নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুত্তাকিন হতে চাই

"বলুন, তিনি আল্লাহ, এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই।"

আল্লাহ্‌র দাস আমির

"যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" [৪১:৩৩ ]

আল্লাহ্‌র দাস আমির › বিস্তারিত পোস্টঃ

আমরা কি আবহাওয়া সতর্ক সংকেত সম্পর্কে জানি ?.....না জানলে জেনে নিন।

১৫ ই মে, ২০১৩ দুপুর ২:৫২

আমরা কি আবহাওয়া সতর্ক সংকেত সম্পর্কে জানি ?.....না জানলে জেনে নিন। কারণ



১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত :- এর অর্থ বঙ্গোপসাগরের কোন

একটা অঞ্চলে ঝড়ো হাওয়া বইছে এবং সেখান সৃষ্টি হতে পারে৷ [একটি লাল পতাকা ]



২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত :- সমুদ্রে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে৷



৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত :- এর অর্থবন্দর দমকা হাওয়ার সম্মুখীন [দুইটি লালপতাকা]



৪ নম্বর হুঁশিয়ারি সংকেত :- এর অর্থ বন্দর ঝড়ের সম্মুখীন হচ্ছে, তবে বিপদেরআশঙ্কা এমন নয় যে চরম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে৷



৫ নম্বর বিপদ সংকেত :- এর অর্থ হচ্ছে অল্প বা মাঝারী ধরনের ঘূর্ণিঝড়ের কারণে বন্দরের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে এবং ঝড়টি চট্টগ্রাম বন্দরের দক্ষিণ দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে (মংলা বন্দরের বেলায় পূর্ব দিক দিয়ে)৷



৬ নম্বর বিপদ সংকেত :- এর অর্থ হচ্ছে অল্প বা মাঝারী ধরনের ঝড়

হবে এবং আবহাওয়া দুযোগপূর্ণ থাকবে৷ ঝড়টি চট্টগ্রাম বন্দরের উত্তর দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে৷ (মংলা বন্দরের বেলায় পশ্চিম দিক দিয়ে)৷



৭নং বিপদ সংকেত :- এর অর্থ অল্প অথবা মাঝারী ধরনের ঘূর্ণিঝড় হবে এবং এজন্য আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে৷ ঘূর্ণিঝড়টি সমুদ্রবন্দরের খুব কাছ দিয়ে অথবা উপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে৷(তিনটি লাল পতাকা)



৮ নং মহাবিপদ সংকেত :- এর অর্থ প্রচণ্ড

ঘূর্ণিঝড় হবে এবং বন্দরের আবহাওয়া খুবই

দুর্যোগপূর্ণ থাকবে৷ ঝড়টি চট্টগ্রাম

বন্দরের দক্ষিণ দিক দিয়ে উপকূল অতিক্রম

করতে পারে (মংলা বন্দরের বেলায় পূর্ব

দিক দিয়ে)৷



৯ নম্বর মহাবিপদ সংকেত :- এর অর্থ প্রচণ্ড

ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্দরের

আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে৷

ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দরের উত্তর দিক

দিয়ে উপকূল অতিক্রম করার

আশঙ্কা রয়েছে (মংলা বন্দরের বেলায়

পশ্চিম দিক দিয়ে)৷



১০ নম্বর মহাবিপদ সংকেত :- এর অর্থ

প্রচণ্ড ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্দরের

আবহাওয়া দুর্যোগপূর্ণ

থাকবে এবং ঘূর্ণিঝড়টির বন্দরের খুব কাছ

দিয়ে অথবা উপর দিয়ে উপকূল অতিক্রম

করতে পারে৷



১১ নম্বর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার সংকেত :- এর অর্থ ঝড় সতর্কীকরণ

কেন্দ্রের সাথে সমস্ত যোগাযোগ

ব্যবস্থা বিচ্ছিন্ন

হয়ে গিয়েছে এবং স্থানীয় অধিকর্তার

বিবেচনায় চরম প্রতিকূল আবহাওয়ার

আশঙ্কা রয়েছ।



আরও জেনে নেই-



নম্বর গতিবেগ ঘণ্টায়



১। ১ নম্বর দূরবর্তীসঙ্কেত - গতিবেগ ঘণ্টায় ৫১ থেকে ৬১ কিমি

২। ২ নম্বর দূরবর্তীহুঁশিয়ারি সঙ্কেত -গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিমি

৩। ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত -গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি

৪। ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সঙ্কেত - গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার।

৫। ৫ নম্বর বিপদ সঙ্কেত -গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার।

৬। ৬ নম্বর বিপদ সঙ্কেত -গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার।

৭। ।৭ নম্বর সতর্ক সঙ্কেত মানে বন্দর ছোট ও

মাঝারি সামুদ্রিক ঝড়ে কবলিত - গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার।

৮। ৮ নম্বর হলো মহাবিপদ সঙ্কেত -গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার বা তার বেশি হতে পারে

৯। ৯ নম্বর হলো মহাবিপদ সঙ্কেত -১১৮থেকে ১৭০ বেগে হারিকেনের তীব্রতা সম্পন্ন প্রবল ঘূর্ণিঝড় বিরাজ করবে।

১০। ১০ নম্বর হলো মহাবিপদ সঙ্কেত-গতিবেগ ঘণ্টায় ১৭১ কিলোমিটার বা তার বেশি হবে।

১১। ১১ নম্বর হলো যোগাযোগ বিচ্ছিন্ন সঙ্কেত- আবহাওয়ার বিপদ সঙ্কেত দেওয়া কেন্দ্রগুলোর সঙ্গেযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।



-সংগৃহীত-

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.