নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

উপেক্ষিত

১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:২৫

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় নায়ক ফেরদৌসকে গ্রেফতারের দাবী এবং ব্লাক লিস্টেড করে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবী ভারতের,
.
এক সময় আইপিএলের অন্যতম দামী খেলোয়ার সাকিব আল হাসান সাত ম্যাচ উপেক্ষিত থেকে দেশে ফিরিয়ে আনার দাবী,
.
২.৪ ওভারে ৩৪ রান দেওয়ার অপরাধে ২০১৭ সালের আইপিএলে তৎকালীন হার্টথ্রব মোস্তাফিজকে সানরাইজার্স হায়দরাবাদ দিনের পর দিন সাইড বেঞ্চে বসিয়ে রেখেছিলো!
.
বাকী আছে নোবেল, জেমস, জয়া আহসানসহ প্রমুখ...... একটা জিনিস মনে রাখবে ভারত তোমাদের দেশ না! প্রতিবেশী দেশ!
.
টি২০ বিশ্বকাপ ২০১৪, ভারতীয় বিখ্যাত শিল্পী এ আর রহমানের কনসার্ট দিয়ে বিশ্বকাপ পর্ব শুরু হলো, আইয়ুব বাচ্চুকে মাত্র বিশ মিনিট সময় দেওয়া হলো, কালজয়ী মাইলস স্টেজে উঠতেই পারলো না, নিজের দেশে নিজেদের লিজেন্ডদের প্রতি কুত্তার মতন আচরণ করলাম!
.
কলকাতার ভেঙ্কটেশ ফিল্ম ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিলো সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ সিরিজ অবলম্বনে ‘ইয়েতি অভিযান’ দুই মিনিট বেয়াল্লিস সেকেন্ডের ট্রেলারে বিদ্যা সিনহা মীমের খোঁজ পাওয়া গেলোনা, বরাবরের মতো উপেক্ষিত বাংলাদেশী শিল্পীরা!
.
ভারতীয় চলচ্চিত্রের জনক হীরালাল সেন শুধু মাত্র বাংলাদেশী হওয়ার কারণে দাদাভাই ফালকে ভারতীয় সিনেমার জনক বানাতে উঠে পড়ে লেগেছে তারা,
.
ভারত সফররত কানাডার রক্ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ভারত সরকার গত উপেক্ষিত করে রেখেছিলো,
.
ভারতের এই বেপারটা চমৎকার, সবার আগে তারা নিজেদের লিজেন্ডদের নিয়ে মাতামাতি করে!
.
আমরা একমাত্র, যারা বিদেশী দেখলে নিজের প্যান্টটাও খুলে দিই! একটু পর শর্ট প্যান্টও,
.
আমাদের সবচেয়ে মূল সমস্যা কি জানেন, আমরা আমাদের মূল্যায়ন করতে জানিনা! শিখিনি!
.
ভারতের স্বার্থের কাছে এভাবে উপেক্ষিত হয়ে আছে আমাদের তিস্তা ও সীমান্ত সমস্যাসহ গুরুত্বপূর্ণ কিছু ইস্যু,
.
আমাদের আবার ভারত বিরোধি কিন্তু পাকিস্তানি প্রেমি প্রজন্মও আছে মাগার শুধু বাংলাদেশ প্রেমী প্রজন্মের খোঁজ অনেকটা উপেক্ষিত!
.
ভারত পাকিস্তান ম্যাচ মানে বাংলাদেশের সরকারী দল কিংবা বিরোধি দলের সমর্থকদের মতো টান টান উত্তেজনা বিরাজমান,
.
কেউ কেউ বলে ধর্মের কারণে পাকিস্তান সাপোর্ট করে তাই ভারত বিরোধি আবার কেউ কেউ পাকিস্তানের সাথে যুদ্ধে সহায়তা করার কারণে ভারত সাপোর্ট করে,
.
ভারত পাকিস্তান! পাকিস্তান ভারত! দুই চেতনার মাঝখান থেকে 'বাংলাদেশ' উপেক্ষিত!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অন্য দেশে গিয়ে ভোট চাওয়া, রাজনীতি করা এটা আইনসম্মত কিনা?

২| ১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৭

আকতার আর হোসাইন বলেছেন: সাকিবকে ফেরানোর কথা, কোন যৌক্তিকতা নেই। ফর্ম খারাপ থাকলে বা অন্যরা ভাল খেলে বসে থাকতেই হবে। ক্রিকেট ভদ্রলোকের খেলা। বসে থাকে বলে ফিরে আসার অভদ্রতা ক্রিকেট বিরোধীই। বসে থাকাটাও একটা স্পর্টসম্যানশিপ।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: যখন স্বপ্নগুলোই মলিন হয়ে যায় তখন জীবনকে রাঙিয়ে কি লাভ...

৪| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২৭

মাহমুদুর রহমান বলেছেন: হাস্যকর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.