নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মজা নিতে গিয়ে যে শিশুদের জন্ম হয়

২০ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:১৪

ডিভোর্সের খবরে চমকে উঠে রাজ বলেন, ‘তাই নাকি? পরীমনির ডিভোর্সের কথা আপনার কাছেই প্রথম শুনলাম। ভাই আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছুই জানি না।’
.
বহুল আলোচিত আহসান হাবিব পিয়ারের ডায়লগটা মনে পরে গেলো, ‘আমি ঘুমে থাকি ভাই, আমার হিসেব থাকে না ।’
.
ডেইলি স্টারকে কিছুদিন আগে পরীমনি বলেছিলেন, 'মা হতে যাচ্ছি শিগগির, এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আমি হাওয়ায় ভাসছি। আমার ভেতরে একজন ধীরে ধীরে বেড়ে উঠছে। এই অনুভূতি বোঝাতে পারবো না। এর চেয়ে আনন্দের আর কিছু নাই। মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী নারী। আমার জীবনের সেরা উপহারটি সৃষ্টিকর্তার কাছ থেকে পেতে যাচ্ছি। আমাদের মেয়ে সন্তান হলে তার নাম রাখব রাণী, আর ছেলে হলে নাম হবে রাজ্য।'
.
তারো আগে বলেছিলেন, ‘মজা করতে করতেই প্রেম। প্রেম হওয়ার ঠিক সাত দিনের মাথায় বিয়ে করেছি।’
.
মজা করে তারা বিয়ের কাবিন দিয়েছিলেন ১০১ টাকা । মে মাসে আরো একবার মজা করে ১০১ টাকা দিয়ে বলেছিলেন, 'রাজের সঙ্গে শারীরিক সম্পর্ক নেই, বিচ্ছেদ তো হয়েই গেছে ।’
.
এদিকে পিজ্জা হাটে এই উপলক্ষে তিনটি এক সাথে অর্ডার করলে ১০১ টাকা ছাড়ের ঘোষণা দিতে চলেছে ।
.
নগদ দিবে ১০১ টাকা রিচার্জ করলে ভাগ্যবান বিজয়ী পরীমনির সাথে এক রাত ডিনার করার সুযোগ ।
.
মজা করে তারা বিয়ে করেছে। মজা করে ডিভোর্স দিয়েছে । মজা করে তারা সংসারও করেছে ।
.
দেখতে দেখতে তাদের সন্তান রাজ্য বড় হবে । কোন একদিন সাংবাদিকরা তার দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলবে, তোমার বাবা মা কি করে? সে উত্তর দিবে, ‘মজা করে ।’
.
তারপর গভীর রাতে বাসায় ফিরে অভিমানে সন্তান তার বাবা মাকে গালি দিতে দিতে হয়তো বলবে, ‘জীবন নিয়ে মজা দোচাও ।’ সরি প্রজন্মের শিকার শিশুরা ।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৮

সোনাগাজী বলেছেন:



কিসব হাজিজাবী লেখেন!

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

হাসান১৯ বলেছেন: টাইটেল টা খুব ভালো লাগছে , ভাই। :-B

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৮

বাকপ্রবাস বলেছেন: ছেলেটা রাজের কিনা আমার সন্দেহ আছে, বাচ্চা চলে আসাতে তাড়াহুড়ো করে বিয়ে করে থাকতে পারে, ছেলের একটা পরিচয় হল, পরী আবার ঘাটেঘাটে জল খাবে। রাজ কেন বিয়ে করতে বাধ্য হল সেটা অবশ্য বুঝতে পারছিনা

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:১৮

করুণাধারা বলেছেন: একটা বাচ্চা বেড়ে উঠবে অবাঞ্ছিত হিসাবে। খুবই দুঃখজনক।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: একটা শিশু অনেক বড় ব্যাপার।
শিশুদের কোনো দোষ নেই। শিশুরা হচ্ছে স্বছ পবিত্র আনন্দ। যারা পাপ করে, মজা নেয় তাঁরা এক ধরনের ঘোরের মধ্যে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.