নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস.এস.সি পাশ ২০০৯। ডিপ্লোমা-ইন-মেকানিক্যাল ইন্জিনিয়ারিং শেষ ২০১৩। বি.এস.সি. ইন কম্পিউটার সায়েন্স ইন্জিনিয়ারিং শেষ ২০১৮। এবং বিভিন্ন বিষয়ে ট্রেনিং নিয়ে এখন নিউরো-সাইন্স নিয়ে গবেষণা করছি।

ততততততততততততততত

লেখালেখির অভ্যাস নেই, তবুও লিখতে ইচ্ছা করে...

ততততততততততততততত › বিস্তারিত পোস্টঃ

বে-নামাযী’র স্পষ্ট সংজ্ঞা ও ৪ প্রকার বেনামাযী।

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৫

নামাযী ও বেনামাযীর সংজ্ঞার ব্যাপারে অস্পষ্টতা। আর এ অস্পষ্টতা জনসাধারণ তো দূরের কথা অনেক আলিমগনের নিকটেই বিদ্যমান।

১. জনসাধারণের কেও কেও মনে করে কোন নামায না পড়ে শুধু বছরে দুই ঈদের নামায পড়লেও নামাযীদের অন্তভু্ক্ত থাকা যায়।
২. কেও কেও মনে করে প্রত্যেক সপ্তাহের শেষে শুধু জুমু্‌আহ’র নামায আদায় করলেই নামাযী বলে গন্য হবে।
৩. কেও কেও মনে করে যে, শুধু রমাযান মাসে নামায পড়লে নামাযী বলে গন্য হবে।
৪. কেও কেও মনে করে পাঁচ ওয়াক্ত নামাযের মধ্যে দু’এক ওয়াক্ত নামায আদায় করলেই নামাযী বলে গন্য হওয়া যাবে।

মূলত : উপরোক্ত চার প্রকার নামাযীই পাক্কা বেনামাযী।

বই : নামায পরিত্যাগকারীর বিধান। লেখক : শাইখ মুহাম্মদ বিন সালিহ আল-উসাইমীন (রহ.)

এমনিভাবে যে ব্যক্তি রুকুতে স্থির হয় না, রুকু থেকে সোজাভাবে দাঁড়ায় না, সাজদাহর মাঝে স্থিরভাবে বসে না অথবা সলাতের যে কোন রুকুন ইচ্ছাকৃত ভাবে বাদ দিয়ে সলাত পড়ে তারাও এক প্রকার বেনামাযী।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৭

চাঁদগাজী বলেছেন:



আপনি কোন গ্রুপে?

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৪

ততততততততততততততত বলেছেন: ভাই আমি মুসলিম। শুধুই মুসলিম। পবিত্র কুরআন আর সহিহ সুন্নাহ দ্বারা জীবন পরিচালনা করার চেষ্টা করি।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৬

ঠ্যঠা মফিজ বলেছেন: হুম ভালো বলেছেন ।

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৯

ততততততততততততততত বলেছেন: ধন্যবাদ আপনাকে .. :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.