নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ব্লগ আমার ঘরের মতো, এখানে লুঙ্গী পরে বসে থাকি ৷

১১ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৫

পৃথিবীতে এমন একটি বিষয় দেখান যার উত্থান পতন নেই? যে সুন্দরীকে সকালে পরী মনে হয় বিকেল কেনো জানি মনে হয়, সে কোন এক মানবী ৷ সৃষ্টির শুরু থেকে কত সম্রাজ্যের পতন কিংবা উত্থান হয়েছে ৷ অতিকায় হস্তি হারিয়ে গেলেও তেলপোকা তুচ্ছ হলেও টিকে আছে ৷
.
অনেক কিছু হারিয়ে যাবে ৷ গৌরব ভেঙ্গে চুরমার হবে ৷ এটা একটা প্রকৃতির খেলা ৷ যে খেলায় টিকিয়া থাকা ই চরম স্বার্থকতা ৷ আজকে দেখেন করোনাকালের পৃথিবী ৷
.
তাসের ঘরের মতো শত কোটি টাকার মালিক মানুষটিও নিঃশ্বাস সংকটে ভুগছে ৷ এমন ক্রান্তিকালে কেউ কেউ মানসিক শক্তির বলেও টিকিয়া আছে ৷ এখন টিকে যাওয়া ই জীবনের সবচেয়ে বড় সফলতা ৷ যেদিন সামুতে এসেছিলাম সেদিনও কোন এক ব্লগার অভিমানে চলে যাচ্ছে পোস্ট দিয়েছিলো ৷ দেখেন বেপারাটা, একজন আনকোরা অনভিজ্ঞ ব্লগার ব্লগে সেইফ ব্লগার হওয়ার জন্য যুদ্ধ করছে অন্যজন অভিমানে চলে যাচ্ছে ৷ এমন দৃশ্য থাকবেই ৷ যেতে নাহি দিবো হায় ৷ তবুও চলে যায় ৷ যেতে হয় মে বি ৷
.
যার থাকার সে থেকে যাবে ৷ কেউ কেউ কখনো যেতে পারবে না ৷ মায়ার অফিম খেয়ে ভূত হয়ে পরে থাকবে ৷ অনেক মেধাবীরা তো দেশ ছেড়ে চিরকাল ই বিদেশ থাকে তবুও কেউ কেউ ফিরে আসে ৷ আমার সাথে মাত্র ২৫ হাজার টাকা বেতনে চাকরি করে একজন স্টিভ দা আছে ৷ প্রায় জন্ম থেকেই সে আমেরিকায় বড় হয়েছে ৷ সব ছিলো তার ৷ এখনো আছে ৷ কিন্তু ছেড়ে চলে এসেছে দেশে ৷ এখানে সে তার জীবন খুঁজে পেয়েছে ৷
.
ইপিজিডের মোড়ে হুদাই দাঁড়িয়ে থাকতে নাকি তার মজা লাগে ৷ কেনো লাগে জানে না ৷ আমরাও মে বি তেমনি হতে চাই ৷ লিখতে না পারলেও ব্লগে হুদাই এসে ঢু মারতে ভালো লাগে ৷ কেমন লাগে তা জানিনা ৷ আমি যখন ব্লগে আসি আমার মামা তা শুনার পর আমার সাথে কথা বলতো না, বিশ্ববিদ্যালয়ে অনেক বন্ধু ব্লগার শুনার পর দূরত্ব বজায় রাখতো ৷ ব্লগ ছুঁয়ে বলছি ৷ যতভাবে সম্ভব ব্লগার পরিচয়টাকে লুকিয়ে রাখতাম ৷
.
জবের সুবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকালের বাসে অফিস যায় ৷ সেখানে এক সিনিয়র ভাই, প্রায় সময় বলে 'আবদুর রব শরীফ' কেমন আছো? আমি তাকে এতো করে জিজ্ঞেস করতাম আমার পুরো নাম কিভাবে জানেন? বলতো না ৷
.
কয়েক বছর পর তার সাথে বাস বাদে রিক্সায় চড়া ৷ সে আমাকে বললো 'ব্লগের একটা পূর্ণমিলনী হচ্ছে, তুমি রেজিঃ না করলে আমার টোকেনটা নিতে পারো, আমার জরুরি মিটিং পরে গেছে' এমন কিছু বলার পর আমি থ্, সে ও সিনিয়র ব্লগার ৷ সেদিন ই জানলাম ৷ তার কাছ থেকে ই জানলাম ব্লগের অনেক চমকপ্রদ তথ্য ৷ এখনো বলেনি তার নিক্ নেইম কি ৷
.
ভদ্রলোক অসম্ভব জ্যান্টেলম্যান ৷ সে ও ব্লগিং করে বেপারটা আমার জন্য সত্যি অনুপ্রেরণার ছিলো এবং আশ্চর্যেরও ৷
.
ব্লগ ছেড়ে যাওয়া আর এভাবে ব্লগকে ভালবেসে পরিচয় গোপন করে রাখা দুটো আলাদা জিনিস ৷ ব্লগ থেকে শিখছি প্রতিনিয়ত ৷ সমালোচনাগুলো যেনো জীবনের পাথেয় ৷ তবুও কিছু ব্লগারদের খুব মিস্ করি ৷
.
নোমান নমি নামে একজন ব্লগার ছিলো, মাঝে মাঝে তার লেখা খোঁজ করি এখনো ৷ জানি না, নতুন কিছু পাইনা কেনো ৷ পরে তার ফেসবুক আইডিতে গিয়ে পড়ে আসি ৷
.
মাঝে মাঝে ব্লগে ঢুকতে পারিনা ৷ ফেসবুক গ্রুপে গিয়ে দেখি মডু সাহেব কোন নোটিশ ঝুলিয়েছে কি না ৷ পরে আশ্বস্ত হয় ৷ আবার ব্লগ সচল হলে সবাই ফিরে আসে ৷
.
একদিন দেখলাম মোবাইলের ক্রোমে কোন ভাবে ঢুকতে পারছি না, পরে সেটের জেনারেল সফট দিয়ে ট্রাই করলাম ৷ এরপরে অনেক সফট ট্রাই করতে করেত হুট করে আবিষ্কার করলাম ওপেরা মিনি দিয়ে ব্লগে ঢুকা যাচ্ছে ৷ খুশিতে লাফিয়ে উঠলাম ৷ ব্লগে ফিরে যেতে পেরে ভালো লাগেছে খুব ৷ এভাবে বারবার ফিরে আসবো ৷ কেউ থাকুক কিংবা না থাকুক, আমরা থাকছি স্যার ৷ আমাদের কোন রাগ অভিমান নেই ৷ নিজের আনাড়ি লেখাগুলো লিখতে থাকবো ৷ চেষ্টা করতে থাকবো উন্নতি করার ৷

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


গরম বাড়ছে, ল্যাংটা হয়ে বসতে পারবেন।

১১ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

আবদুর রব শরীফ বলেছেন: গাজী ভাই এমনভাবে বলেন, শরম লাগে ৷ বড় ভাই তো আপনি ৷

২| ১১ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


ওকে ওকে, স্যরি।

১২ ই জুন, ২০২০ রাত ১:০২

আবদুর রব শরীফ বলেছেন: মারো মুজে মারো তবুও ভালো লাগে ৷ তবে স্যরি ট্যরি ভালো লাগে না ৷

৩| ১১ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৬

মা.হাসান বলেছেন: ব্লগ ছুঁয়ে বলতেছি, আপনারা দু ভাই যা খুশি পরেন, যেমন খুশি সাজেন, তবে লুঙ্গি হারা হ্ইয়া ছবি দিয়েন না।

১২ ই জুন, ২০২০ রাত ১:০৩

আবদুর রব শরীফ বলেছেন: হায়রে হায় মিস্ লংকা গানের কথা মনে পরে গেলো ৷

৪| ১১ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩১

শায়মা বলেছেন: হা হা হা হা ভাইয়া এমন শিরোনাম দিয়েছো দূর্মুখেরা তো এখন তোমার বারোটা বাঁজিয়ে ছাড়বে। কমেন্ট পড়ে হাসতে হাসতে মরেছি। :P

১২ ই জুন, ২০২০ রাত ১:০৪

আবদুর রব শরীফ বলেছেন: শিরোনামে একটা আর্ট ছিলো ৷ মানে অফিস থেকে এসে প্যান্ট খুলে শান্তির খোঁজ করতেছি ৷ আরো শান্তিতে রাখতে চাচ্ছেন গুরুজনেরা ৷

৫| ১১ ই জুন, ২০২০ রাত ৯:৩৩

নেওয়াজ আলি বলেছেন: মেয়েদের পালাজো পরেন

১২ ই জুন, ২০২০ রাত ১:০৫

আবদুর রব শরীফ বলেছেন: আগের দিনে এটা ছেলেদের ট্রেন্ড ছিলো ৷ প্লাজো প্যান্ট ৷

৬| ১২ ই জুন, ২০২০ রাত ৩:২৭

রাজীব নুর বলেছেন: শিরোণাম দিয়েই আপনি আমাকে ধাক্কা দিলেন।

১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৩

আবদুর রব শরীফ বলেছেন: শিরোনামটা কি ভালো হয়নি দাদা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.