নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কোটিপতি

২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৫

মিলিওনিয়ারদের গল্প বাদ দিলাম,
.
মধ্যপ্রাচ্যে ৫৮ শতাংশ বিলিওনিয়ার নিজের যোগ্যতায় বিলিওনিয়ার হয়েছে,
.
আমেরিকায় ৬৯ শতাংশ বিলিওনিয়ার নিজের যোগ্যতা প্রমাণ করে বিলিওন ক্লাবে ঢুকেছেন,
.
হংকংয়ে ৭১ শতাংশ বিলিওনিয়ার সেলফ্ মেইড্ বিলিওনিয়ার,
.
রাশিয়াতে নিজের যোগ্যতায় বিলিওনিয়ারের সংখ্যা ১০০ শতাংশ,
.
বাকী যারা তারা বংশ সূত্রে কিংবা কারো অশেষ কৃপায় বিলিওনিয়ার!
.
সাধারণত সেলফ মেইড বিলিওনিয়াররা কোন আইডিয়া জেনারেট্ করে জিরো টু ওয়ান থিওরি ফলো করে বিষ্পোরিত হন্
.
ফেসবুক আগে ছিলো না মানে জিরো অবস্থায় তারপর তা মার্ক জুকারবার্গের হাত ধরে নতুন আইডিয়া জেনারেট করে ওয়ান হলো, দৃশ্যমান! ফলস্বরূপ লক্ষ কোটি টাকার বাণিজ্য,
.
মাইক্রোসফট্ আগে কখনো ছিলো না কিন্তু বিল গেটসের হাত ধরে তা ওয়ানে আসলো মানে জনসন্মুখে তার হাত ধরে কোটি কোটি টাকা গেটসের পকেটে,
.
আমাজানের মতো ভার্চুয়াল দোকান আগে কেউ জেফ বেজোসের মতো করে জিরো আইডিয়া থেকে ওয়ানে নিয়ে আসতে পারেনি সুতরাং সে হাজার কোটি টাকা পকেট ভরে নিলো,
.
চায়নাতে আলী বাবা ডট্ কমের প্রতিষ্ঠাতা জ্যাক মা শূন্য থেকে অনলাইন ব্যবসা শুরু করে ওয়ানে এসে নতুন আইডিয়া জেনারেট করে অন্যতম শীর্ষ ধনী হলো,
.
হোয়াটস্ অ্যাপ ছিলো না পৃথিবীতে, টুইটার ছিলো না, ইন্সটাগ্রাম ছিলো না, হাজারো নতুন আইডিয়া এসেছে, ই কামর্স এসেছে যা আগে কখনো ছিলো না!
.
উবার আসছে শূন্য থেকে ওয়ানে হালের পাঠাও চলছে যা বাংলাদেশে শূন্য থেকে ওয়ানে বলা যায়,
.
অ্যাপলের মতো প্লাটফর্ম পৃথিবীতে ছিলো না, স্টিভ জবস শূন্য থেকে জন্ম দিয়ে ওয়ানে নিয়ে এসেছে!
.
বিলিওনিয়ারের কথা বাদ দিলাম,
.
জগতের লক্ষ লক্ষ মিলিওনিয়ার সৃষ্টি হয়েছে কেবলি নতুন ধারণার জন্ম দিয়ে তাক লাগিয়ে!
.
ধুমছে ব্যবসা করেছে! মানুষের জীবন যাত্রার মান সহজ করে চলেছে! কেবলমাত্র শপিং করার ইউনিক ট্রলি আবিষ্কার করে কোটি টাকার মার্কেটিং করেছে এমনও হয়েছে,
.
আইডিয়া মানে যে বিশাল বিশাল কিছু তা কিন্তু না!
.
জগতে যেদিকে তাকায় সেদিকে দুর্নীতিমুক্ত কোটিপতিদের ভীড়, যারা দিনশেষে সমাজের আইডল হয়েছে, মানুষ হাজার লক্ষ টাকা খরচ করে তাদের ট্রেনিংয়ে যাচ্ছে,
.
বুক ফুলিয়ে তারা চলে, বলে, আমি কোটিপতি! তুমিও হবে!
.
একমাত্র বাংলাদেশ ছাড়া! নিজের নামে বাড়ি জমি টাকা রাখতে ভয় হয় তাদের! বাংলাদেশে হাজার হাজার কোটিপতির কোটি কোটি টাকার সম্পদ বউয়ের নামে!
.
তাদের আবার অধিকাংশ গভার্নমেন্ট মেইড কোটিপতি! দুদকের ভয়ে পালিয়ে থাকে! জনগন দেখলে তেড়ে আসে! বুক ফুলিয়ে কখনো বলতে পারেনি আমি নিজের যোগ্যতায় এগুলো অর্জন করেছি,
.
চোরের মতো লুকিয়ে থাকে! ইনকাম ট্যাক্সের লোক দেখলে বাথরুমে ঢুকে যায়! দিনশেষ, এতো সফল মানুষের হাতে হাত কড়া!
.
পড়াশুনা করে শিক্ষিত হয়ে জনগনের পোনা মেরে মেরে কোটি টাকার মালিক হলে যা হয় আরকি!
.
কেউ কেউ ইয়াবা, ফরমালিন, ক্রোমিয়াম যুক্ত ভেজাল কোটিপতি....! কেউ টেন্ডারবাজি...গুম, খুন, চুরি, ডাকাতি, রাহাজানি, চাঁদাবাজি........!
.
দেশে প্রায় সোয়া লাখ কোটিপতি, বুক ফুলিয়ে বলতে পারবে এমন সংখ্যা কতজন তা জনগন ই গুণে বলে দিতে পারবে!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: আহ আমার যদি এক কোটি টাকা থাকতো!!!

২| ২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: আহ আমার যদি এক কোটি টাকা থাকতো!!!

৩| ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৩১

শাহিন-৯৯ বলেছেন:



আমরা কোটিপতি হওয়ার জন্য পরিশ্রমের চেয়ে অসৎ সহজ পথ খুঁজি।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৫০

সালাহ উদ্দিন শুভ বলেছেন: দেশে সোয়া লাখ কোটিপতি! বলেন কি! অথচ আমি এখনো বেকার।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ১:০৮

মাহমুদুর রহমান বলেছেন: ভালো লাগে আপনার লেখাগুলো।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২৭

রায়হান চৌঃ বলেছেন: চলেন শেখ সাহেব আর জিয়ার নাম ভাঙ্গিয়ে ফ্যন্সিডিল/ ইয়াবার ব্যবসা করি......... নব্য মিলিনার এর খাতায় নাম লিখা...........

সুর করে বলেন... জয়য়য়য়য়য়য় বাংলা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.