নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির অভ্যাস নেই, তবুও লিখতে ইচ্ছা করে...
নামাযী ও বেনামাযীর সংজ্ঞার ব্যাপারে অস্পষ্টতা। আর এ অস্পষ্টতা জনসাধারণ তো দূরের কথা অনেক আলিমগনের নিকটেই বিদ্যমান।
১. জনসাধারণের কেও কেও মনে করে কোন নামায না পড়ে শুধু বছরে দুই ঈদের নামায পড়লেও নামাযীদের অন্তভু্ক্ত থাকা যায়।
২. কেও কেও মনে করে প্রত্যেক সপ্তাহের শেষে শুধু জুমু্আহ’র নামায আদায় করলেই নামাযী বলে গন্য হবে।
৩. কেও কেও মনে করে যে, শুধু রমাযান মাসে নামায পড়লে নামাযী বলে গন্য হবে।
৪. কেও কেও মনে করে পাঁচ ওয়াক্ত নামাযের মধ্যে দু’এক ওয়াক্ত নামায আদায় করলেই নামাযী বলে গন্য হওয়া যাবে।
মূলত : উপরোক্ত চার প্রকার নামাযীই পাক্কা বেনামাযী।
বই : নামায পরিত্যাগকারীর বিধান। লেখক : শাইখ মুহাম্মদ বিন সালিহ আল-উসাইমীন (রহ.)
এমনিভাবে যে ব্যক্তি রুকুতে স্থির হয় না, রুকু থেকে সোজাভাবে দাঁড়ায় না, সাজদাহর মাঝে স্থিরভাবে বসে না অথবা সলাতের যে কোন রুকুন ইচ্ছাকৃত ভাবে বাদ দিয়ে সলাত পড়ে তারাও এক প্রকার বেনামাযী।
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৪
ততততততততততততততত বলেছেন: ভাই আমি মুসলিম। শুধুই মুসলিম। পবিত্র কুরআন আর সহিহ সুন্নাহ দ্বারা জীবন পরিচালনা করার চেষ্টা করি।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৬
ঠ্যঠা মফিজ বলেছেন: হুম ভালো বলেছেন ।
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৯
ততততততততততততততত বলেছেন: ধন্যবাদ আপনাকে ..
©somewhere in net ltd.
১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৭
চাঁদগাজী বলেছেন:
আপনি কোন গ্রুপে?