নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির অভ্যাস নেই, তবুও লিখতে ইচ্ছা করে...
একেকজনের ক্ষেত্রে এর কারণ একেক রকম হয়, তবে আমি আজকে ৩ টি বিষয় নিয়ে কিছু লেখার চেষ্টা করব। কারণ এই ৩ টি বিষয় আমি সবচেয়ে বেশি পরিলক্ষিত করেছি।
১. আমাকে কেউ বোঝেনা: যারা আত্মহত্যা প্রবণ হয়ে যায় তাদের ভিতরে আমি একটা জিনিস কমন দেখেছি তারা বলে: "আমাকে কেউ বোঝে না", কেউ আমাকে বোঝার চেষ্টা করেনা। আমি এত কষ্টের মাঝে আছি, আমার এই কষ্টটা কেউ উপলব্ধি করে না।
২. অর্থনৈতিক সমস্যা: দ্বিতীয় যে কারণটি আমি দেখেছি মানুষের ভিতরে, তারা মারাত্মকভাবে অর্থনৈতিক দুশ্চিন্তায় থাকে। কারো কারো প্রচুর ঋণ থাকে, কেউ কেউ ইনকাম করতে না পারা অথবা অন্যরা এগিয়ে যাওয়া এবং নিজেকে পিছিয়ে যাওয়া মনে করে।
৩. সম্পর্কের ব্যর্থতা: তৃতীয় যে প্রধান কারণটি দেখা গেছে সেটা হচ্ছে, একজন মানুষ তার সম্পর্কে জটিলতা যখন সৃষ্টি হয়: তখন অনেক বেশি আত্মহত্যা প্রবন হয়ে যায়। যখন সে নিজে থেকে সম্পর্কটা ঠিক করতে পারেনা অর্থাৎ একজন আরেকজনকে হয় বোঝাতে পারে না অথবা অন্যজন বুঝতে পারেনা।
যদি আপনি বা আপনার পরিবারের কেউ আত্মহত্যার চিন্তা করছেন, তাহলে দয়া করে একা থাকবেন না। তাৎক্ষণিকভাবে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিন।
আপনি একা নন। সাহায্য পাওয়া সম্ভব। Life Coach Abdullah
আপনি নিজেকে এবং আপনার জীবনকে ভালোবাসুন।
আপনার জীবন মূল্যবান।
২১ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৪
ততততততততততততততত বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনার চিন্তাধারাও সুন্দর।
কিন্তু অনেকে বাস্তব জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে এই ভুল সিদ্ধান্তটি নিয়ে থাকে।
২| ২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অতি আবেগীরা আত্মহত্যা করে। এটা পুরাই পাগলামী।
২১ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৭
ততততততততততততততত বলেছেন: এটা আপনার কাছে পাগলামি মনে হতে পারে।
কিন্তু যারা অনেক বেশি চাপের মধ্যে থাকে এবং তার পারিপার্শ্বিক সাপেক্ষে সেই চাপ কে সামলাতে পারে না।
তারা এ ধরনের সিদ্ধান্ত নেয়, আমাদের তাদেরকে পাগলামি বলে ছেলে খেলা না করে তাদেরকে যেভাবে সম্ভব সহযোগিতা করা উচিত।
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:০১
নান্দাইলের ইউনুছ বলেছেন:
একটাই জীবন।
এই পৃথিবীতে আর আসবো না।
মরতে যখন হবেই তখন এতো আগে কেন মরবো?
পৃথিবীর অপার সৌন্দর্যের সামান্যতম হলেও দেখার দরকার।
এরপর মরণ একাই আসবে।