নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি

০৮ ই জুন, ২০১৯ দুপুর ১:১৯

গরীবের রবিন হুডের মতো মাননীয় প্রধানমন্ত্রীর উচিত এই মুহূর্তে দূর্নীতিবাজদের থেকে কালো টাকা ছিনিয়ে এনে গরীব দুস্থদের মাঝে বিলি করার,
.
বাংলাদেশ ষোল কোটি মানুষকে ভালো 'শুধু মাত্র অবৈধ সম্পদগুলো জব্দ করে' রাখা যেতে পারে!
.
ক্ষমতাবানদের বউয়ের নামে নামে বেনামে সম্পত্তি ক্রোকের এখনি সময়,
.
অনেক হয়েছে! আর না! ওদের ঘাড় থেকে চর্বি নামানো এখন আরম্ভ না করলে একদিন জনগন ঠিকি আইন নিজের হাতে তুলে নিবে!
.
ক্ষমতাসীন দল ঠিকিয়ে রাখতে হলে এটা আপনাকে করতেই হবে, নাহলে একদিন ত্রাসের ঘরের মতো সবি ভেঙ্গে নতুন নেতৃত্বে হাত বদল হবে!
.
দলের দূর্নীতির দায়ভার সেদিন বঙ্গবন্ধুর উপর গিয়ে পড়বে,
.
লোকে মহান নেতাকে বলবে 'চোরের দলের প্রতিষ্ঠাতা' মাননীয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী 'তা আপনি কি কখনো চাইবেন?'
.
প্রিয় শেখ হাসিনা 'আপনার হাতে সময় খুব কম' হয়তো এর সমাধান আপনি করতে না পারলে কয়েক বছরের মধ্যে দল নষ্টদের অধিকারে চলে যাবে!
.
এবারের সংগ্রাম, বঙ্গবন্ধু হাতে গড়া দল কিংবা সম্মান টিকিয়ে রাখার সংগ্রাম, এবারের সংগ্রাম 'অর্থনৈতিক স্বাধীনতা' অর্জনের সংগ্রাম!
.
আপনার হাতে যে অল্প সময় আছে তা নিয়ে প্রস্তুত থাকতে হবে আপনাকে, নিজের দলের সাথে মোকাবেলা করতে হবে, মনে রাখবেন, ত্যাগ যখন করেছেন, কঠিন ত্যাগ করার সময় এসে গেছে!
.
ব্রিটিশরা এক সময় এই বাংলাদেশে কঠিন থেকে কঠিনতর অত্যাচার করেছিলো,
.
ইতিহাস ভুলে যাবেন না, ভুলে গেলে চলবে না, ইতিহাস থেকে শিখতে হবে!
.
এক সময় ব্রিটিশরা পুরো বাংলার দায়িত্ব নিজের উপর নিয়ে নিয়েছিলো
.
তারপর প্রায় ২০০ বছর ব্রিটিশরা শাসন করেছে আমাদের,
.
এই বাংলার মানুষের যে তেজ, যে গরম রক্ত, যে গাদ্দারিপনা কিংবা নিজেকে স্বাধীন করার তীব্র মানসিকতা তাতে ব্রিটিশ না পুরো পৃথিবী চাইলেও বিশ বছর তাদের উপর অধিকার খাটিয়ে চলতে পারবে না, টিকতে পারবে না,
.
রক্তের বন্যায় গঙ্গা ভেসে যাবে, ইতিহাস বলে, আবারো বলছি ইতিহাস ভুলে যাবেন না, বাঙ্গালী এমন এক জাতি!!!
.
এই জাতি পৃথিবীর একমাত্র যারা ভাষা কেড়ে নেওয়ার কারণে রক্তে রাস্তা ভাসিয়ে দিয়েছিলো! আরেকটু হলে পদ্মা, মেঘনা, যমুনা ভাসিয়ে দিতো,
.
বাঙ্গালীর রক্ত টগবগ করে, বের হওয়ার জন্য, হেসে খেলে এভাবে কেউ খুব সামান্য অধিকারের জন্য রক্ত দেয় না!
.
পূর্ব পুরুষরা এক বঙ্গবন্ধুকে বিশ্বাস করেছিলো বলে, তার আঙ্গুলি হেলেনে পাকিস্তানের মতো শক্তিধর রাষ্ট্র টিকতে পারেনি,
.
পৃথিবীর আর কোন জাতি এতো টগবগে, আমার জানা নেই!
.
তবুও ব্রিটিশরা রাজকীয় এই জাতিকে ব্যবসার সূত্র ধরে এসে কিভাবে দুই শত বছর শাসন করেছিলো?
.
ব্রিটিশরা খুব ভালো করে জানতো আমাদের,
.
ঘাড়ে যে একটা রগ ত্যাঁড়া তা জেনেছিলো, বুঝেছিলো!
.
ক্ষমতা দখল করে তারা নীতি পাল্টিয়েছিলো,
.
বাঙ্গালীদের বিশ্বাস করিয়েছিলো তাদের হাতে তারা বাঙ্গালীদের থেকেও নিরাপদ!
.
এক বাঙ্গালী আরেক বাঙ্গালীকে দৌড়াচ্ছিলো, সে ব্রিটিশদের ডিস্ট্রিক রোডের দিকে দৌড়াতে থাকলো
.
কিন্তু মাঝপথে উত্তম মধ্যম খেয়ে বাসায় ফিরে আসলো!
.
বাসায় ফেরার পর মা বললো, 'তুই ব্রিটিশদের ডিস্ট্রিক রোডে উঠে গেলে তো আর এমন মাইর খেতে হতো না!'
.
ব্রিটিশরা এই বিশ্বাস অর্জন করতে পেরেছিলো বলো আমাদের শত বছর শাসন করতে পেরেছিলো!
.
নীতি পাল্টাতে হবে, কিভাবে ক্ষমতায় এসেছেন সেটা ফ্যাক্ট না! বাঙ্গালীকে শাসন করতে হলে তারা যে নিরাপদ তা বুঝিয়ে শুনিয়ে মানিয়ে চলতে হবে,
.
নাহলে একদিন আবারো রক্তের নহল বের হবে সেদিন প্রিয় বঙ্গবন্ধুও রক্ষা পাবে না! কেউ না! ইতিহাস কথা বলে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৯ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:

শান্তির নীড়, সন্দ্বীপে বিপ্লব দাবা গড়ছে?

২| ০৮ ই জুন, ২০১৯ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: আপনি তো আমার মনের কথা গুলোই লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.