নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি জাগ্রত বিবেক কোটি প্রশ্নের জন্মদাতা

আবদুর রহমান নাঈম

একটি জাগ্রত বিবেক কোটি প্রশ্নের জন্মদাতা

আবদুর রহমান নাঈম › বিস্তারিত পোস্টঃ

গুলশান হামলা।

০২ রা জুলাই, ২০১৬ সকাল ১০:৪২

গুলশান ২,৭৯নম্বর সড়ক।হলি আর্টিজান বেকারি রেস্টুরেন্ট। পুলিশ সহ নিহত ২৪,জীবিত উদ্ধার ১২।
..
আসুন কাহিনিটা একটু zoom করি।
হামলার দায় স্বীকার করেছে আইএস ও আল কায়দা।আইএস আর আল কায়দা যদি হামলা করে থাকে তাহলে জেএমবি নেতার মুক্তি দাবি করছিল কেন??
এটাতো আবুলের ছেলে হয়ে বাবুলকে বাবা ডাকার মতো।
..
জঙ্গিরা বলেছিল ইসলামকে প্রতিষ্ঠার জন্য তাদের এই অভিযানকে স্বীকৃতি দিতে হবে।৯০ভাগ মুসলিম দেশে তাদের কি ইসলাম প্রতিষ্ঠা???ইসলামতো রক্ত নিয়ে প্রতিষ্ঠার ধর্ম নয়।ইসলামতো শান্তি প্রতিষ্ঠার ধর্ম।সো ডাল মে কুচ কালা হে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:১৯

ভ্রান্ত বিলাস বলেছেন: কি ইসলাম প্রতিষ্ঠা চায় এইডা এহনো বুজেন না! ভালো। কিন্তু ঐ ইসলাম প্রতিষ্ঠায় ব্লগাইতে পারবা না। বুঝাগেছে?

২| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:০৬

বাংলার জামিনদার বলেছেন: ইহা সহি ইসলাম নয়, ইসলাম ইহা সমর্থন করেনা। যেই সব মোনাফেক এইসব কথা বলে জংগীদের কুকাম যায়েজ করার চেষ্টা করে, সবার আগে তাদের পিঠের চামড়া তোলা উচিৎ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.