নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কারণ আমার বাবা তামিম ইকবাল না

২৫ শে মার্চ, ২০২৫ দুপুর ২:০২

দুঃখের বিষয় আমার বাবা তামিম ইকবাল ছিলো না। হার্ট এ্যাটাকের পর যখন চট্টগ্রাম হাটহাজারীর মেডিক্যাল ‌থেকে তাকে চট্টগ্রাম শহরে নিয়ে যেতে হবে বলা হলো, তখন তিনি বড়দি‌ঘী পাড়ের জ্যামে ‌আটকে গেছেন। অ্যাম্বুলেন্স ঘুরিয়ে দিয়ে আশেপাশের কোন হাসপাতালের খোঁজ করছিলাম।

ফতেয়াবাদ ক্লিনিকে গেলাম। তারা বললো শহরে নিয়ে যেতে হবে। আবারো গাড়ি ঘুরালাম। আবারো জ্যামে আটকে গেলাম। আমি লাফ দিয়ে নেমে, জ্যাম ছুটানোর চেষ্টা করলাম। কে কার ক‌থা শুনে ‌। আমার বাবা তো ‌আর সবার বাবা না!

তৎক্ষণে বাবার হাত পা সোজা হ‌য়ে গিয়েছে। শুধু জানা দরকার, উনি সত্যি মারা গেছেন কি না। আবারো গাড়ি ব্যাক করে চৌধুরী হাট আরেকটা হাসপাতালে নিয়ে গেলাম। বাবা অ্যাম্বুলেন্সে শুয়ে আছে। মারা গেছে ভেবে ওরা হাসপাতালেও ঢুকালো না। বললো, চিটাগং মেডিক্যাল নিয়ে যান।

আমি আমারো গাড়ি ঘুরাতে বললাম। আবারো সামনে এগিয়ে দেখি সেই বড়দিঘি পাড়ের জ্যাম। ইচ্ছে হলো, বাবাকে কাঁধে করে নি‌য়ে সামনে এগুতে। সেটা সম্ভব না ‌। ‌আমাদের বাবারা তো আর ভিআইপি না।

আবারও গাড়ি ঘুরালাম। পাশে এলাকার মামা বসে ছিলো। তাকে বললাম, বাবা কি মারা গেছে? সে বললো, পালস্ তো নেই মনে হচ্ছে।

মারা গেছে কি না এটা শিওর হতে পথে প‌থে মেডিক্যাল খুঁজছি। চোখে কোন জল নেই। দরকার একটি মেডিক্যাল যেখানে বাবাকে অন্তত চেক্ করে বলবে, উনি ‌আছে কিংবা নেই।

দুই ঘন্টা হয়ে গেলো, কেউ বাবাকে রিসিভ করতে রাজি হ‌য়নি। শেষ পর্যন্ত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে গেলাম। ‌খুবই ছোট একটি হাসপাতাল। বাসার অনেকটা কাছে। কিন্তু কখনো যাওয়া হয়নি ।

সেখানে এমআর করে অনেক লতা পাতা পেঁচিয়ে ওনারা ডিক্লার করলো, বাবা আর আমাদের মাঝে নেই।

হয়তো আজ আপনার বাবা আছে। উনিও একটি তামিমের মতো স্ট্রোক করে মারা যেতে পারে। আমার লেখার ক'সম, কোন মেডিক্যাল, ডাক্তার, নার্স আপনাকে চিনবেও না।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০২৫ দুপুর ২:৪২

নতুন বলেছেন: আপনার বাবার মাগফিরাত কামনা করছি।

দেশের মানুষের এইটুকু বোধ আশা উচিত যে এম্বুলেন্সকে অবশ্যই পথ ছেড়ে দিতে হবে।

এটা আইন করা উচিত। সচেতনতা বাড়ানো উচিত।

২| ২৫ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:৪১

সৈয়দ কুতুব বলেছেন: আপনার বারবার মাগফিরাত কামনা করছি। আপনিও চিটাগাং এর ! সব জায়গায় আমাদের দাপট । :>

৩| ২৬ শে মার্চ, ২০২৫ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: এজন্যই মানুষ ক্ষমতা আর টাকার পেছনে ছোটে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.