![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই দিন মে দিবস হবে সফল যে দিন একজন শ্রমিক হাঁসিমুখে বলবে আমি গর্বিত আমি শ্রমিক।
.
যে শ্রমিকরা Made in Bangladesh কে সারা বিশ্বে গর্বিত করেছে আমরাই তাদের অবহেলার চোখে দেখি।
.
যে শ্রমিকরা বিদেশ থেকে নিয়মিত টাকা পাঠিয়ে আমাদের অর্থনীতিকে সচল করে রেখেছে আমরা তাঁদের জন্য কি করতে পেরেছি?
.
আজও শ্রমিকরা সময় মতো বেতন পায় না। আর যখন বেতনের দাবিতে রাস্তায় নামে তখন তাদের গুলি আর লাঠি চার্য করা হয়।
.
আজো হাজারো শ্রমিকের চুলায় চালহীন পানি ফুঁটে।
.
কারন সবাইতো আর রানা প্লাজার রেশমা না।
.
আমি সেই দিনের অপেক্ষায় যেদিন একজন শ্রমিক হাঁসিমুখে বলবে আমি গর্বিত আমি শ্রমিক
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৬ দুপুর ১২:৪৯
সোজোন বাদিয়া বলেছেন: "আমি সেই দিনের অপেক্ষায় যেদিন একজন শ্রমিক হাঁসিমুখে বলবে আমি গর্বিত আমি শ্রমিক " -মে দিবসের সালাম ।