নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
যেদিন দেখলাম মিস্ একা চৌধুরী নামের মেয়েটা আমাদের সবার আগে বিয়ে বসেছে সেদিন বুঝলাম বিয়ে করার কোন না কোন কারণ আছে ৷ হয়তো 'নামের সাথে কামের মিল নেই' প্রবাদটির মতো বিয়ে একটি স্ববিরোধি ক্রিয়া-কলাপ ৷
.
সাধারণত মানুষ আগে বিয়ে করে তারপর তার মনে হঠাৎ প্রশ্ন আসে, আচ্ছা মানুষ কেনো বিয়ে করে! প্রশ্নটি বউকে করা হলে সে নিশ্চিত এমন একটি উত্তর দিবে, পৃথিবীতে একটা মাত্র সুন্দরী রাজকন্যা ছিলো, 'তার কোন এক বাঁদরের গলায় ঝুলে যাবার শখ হয়েছে তাই ৷'
.
বিয়ে কেনো করে বিষয়টির উত্তর স্বামী স্ত্রী মিলে কোন বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে প্রায় সব দম্পতি একজন আরেকজনের দিকে তাকিয়ে অনেকটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে খোঁজ করতে থাকে ৷ সরকারি চাকরিজীবীদের মতে বিয়ে একটি আমলাতান্ত্রিক জটিলতার মতো বিষয় ৷ আর প্রাইভেট চাকরিজীবীদের মতে বিয়ে হলো তার বস্ ৷ বসের বস্ ৷ আর উপ্রে আরেকটা বস্, বসের উপর একমাত্র বস্ টাইপ বেপার ৷
.
একজন ইতিহাসের ছাত্রকে যদি আপনি প্রশ্ন করেন, বিয়ে বেপারটা কেমন সে হয়তো উত্তর দিবে, চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং রাজ্যের সব বই পুড়িয়ে ফেলেছিলেন শুধু এই কারণে যে তিনি চেয়েছিলেন পরবর্তী ইতিহাস তাকে নিয়ে লেখা হবে কিংবা তার থেকে সূচনা হবে ৷ তেমনি বিয়ে বেপারটিও এমন ৷ জীবন থেকে আগত অনাগত সব সুন্দরী ললনার প্রস্থানপূর্বক কেউ একজন থেকে নতুন জীবনের যাত্রা পথের অন্যরকম মাঝে মাঝে মন খারাপ হওয়ার পরও দোকলা থেকেও একলা পথিক ৷
.
আর মানুষ কেনো বিয়ে সেটি আমার মতো অর্থনীতি পড়ুয়া কাউকে জিজ্ঞেস করলে সে বলবে, বিয়ে হলো সুযোগ ব্যয় ৷ একজনের বিনিময়ে পুরো দুনিয়ার যে কাউকে পাওয়ার সুযোগকে ব্যয় করা কিংবা যাকে বলে সেক্রিপাইস ৷
.
একজন বিবিএ পড়া কেউ তো সেদিন বলেই পেললো, বিয়ে একটি ক্রেডিট কার্ড টাইপ বেপার ৷ আর বউ হলো খরচের মেশিন ৷ মাঝে মাঝে যদিও ধোঁয়া উড়াতে ভালো লাগে ৷ হোক না সে অপচয় ৷
.
ফিলসোফির কোন ছাত্র যদিও এই বিষয়ে নিজে কোন মন্তব্য করবে না ৷ সে খালি প্লেটো সক্রেটিস গ্যাটোকে টেনে আনবে ৷ হয়তো দার্শনিক নয়তো সুখী মানুষ হবে থিওরি দিয়ে বিদায় হবে ৷
.
জনৈক বিসিএস পরীক্ষার্থী একবার বলেছিলো, বিয়ে MCQ পদ্ধতির মতো চারটা অপশন থাকলেও একটা মাত্র বৃত্ত ভরাট করা যায় ৷ সঠিক উত্তর কিংবা মিথ্যে উত্তর সেটা পরের বিষয় আগে বৃত্ত তো ভরাট করবেন ৷
.
বিয়ে নিয়ে লিখবো ভেবে হুট করে এক আগন্তুককে প্রশ্ন করে বসলাম, আচ্ছা আপনি বিয়ে করেছেন কেনো? সে সহজ সরল ভঙ্গিতে উত্তর দিলো, 'বাবা করেছে তাই আমি করেছি, আমি করেছি তাই আমার ছেলেও করবে ৷ হিসাব বড্ড সহজ ৷'
.
কোন এক পরিবেশবাদী হুট করে উঁকুনের বিলুপ্ত হওয়া নিয়ে খুব টেনশনে আছেন ৷ তার কাছে বিয়ে বেপারটা ভিন্ন ৷ তার কাছে বিয়ে মানে একটি উকুনের দুটো বাড়ির মালিক হওয়া ৷ সুতরাং উঁকুনের মতো পরিবেশবান্ধব একটি প্রজাতি বাঁচাতে হলে আমি আপনি কিংবা সবাই বিয়ে করা উচিত ৷ এবার বুঝছেন, বিয়ে কেনো করবেন?
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৫
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: বিয়ে একটা দাওয়াত খাওয়ার আয়োজন আরেক ধরণের বিয়ে মা বাবার বকা খাওয়ার আয়োজন...
হা হা হা...
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৪৫
রাজীব নুর বলেছেন: বিয়ে না করাই ভালো।
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিয়া দিল্লিকা লাড্ডু, যো খায়গা ও পস্তায়গা, যো না খায়া ওভি পস্তায়গাস !!
করবে যারা বিয়া (রম্য কবিতা)