নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

পোনা অবমুক্ত করেছে

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১২:১৪

বলপেনের দাম কত? বললো, পোনদর টাকা । কি এক আজব উচ্চারণ মাইরি!
.
এরপর বললাম, ভাই বিকাশে কিভাবে ক্যাশ আউট করে? আবারো বললো, পোনটা এদিকে দেন্ । দেখিয়ে দি কিভাবে করে ।
.
আরেকদিন দেখি সেই ভদ্রলোক কেকের দোকানে চাকরি নিয়েছে । স্বভাববশত জিজ্ঞেস করলাম, এক পাউন্ড কেক্ কত? সে বললো, এক পোন্দ চারশ টাকা মাত্র ।
.
বললাম ফুড ফান্ডার মাধ্যমে সার্ভিস দেন্ না? বললো, পোদ পোন্দা এগুলোর কথা কাজে কোন মিল নেই । কেক্ নিয়ে যাওয়ার পর আবিষ্কার করলো বার্থ ডে শেষ । পরে ফেরত দিতে আসলে ** ম্রা দিলাম । তাই আর আসেনা ।
.
ওকে একটা বাঁশ দিতে হবে তাই বললাম, সুন্দর করে কথা বলা যায় না? সে বললো, হেয়ার পজেটিভ । এই যে এখন ‘পোনে বারোটা ১১.৪৫’ বাজে এটা কি খারাপ শব্দ? এখন কি ‘ফোনে বারোটা’ বললে খুশি হবেন? বললাম, তা হবে কেনো? সে বললো, খালি কি ফোনে বারোটা বাজে? ঘড়িতে বাজে না?
.
উপায়ন্তর না পেয়ে বললাম, বাজে মানে ই তো খারাপ । সে এবার শুদ্ধ করে বললো, ফোন বাজে হলে ব্যবহার করেন কেন্? অনেকভাবে বুঝালাম এই বাজে মানে রিং বাজে । রিংটোন ।
.
অবশেষে সে পত্রিকার দিকে তাকিয়ে বললো, পোনা অবমুক্ত করা কি খারাপ? আমি বললাম, অবশ্যই মন্দ এবং নিন্দনীয় । পত্রিকাটি আমার সামনে এগিয়ে দিয়ে বলতে লাগলো এই দেখেন শিরোনাম, “জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা মৎস্য অধিদপ্তর ভোলার তজুমদ্দিনে মাছের পোনা অবমুক্ত করেছে।”

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১২:৫৫

জগতারন বলেছেন:
শকলের দৃষ্টি আকর্ষন করছিঃ


আবদুর রব শরীফ :
"আপনি এই "সামু" ব্লগে এতো এতো পোষ্ট করেন,
কোন কোন দিন প্রথম পৃষ্ঠায় একাধিক পোষ্ট করেন।
অতচ আপনি কারও মন্তব্যের প্রতি-মন্তব্য করেন না।
এবং অন্যান্য ব্লগারদের পোষ্ট করা প্রবন্ধ বা পোষ্ট পড়েন না।
এবং মন্তব্যও করেন না।
আপনার এই সমস্ত কার্যক্রম ব্লগ লিখার পরিপন্থী, তা কি বুঝেন ?
যদি বুঝে থাকেন;
তবে আপনার করা পোষ্টে যারা মন্তব্য করেন তাদের মন্তব্যের প্রতি-মন্তব্য করে প্রতিউত্তর দেবেন দয়া করে।
নয়তো এখানে আপনার পোষ্ট না করাই আপনার জন্য ভালো।
আপনি যে কাজ বআ ব্যাবসা নিয়ে ব্যাস্ত সময় কাটান সেখানে গিয়েই ব্যাস্ত থাকেন গে।

২| ২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১২:৫৯

জগতারন বলেছেন:
শকলের = সকলের।

বআ = বা।

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৩২

আবদুর রব শরীফ বলেছেন: আসলে বেপার হলো বিপিএন অন করা ছাড়া ব্লগে আসা যায় না । তাই পোস্ট করে বের হয়ে যায় ।

৩| ২৪ শে আগস্ট, ২০২৩ রাত ২:২৪

জ্যাক স্মিথ বলেছেন: আজ থেকে এই লোকের পোস্টে কেউ কমেন্ট করে সময় নষ্ট করবেন না। উনি ইদানিং বিরাট বড় মাপের লেখক হয়ে উঠেছেন, কারো মন্তব্যের উত্তর দেয়ার টাইম উনার নেই। লেখালেখি করেন তিনি ইনবক্সে লাভ কামাই করার জন্য। সামুতে কোন ইনবক্স নেই তাই কেউ তাকে I love you ইনবক্স করতে পারে না আর তাইতো এই ব্লগের প্রতি তার কোন আগ্রহও নেই। X(

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৩৬

আবদুর রব শরীফ বলেছেন: আমি মনের আনন্দে লিখি । কমেন্ট কিংবা হিট পাওয়ার জন্য না । লেখক কখনো বড় মাপের হয় না কারণ সে অন্যের জীবন ফেরি করে চলে ।

৪| ২৪ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:১১

রাজীব নুর বলেছেন: ভেরি ফানি।

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৩৬

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.