নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

এটা কাকতালীয় জনপ্রিয় লেখকদের নিয়ে স্প্রেপ একটা রম্য, মিলে গেলে কেউ দায়ী না

১২ ই জুন, ২০২০ বিকাল ৫:১৪

আমার ফেসবুকের সুন্দর ছবি দেখে ছেলেটি আমাকে পেন্দ লিকুয়েস্থ পাঠালো, ধুরো ধুরো মনে নিয়ে আমি ভাবছি কখন আই লাভু বলবে ৷
.
সেদিন আমি অসুস্থ ছিলাম ৷ জানেন তো অসুস্থ থাকলে মেয়েদের মুড সুইং থাকে ৷ মন ভালো করার জন্য আমি সোহাইল রহমানের লুমান্টিক গল্প পড়তে গেলাম ৷ ওম্মা সেখানে দেখি সতীনরা সব ৷
.
ডং কতো ৷ ওদের আরো দশটা লাগবে ৷ পোষাবে না কখনো ৷ ধুত্তরি ভালো লাগে না ৷ তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা আমার গহনা ৷ সোনা দানা দামী গহনা গানটি শুনতেছিলাম ৷ দানা বলতে কি বিচি বুঝানো হয়েছি সেটা জানতে নক দিয়েছিলাম এক ফেসবুক সেলেব্রেটিকে, তার আর তর্ সইলো না ৷
.
সহজে প্রেমে পরলে সহজে ভুলে যায় ৷ একদম বদের হাড্ডি ছেলেগুলো ৷ সুন্দর ছেলেটা কেন্ যে দুই বার হাই বলে শতবার বলে না ৷ বুঝতে হবে তো, মেয়েদের একটু ভাব থাকে! একদম মন বুঝে না! সে যে কেনো নক্ দেয় না, ফেসবুক টেক্সটবুক ভালো লাগে না, এবার নক্ দিক্ তারে আমি মজা দেখাবো ৷
.
মনটা কেমন যে আনচান আনচান করে ৷ পৃথিবীতে প্রেম ভালবাসা ছাড়া কি টিকা যায় ৷ একটা দুইটা বারোটা প্রেম করলে মানুষ যদি বারোভাতারি হয়ে যেতো তাহলে প্রত্যেকটি ঘন্টা, বছর সব ই এই ট্যাগ পেতো ৷
.
এই মাত্র পাঁচটা ছেলে নক দিলো আমি মাত্র একটার রিপ্লাই দিয়েছি ৷ অথচ আমার কালুনি বান্ধবী সে পাঁচ টাকে ই নক দিয়ে চ্যাট করে ৷ ইচ্ছা করে কষিয়ে একটা দিই ৷ যতসব ঢং ৷
.
সখিগুলো নিয়ে আর পারা গেলো না ৷ ফারমের মুরগীর গলা কাটা রক্ত দিয়ে প্রেম পত্র দিলেও বিশ্বাস করে বসে থাকে ৷ ভাবারে বাব্বা ৷ ওরে বাটোপাআর ৷ আর কত ৷
.
বারোটা প্রেম করেছি ব্যাস্ করেছি ৷ তেরোটা তো বাজায়নি ৷ কত দেখছি ৷ ঘর সাজিয়েছে বফের গিফট দিয়ে ৷ বদনা পর্যন্ত পিংক কালারের ৷ বুঝি বুঝি সব বুঝি ৷ ওরে আমার ভালবাসা গো ৷ বাঁচবো না মরে যাবো ৷
.
সেই দিনগুলোর আজ দ্বিতীয় দিন চলতেছে ৷ একদম ভালো লাগছে না ৷ আজকে সাদাত হোসাইনের কবিতা পড়বো সারাদিন ৷ 'তুমিও একা আমিও একা, তবুও হয়না দেখা, এটাও এক প্রকার ছ্যাঁকা ৷' বাহ্ বাহ্ কি অসাধারণ ৷ হৃদয় ছুঁয়ে গেছে ৷ একদম দুষ্ট লেখক ৷ সেই কবে থেকে আমার দুটো আইডি ঝুলিয়ে রেখেছে ৷
.
হিংসে হয়? খুব হিংসে হয় ৷
.
ইদানিং ছেলেগুলো খুব পাজি হয়েছে ৷ মারজুক রাসেলের কবিতা ঝুলিয়ে রাখে ওয়ালে, লাগাইতে না পেরে শহর ছেড়ে গেছে এমন টাইপ ৷ ওদের ঘরে কি মা বোন নেই ৷ সাদাত থেকে দেখে তো শিখতে পারে ৷ 'দাত সাদা, চুল কালা, অমর হোক তোমার আমার ভালবাসা ৷'
.
আজকে আর সোহাইল, সাদাত কাউকে ভালো লাগছে না ৷ সেই দিনগুলোর তৃতীয় দিন চলছে ৷ ইদানিং কবিগুলো মেয়েদের মন বোঝে না ৷ ওদের আরো রোমান্টিক হওয়া উচিত ৷ জরুরি কবিতা পৌঁছানো হয় এমন কোন অ্যাম্বুলেন্স সেবা থাকলে ভালো হতো ৷ ইদানিং রিপন ভিডিওরও ভাব বাড়ছে ৷ কমেন্ট করলে রিপ্লে দেয় না ৷
.
উফ্ কতো মেয়ের সাথে ঠেলাঠেলি করে সালমান মোক্তাদিরের 'বিহাইন দ্য সিন্' কিনেছিলাম ৷ যা লিখেছে মাইরি ৷ একদম মন প্রাণ ভরে দিয়েছে লেখায় ৷ এই বছর আর ভুল করা যাবে না ৷ প্রিঅর্ডার করে রাখতে হবে ৷ মেয়েগুলোর জ্বালায় শান্তিমতো যে বই কিনবো সেটা পর্যন্ত পারিনা ৷
.
দুধ চা খেয়ে গুলি করে দিবো বইয়ের লেখককে কত খুঁজেছি ৷ সে তো একটা হাফ্ লেডিস্ ৷ মেয়ে দেখলে হাঁটু কাঁপে ৷ তবুও যা লিখে একদম ঠাসা ৷ সব লেখকগুলো যে কেনো এমন হয় না ৷

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০২০ বিকাল ৫:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দারুন হিংসে হবার মতো রম্য।
ধন্যবাদ বদের বদ থুক্কু আব্দুর রব
আপনার লুলায়িত কথনের জন্য। :P

১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৪

আবদুর রব শরীফ বলেছেন: মার্কেটে খুব চলছে ৷

২| ১২ ই জুন, ২০২০ বিকাল ৫:৩৭

অগ্নি সারথি বলেছেন: হা হা হা! সুন্দর লিখেছেন।

১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৫

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম ৷

৩| ১২ ই জুন, ২০২০ বিকাল ৫:৩৭

কৃষিজীবী বলেছেন: .
দুধ চা খেয়ে গুলি করে দিবো =p~

১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৫

আবদুর রব শরীফ বলেছেন: বাংলা সাহিত্যকে গুলিটা করবো

৪| ১২ ই জুন, ২০২০ বিকাল ৫:৪২

শাহিন-৯৯ বলেছেন:


বাংলার চারিদিকে আজ প্রতিভার ঘনঘটা।

১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৬

আবদুর রব শরীফ বলেছেন: যেদিকে তাকায় যতদূর দেখা যায় কেবলি প্রতিভা আর প্রতিভা

৫| ১২ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৫

ইসিয়াক বলেছেন: বাহ!

১২ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৬

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ

৬| ১২ ই জুন, ২০২০ রাত ৯:৪৫

আমি সাজিদ বলেছেন: আপনার বাচনভঙ্গির মুগ্ধপাঠক আমি।

১৩ ই জুন, ২০২০ রাত ১:৪৫

আবদুর রব শরীফ বলেছেন: বাবু বিভ্রাট চলে এখন

৭| ১২ ই জুন, ২০২০ রাত ১০:১৬

নেওয়াজ আলি বলেছেন: মজা পেলাম ।

১৩ ই জুন, ২০২০ রাত ১:৪৬

আবদুর রব শরীফ বলেছেন: সময়ের চাহিদা ৷

৮| ১৩ ই জুন, ২০২০ রাত ১২:১২

রাজীব নুর বলেছেন: আপনার রসবোধ ব্যাপক। এট আমার ভালো লাগে।

১৩ ই জুন, ২০২০ রাত ১:৪৬

আবদুর রব শরীফ বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.