নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা!

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮

পরীক্ষায় মোবাইল ফোনে নকল করার অপরাধে টিসি দেয়ায় ভিকারুন্নেসা ছাত্রী অরিত্রি আত্মহত্যা করেছে!
.
মূলতো স্কুলে ডেকে এনে বাবাকে অপমান ছাত্রীটি সহ্য করতে পারেনি,
.
নচিকেতার একটি গানের লাইন মনে পড়লো, 'প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ, ঘুষ খাওয়া কখনই নয়!'
.
এককালে ভিকারুন্নেসার জনৈক অধ্যক্ষ হোসনে আরা প্রধানমন্ত্রীর এক কালের সহপাঠি ছিলেন এই প্রভাব খাটিয়ে তিনি উক্ত পদে আসীন হয়ে ২০১০ সাল থেকে একনায়কতন্ত্র খাটিয়েছেন!
.
আবার একটু গেয়ে নিই, 'প্রকাশ্যে নকল করা এই দেশে অপরাধ, ক্ষমতা দিয়ে অধ্যক্ষ হওয়া কখনই নয়!'
.
উক্ত স্কুলের শিক্ষক পরিমল জয়ধরের কথা মনে আছে যে ছাত্রীদের ব্লাকমেইল করে ধর্ষণ করে ভিডিও করে রাখতো পরে তার ভিডিও দেখিয়ে বার বার ধর্ষণ করতো পরে ভিডিওগুলো ভাইরাল হয়ে যাওয়ার পর যখন আন্দোলন শুরু হয়েছিলো তখন আন্দোলনের প্রেক্ষিতে অধ্যক্ষ হোসনে আরা বলেছিলেন, 'আপনারা দেখছি পরিমলকে না তাড়িয়ে ছাড়বেন না।’
.
আরো একবার একটু গেয়ে নিই, 'প্রকাশ্যে নকল করা এই দেশে অপরাধ, ছাত্রী ধর্ষণ করা কখনই নয়!'
.
কোচিংয়ে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের যৌন কেলেঙ্কারি নিয়ে তিনি আরো বলেছিলেন, 'ঘটনাগুলো ঘটেছে স্কুলের বাহিরে সুতরাং স্কুলের ভিতরে টেনে স্কুলের সুনাম নষ্ট করবেন না!'
.
এভাবে অধ্যক্ষ যায় আর আসে সামান্য নকলের কাছে এগুলো কোন অপরাধ না,
.
স্কুল শিক্ষকদের কোচিং এবং ভর্তি বাণিজ্য নিয়ে প্রশ্ন করা হলে একবার নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ বলেছিলেন, ‘স্কুলের অভ্যন্তরে কোন প্রকার কোচিং করানো হয়না। বাহিরে হয় কিনা তা জানা নেই।’
.
জ্ঞানপাপীরা এভাবে সুকৌশলে প্রসঙ্গ এড়িয়ে যায়
.
এক পন্ডিত লোককে এক বোকাসোকা লোক বললো 'এখানে পস্রাব করিবেন না, করিলে জরিমানা' লেখাটি দেখার পরও আপনি এখানে কাজ সারলেন তখন বিদ্বান লোকটি বললো আপনি আগামীকাল এখানে আমার সাথে দেখা করবেন!
.
বোকা লোকটি পরের দিন এসে দেখে আজও সে ঠিক ঐ জায়গায় পস্রাব করছে তা দেখে সে কিছু বলার আগে দেয়ালে তাকিয়ে দেখলো 'এখানে পস্রাব করিবেন, না করিলে জরিমানা'
.
লেখার একটা শব্দও পরিবর্তন হয়নি তবুও আইন পাল্টে গেছে! কারো কারো জন্য নিয়ম এভাবেই পাল্টে যায় রাতারাতি!
.
কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা
.
নগরীর স্বনামধন্য স্কুলগুলোতে কোটি কোটি টাকার ভর্তি বাণিজ্য চলে! সেগুলো কখনো অপরাধ হয়ে ফুটে উঠে না!
.
যদিও আত্মহত্যা এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে,
.
গত বছর ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মহসিনা মেধা ফেসবুকে 'আত্মহত্যা করতে যাচ্ছি' স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছিলেন!
.
কয়েক মাস আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছিলেন কুমিল্লার বাশার মাহমুদ!
.
আরো কয়েক মাস আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঝুলে পড়েছিলেন মডেল ফাহিম শাহরিয়ার সৌরভ!
.
সম্প্রতি ভৈরবে আদনান নামক একটি ছেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পারাপার হয়েছেন,
.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ৪র্থ বর্ষের মুশফিক বাবু মাত্র কয়েকদিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাদ থেকে লাফ দিয়েছিলেন!
.
আগে কাগুজে চিরকুট লিখে আত্মহত্যা করতো এখন ফেসবুকে স্ট্যাটস দিয়ে করে শালার কোন কিছু আর এনালগ নেই আত্মহত্যার পক্রিয়াও ডিজিটেল হয়ে গেছে!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৫

আকিব হাসান জাভেদ বলেছেন: দায়িত্বের সাথে ক্ষমতা থাকলে ক্ষমতার ব্যবহারটাই বেশি হয় । দায়িত্বটা কোথায় পালন করতে হবে তার হিসাব ক্ষমতাধর লোকের হিসাব থাকে না ।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৯

রাজীব নুর বলেছেন: এটা কি রম্য পোষ্ট?

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২১

জমীরউদ্দীন মোল্লা বলেছেন: কৃষ্ণ করলে লীলা খেলা, আমরা করলে দোষ। এ দুনিয়াতে কৃষ্ণদের কোন পাপ নেই। পাপ যা আছে তা হল আমাদের চেলা চামুন্ডাদের।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩

ঢাবিয়ান বলেছেন: একেবারে হাটে হাড়ি ভেঙ্গে দিলেন। আসলে অধ্যক্ষ্য ও গভর্নিং বডির কেচ্ছাকাহিনী প্রকাশিত হওয়য়ার ভয়ে শংকিত জ্ঞানপাপীরা। পাছে আবার তাদের নামও জড়িয়ে যায় কিনা।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

বেঙ্গল রিপন বলেছেন: রাজীব নুর বলেছেন: এটা কি রম্য পোষ্ট?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.