নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

এআরকি একটু হাসাহাসি... :P

২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৬



সত্যি বলতে কি জীবনে একমাত্র রক্ত পরীক্ষায় A+ পেয়েছি!
.
বিয়ে MCQ পদ্ধতির মতো ধর্মে চারটা অপশন থাকলেও একটা মাত্র বৃত্ত ভরাট করা যায়!
.
দুই থেকে তিনটা মশা কামড়ানোর আগে মশার কয়েল জ্বালানো লোকটি নিঃসন্দেহে কর্মঠ ব্যক্তি!
.
ইস্ত্রি এবং স্ত্রী দুটোর কাজ ই বাঁকা জিনিস সোজা করা!
.
দৈনিক সমকাল নিউজ করেছে, 'কম বয়সে মা হচ্ছে ইলিশ' তাকে এক রসিক কমেন্ট করেছে 'নারীরা কোথাও নিরাপদ না ঘরে, বাহিরে, পানিতেও'
.
মৃত্যুদণ্ড, কারাদণ্ড, অর্থদণ্ডসহ কোন দণ্ড না দিয়ে ধর্ষকের চেতনা দণ্ড কেটে নিলে জনগন বেশী খুশী হবে!
.
শুধু 'জামদানি' না তোমাকে 'কমদামি' শাড়িতেও সুন্দর লাগে!
.
ইত্যাদিতে কখনো মহান বিটিভি কে নিয়ে কিছু বলা হয় না, কবি এখানে নীরব!
.
বুদ্ধিমানরা ডিএসলার কিনে না বরং অন্যদের ডিএসলার ক্যামেরা কিনতে উৎসাহিত করে!
.
নেতার সাথে সেলফি তুলে তা প্রোফাইলে না দিয়ে নিজের বাবার সাথে সেলফি তুলে প্রোফাইলে দাও পাগলা জীবনে কাজে আসবে!
.
সবাই গরীবের পেটে লাথি দিয়ে বড়লোক হয় না কেউ কেউ নির্বাচন এলে গরীবের মাথায় হাত বুলিয়ে দিয়েও বড়লোক হয়!
.
শুধু পান্থা ইলিশ না বেলা বিস্কুটের সাথে চা ও জাতীয় ঐতিহ্যবাহী খাবার!
.
গরীবের মোবাইল শখ করে সুপার মুনের ছবি তুললেও এনার্জি বাল্ব মনে হয়!
.
একদিন আমি রিক্সাওয়ালা হবো সেদিন কিন্তু আমাকে ডেকেও লাভ হবে না, তোমাকে উপেক্ষা করে চলে যাবো!
.
সে ই তো প্রকৃত মেধাবী যে চীন জাপানের প্রেসিডেন্টের নাম একবার শুনে আজো মনে রেখে দিতে পেরেছে!
.
একদা ভার্জিন একটি ড্রিংকসের নাম ছিলো আজ তা বিলুপ্ত!
.
পেটে ক্ষিদা থাকলে মাথার দাম কমে যায়!
.
সাধু চলিত ভাষা মিশ্রণ দূষণীয় কিন্তু বাংলা কথায় ইংরেজী ভাষা মিশানো স্মার্টীয়!
.
যে ব্রাক্ষণবাড়ীয়ার নাম নিজ হাতে টাইপ করে লিখতে পারে সে স্বশিক্ষিত!

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:



ব্রাম্মণবাড়ীয়া বাংলাদেশের কলংক

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩১

আবদুর রব শরীফ বলেছেন: কত প্রচেষ্টা আমাদের শুদ্ধভাবে বি-বাড়িয়া লেখার... :P

২| ২৩ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৭

আলআমিন১২৩ বলেছেন: করোনার টনিক।

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩১

আবদুর রব শরীফ বলেছেন: চিরন্তন টোটকা

৩| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০৯

ক্ষুদ্র খাদেম বলেছেন: ভাই, ইত্যাদির কাশেম টিভি ই কিন্তু আমাদের বিটিভি। আমরা কেউ খেয়াল করি না আর কি!!! =p~ =p~

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩২

আবদুর রব শরীফ বলেছেন: হাহাহাহা আহা সেই কাশেম টিভি

৪| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শরীফ ভাই
আপনিও কিন্তু ব্রাহ্মণবাড়িয়া নিজ হাতে টাইপ করতে পারেন নাই।
আপনি কি তা হলে স্ব-অশিক্ষিত!!! =p~ =p~ =p~

ইলিশেরও ভার্জি্নিটি খোঁজে !!!

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩২

আবদুর রব শরীফ বলেছেন: আমিও সেই কবে থেকে চেষ্টা করে যাচ্ছি

৫| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩১

রাজীব নুর বলেছেন: দেশের আসল ভিআইপি হল কৃষক শ্রমিকেরা। অথচ ভিআইপির মার্কা নিয়ে ঘুরছে চোর চোট্টারা।

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৩

আবদুর রব শরীফ বলেছেন: সেই কথা তো যুগে যুগে কেবলি রূপকথা হিসেবে বলে গেলো তার বাবা তার বাবা তার বাবা

৬| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫৭

নেওয়াজ আলি বলেছেন: বিটিভি এবং বি বাড়িয়া এই দুইটোর নাম নিতেও ভয় লাগে।

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১:১৩

আবদুর রব শরীফ বলেছেন: বিটিভিতে বাতাবি লেবুর বাম্পার ফলন সত্ত্বেও দাম আকাশ চুম্বী

৭| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪৯

প্রেক্ষা বলেছেন: ইত্যাদি এখন আর আগের মতো অতো সুন্দর হয় না।

বেলা বিস্কুট কিন্তু চায়ের সাথে খাইতে ভালোই লাগে,এখন আর কেউ খায় না কেন আল্লাই জানে। লকডাউনের আগে এক প্যাকেট ঢাকাইয়া বেলা বিস্কুট কিনে রাখছিলাম,এখনও আছে।

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১:১৩

আবদুর রব শরীফ বলেছেন: এখন তো পান্তা ভাতও একদিন ছাড়া কেউ তেমন খায় না ৷

৮| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৫১

সোনালি কাবিন বলেছেন: :P

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১:১৪

আবদুর রব শরীফ বলেছেন: :P

৯| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১:১৬

মা.হাসান বলেছেন: ভালো লিখেছেন। চাটগাঁর বাইরে বেলা বিস্কুট পাওয়া যায় জানতাম না।

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ২:৩০

আবদুর রব শরীফ বলেছেন: পাওয়া যায় তো :P

১০| ২৭ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি কি চিরকাল ব্লগে এই টাইপের লেখা লিখে যাবেন ?

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১:০৪

আবদুর রব শরীফ বলেছেন: আমি জানি না কোন টাইপের কথা বলছেন....!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.