৯
আব্দুল্লাহ ইথার খান বলেছেন: সরকারের উচিৎ কাল বিলম্ব না করে দেশের দুর্নীতির রাঘব বোয়ালদের বের করে তাদের কালো টাকা দিয়ে দেশের উন্নয়ন করা। কয়েকটা কালপ্রিট এর কারণে সারা দেশের মানুষ কস্ট পাচ্ছে।
০৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪১
আব্দুল্লাহ ইথার খান বলেছেন: ধন্যবাদ ভুল ধরিয়ে দেয়ার জন্য, লিখা বার বার এডিট করলে সমস্যা হয় তাই এডিট করিনি। তবে এই ভুল আর হবে না ইনশাআল্লাহ।
৩| ০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ১:০১
রানার ব্লগ বলেছেন: আপনার কাছে তেলের দাম বাড়ানোটা কি অন্যায় মনে হচ্ছে ?? কারণটা পরিষ্কার করে বলবেন কি ?
০৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৮
আব্দুল্লাহ ইথার খান বলেছেন: তেল তো বাইরে থেকে কিনে আনতে হয়। সুতরাং এত দিন ভরতুকির কারণে কম ছিলো। এখন সেটার দাম সমন্বয় করা হয়েছে। এখানে অন্যায়ের কি আছে, বরং কিছু কিছু দিক থেকে ভালো হয়েছে।
এই লিখাতে আমি আম জনতার পকেটের অবস্থা তুলে ধরেছি, মধ্যবিত্তের কস্ট উল্লেখ করেছি, এবং এরকারন হিসাবে মানুষের পাপ কে দায়ী করেছি। যার কারনে আল্লাহ আমাদের উপরে একটার পর একটা গজব দিচ্ছেন।
সরকারের উচিৎ কাল বিলম্ব না করে দেশের দুর্নীতির রাঘব বোয়ালদের বের করে তাদের কালো টাকা দিয়ে দেশের উন্নয়ন করা। কয়েকটা কালপ্রিট এর কারণে সারা দেশের মানুষ কস্ট পাচ্ছে।
৪| ০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৪৫
ককচক বলেছেন: সরকার উন্নয়ন উন্নয়ন করে পুজির থেকে বেশি প্রজেক্ট শুরু করেছে। এখন না পারছে, না পারছে কন্টিনিউ রাখছে!
ফলাফল এই চরমা বেহাল অবস্থা।
০৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩০
আব্দুল্লাহ ইথার খান বলেছেন: সরকার এর একটাই কাজ ক্ষমতা কুক্ষিগত রাখা। দেশের মানুষ নিয়ে ভাবার সময় কোথায়?
৫| ০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫৭
বাংলার এয়ানা বলেছেন: এই নিরব দুর্ভিক্ষ আরো অনেক আগেই শুরু হয়েছে, উন্নয়নের পর্দায় সব আড়াল ছিল মাত্র।
০৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৯
আব্দুল্লাহ ইথার খান বলেছেন: সব কিছু সামর্থ্য আর কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। সৎ পথে চলা মুশকিল থেকে মুশকিলতর হচ্ছে, দেশের মানুষ যদি তিন বেলা খেয়ে পরে না চলতে পারে তবে এত উন্নয়ন কিসের জন্য, কাকে দেখানোর জন্য।
৬| ০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫১
খাঁজা বাবা বলেছেন: গত পাঁচ বছরে, প্রতি বছর দশ বিলিয়ন ডলার করে ঋণ নিয়েছে আর পকেট ভরেছে, এখন দেয়ার সময়ে জনগনের পকেট কাটো।
০৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৮
আব্দুল্লাহ ইথার খান বলেছেন: সব কিছু সামর্থ্য আর কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। সৎ পথে চলা মুশকিল থেকে মুশকিলতর হচ্ছে, দেশের মানুষ যদি তিন বেলা খেয়ে পরে না চলতে পারে তবে এত উন্নয়ন কিসের জন্য, কাকে দেখানোর জন্য।
৭| ০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৪
শেরজা তপন বলেছেন:
০৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৮
আব্দুল্লাহ ইথার খান বলেছেন: সব কিছু সামর্থ্য আর কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। সৎ পথে চলা মুশকিল থেকে মুশকিলতর হচ্ছে, দেশের মানুষ যদি তিন বেলা খেয়ে পরে না চলতে পারে তবে এত উন্নয়ন কিসের জন্য, কাকে দেখানোর জন্য।
৮| ০৬ ই আগস্ট, ২০২২ রাত ৮:০৯
পুরানা দামান বলেছেন: উপরে বাংলার এয়ানা বললেন দুর্ভিক্ষ অনেক আগেই শুরু হয়েছে। এটাই সত্যি, সিলেক্টিভ দুর্ভিক্ষ আগে থেকেই চলছে। কখনো কৃষক, কখনো শ্রমিক, কখনো মধ্যবিত্ত এই দুর্ভিক্ষের শিকার। ৫ মাস শ্রম দিয়ে এক একর জমিতে ধান করে ৫ হাজার টাকাও লাভ আসে না। কৃষক কিভাবে বেঁচে আছে তা কেউই কোনদিন খবর নেয়নি। নয় হাজার কোটি টাকার লুটপাটের ভর্তুকিতে কৃষকের কোন ফায়দা নেই।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০২২ সকাল ১১:২৬
মৌফড়িং বলেছেন: ঢাকা শহরে নিউইয়র্কের মত খরচ কিন্তু সুযোগ সুবিধা খুবই নিম্নমানের।