![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসার অর্থ এটা নয় যে,
নিজের জীবন কে শেষ করে দেয়া ।
ভালোবাসার অর্থ হলোঃ কেউ ছেড়ে
চলে গেছে বলে নিজেকে কষ্ট না
দিয়ে এমন ভাবে গড়ে তোলা, যাতে
সে তোমাকে দেখে আফসোস করে,
এবং বলে যে আমি ভুল করেছি
তোমাকে ছেড়ে গিয়ে । তাকে
দেখিয়ে দিতে হবে যে তুমি অনেক
ভালো আছো, সুখে আছো তার চেয়ে ।
কিন্তু সেটা অবশ্যই নিজে থেকে
নিজেকে গড়ে তুলে!
ছেড়ে যাওয়া মানুষটাকে ভুলতে নতুন
করে নিজের জীবনের সাথে কাওকে
জড়িয়ো না ..
কারো উপর নির্ভরশীল না হয়ে নিজেই
নিজের পাশে দাড়াঁতে শিখতে হয় ..
কারো ভালোবাসায় বেচেঁ থাকার
আগে নিজেই নিজেকে
ভালোবাসতে হয় ..
একবার আগে নিজেই নিজেকে
ভালোবাসতে শেখো .. তোমার
মুল্যটা পৃথিবীকে জানাও ..
দেখাও তুমি জীবনে কারো
ভালবাসার অাবেগ ছিলে।
তখনি সে বুঝবে জীবনে কত
বড় ভুল সে করেছে।★★★
♥♥♦♦AM♦♦♥♥
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১০
বিজন রয় বলেছেন: সুন্দর।