নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি জাগ্রত বিবেক কোটি প্রশ্নের জন্মদাতা

আবদুর রহমান নাঈম

একটি জাগ্রত বিবেক কোটি প্রশ্নের জন্মদাতা

আবদুর রহমান নাঈম › বিস্তারিত পোস্টঃ

কোন পথে তরুন-তরুনীরা????

২৬ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

বিকেলে হাঁটতে বের হয়ে কিছু সময়ের জন্য মনে হচ্ছিল আজ ভালোবাসা দিবস।
..
পান্জাবী পরা তরুনের পাশে লাল-সবুজ শাড়ি পরা তরুনির হাতে হাত রেখে পথচলা।রিকশায় একটু দুষ্টমি কিন্তু মন্দ নয়।লেকের পাড়ে পার্কের চিপায় একটু পান্চিং পুন্চিং হলে সমস্যা কি????
..
আমরা পারি ভাই সত্যিই পারি।কোন উপলক্ষ পেলেই প্রকাশ্যে অপ্রকাশ্যে পরিবেশকে অশ্লিলতায় ভারি করে তুলতে।
..
বাতাসে অশ্লিলতার গন্ধ নিতে খুব খারাপ লাগে।অশ্লিলতার গন্ধ আমার অসহ্য লাগলেও অনেক মেয়ের পেট ভারি হয়ে বুমি করার উপক্রম হয়।যাক ঐ দিকে না হয় না ই গেলাম।
..
সারাদিন অশ্লিলতায় মেতে উঠা এমন হাজারো পাঠক ভাবছেন উনার মনে হয় গার্লফ্রেন্ড নাই তাই এমন বলছেন।ধারনাটা ভুল আমিও প্রেমিক তবে আপনাদের মতো অশ্লিল প্রেমিক নই।
..
ভালোবাসুন অশ্লিলতাকে নয়, মনকে।দেহ নয় মনটাই প্রাধান্য পাক প্রতিটি ভালোবাসায়।
..
কার কাছে বলছি দুঃখের কথা,
সব সালা এক সুঁতোয় গাঁথা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৩

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: হাই স্কুলের বাচ্চাদেরকেও আজকাল রাস্তাঘাটে রোমানস করতে দেখা যায়। সামনে অবস্হা আরো খারাপ হবে।

২| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৯

শুজা উদ্দিন বলেছেন: হা হা হা , স্বাধীনতার মজা নিচ্ছে আরকি।
আপনারা সেকেলে হয়ে গেছেন, ওরা আধুনিক সভ্য।
এমন অবস্থা সারা দেশে ছড়িয়ে দেয়ার জন্যি প্রাথমিক শিক্ষায়ও বহুমুখী দৈহিক শিক্ষা জুড়ে দেয়া হয়েছে

৩| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩১

জাহান শেখ বলেছেন: ভালোবাসার মত লেখাতেও শালীনতা থাকা জরুরী নয় কি?

৪| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১১:০১

টারজান০০০০৭ বলেছেন: সরকার বাহাদুর বাল্য বিবাহ নিষিদ্ধ করিয়াছেন , পরিবার ও সমাজ নিজের পায়ে না দাড়াইলে বিবাহ দেয়না , কিন্তু পতাকা তো বইসা থাকে না , জাতীয় সংগীত শুনিয়া তাই..................
এসব নিয়া বেশি চিন্তা করিলে আপনারটাও......................... :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.