নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ব্লা ব্লা

১৬ ই মে, ২০১৯ রাত ৯:১৫

পৃথিবীর একটি বিখ্যাত প্রবাদ, 'আমাকে তোমার বন্ধুদের দেখাও, আমি তোমাদের ভবিষ্যত বলে দিবো!'
.
অপ্রা উইনফ্রে বলেছিলেন, 'তোমার চারপাশে সেসব বন্ধুদের রেখো যারা তোমাকে আরো উন্নত করতে ভূমিকা রাখতে পারবে!'
.
প্রকৃত বন্ধু হলো সে যে পৃথিবীর সবাই যখন তোমাকে ত্যাগ করবে তখন সে তোমার পাশে থাকবে!
.
বন্ধুরা তারাদের মতো যখন মিটমিট করে জ্বলে না তখনও তুমি বিশ্বাস করবে সে অন্ধকারেও তোমার সাথে অদৃশ্য হয়ে আছে,
.
বন্ধুতো সেই হালারা যারা তোমার এমন কিছু জেনেও তোমাকে বন্ধু ভাবে যা সমাজের অন্য কেউ জানলে উল্টো ছিঃ ছিঃ করতো!
.
বন্ধুতো আসলে সেই ছেলেটি এভারেস্টের চূড়া জয় করার পর সেখানে একলা বসে ভাবছো, 'শালাটা এখানে থাকলে জার্নিটা সেইই লেভেলের মজা হতো!'
.
তাই তো হেলেন কিলার বলেছিলেন, 'আমি আলোতে একা হাঁটার চেয়ে বন্ধুর সাথে অন্ধকারে হাঁটতেই ভালবাসবো!'
.
বন্ধুত্ব হলো মূলতো এক আত্মার দুটি দেহ,
.
জ্যাক দেলিল সবচেয়ে অসাধারণ বলেছেন, 'ভাগ্য আত্মীয়দের নির্ধারণ করে দেয় কিন্তু তুমি যাদের নির্বাচন করো তারা হলো বন্ধু!'
.
এমন এক পৃথিবীতে জন্মেছি যেদিকে তাকায় কেবলি বন্ধু আর বন্ধু! স্কুল বন্ধু, কলেজ, ফেসবুক, রুম, কলিগ থেকে শুরু করে পাড়ার বন্ধু,
.
ভারী হয়ে যাচ্ছে গেছে বন্ধুত্বের লিস্ট!
.
বাবা ও ইদানিং নিজেকে বন্ধুর মতো দাবী করছে,
.
বউ বলে তার সাথে বন্ধুত্বের মতো আচরণ করতে!
.
টক শো'তে ছাত্র শিক্ষক সম্পর্ক বন্ধুর মতো হওয়া উচিত কিংবা ডাক্তার রোগী থেকে শুরু করে বাড়িওয়ালা ভাড়াটিয়া,
.
তবুও অসীম সমুদ্রে যেদিকে তাকায় পানি আর পানি কিন্তু পান করার মতো এক গ্লাস খাবার পানি নেই!
.
সমুদ্রের পানির মতো এতো বন্ধুত্বের পানি গ্রহণ করেও তৃষ্ণা মিটে না,
.
পান থেকে চুন খসলে তথাকথিত বন্ধুরা শত্রু হয়ে উঠছে!
.
সুযোগ পেলে বন্ধুরা ই আগে তীর ছুঁড়ে,
.
নিজের অপমানে অট্ট হাসিতে কুৎসিত বিনোদনে অন্যদের সাথে মেতে উঠে!
.
স্বার্থ হাসিল কিংবা প্রয়োজনে থাকতে হয় বলে একসাথে, সেখানে গড়ে উঠা বন্ধুত্বগুলো,
.
এরি মাঝে লুকিয়ে আছে প্রকৃত বন্ধুরা, হয়তোবা অবহেলায়, অযত্নে,
.
তোমার ক্লাস কিংবা স্ট্যাটাসের সাথে সে হয়তো তাল মিলিয়ে চলতে পারেনি বলে পিছিয়ে গেছে!
.
হাত বাড়ালেই তুমি তার হাত নয় বরং স্বার্থপরতার ধুম্রজালের ইন্দ্রজাল আঁকড়ে ধরে থাকো,
.
একটু ভেবে দেখলে বুঝতে পারবে
.
বিলুপ্তি হওয়ার পথে সর্বশেষ যে জিনিসটি যোগ হয়েছে তা কেবলি নির্মল বন্ধুত্ব!
.
অথচ, রোজ পহেলা বৈশাখের মতো আড়ম্বর পরিবেশে উৎযাপিত হচ্ছে অনাড়ম্বর বন্ধুত্ব, যা কেবলি আনুষ্ঠানিকতা মাত্র!!!
.
প্রত্যেকটা মানুষ সত্যি বলতে হাজারো বন্ধুর মাঝে অদ্ভুত বন্ধুহীনতায় ভুগছে!
.
বন্ধু তোদের মিস্ করছি ভীষণ! ব্লা ব্লা!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৯ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: এযুগে কেউ কারো বন্ধু নয়। বন্ধুর ভাব ধরে থাকে।

২| ১৭ ই মে, ২০১৯ রাত ৩:০২

মাহমুদুর রহমান বলেছেন: ভালো বন্ধু পাওয়া যায় সেই শৈশবে তারপর আর না।

৩| ১৭ ই মে, ২০১৯ সকাল ৭:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: এখন নাকি সবাই জাস্ট ফ্রেন্ড

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.