নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাধারণ একজন মানুষ। আমার ইচ্ছে করে একটা সুন্দর স্বপ্নের বাংলাদেশের ছবি আঁকতে, পাখির মতো উড়তে আবার কখনও রেলস্টেশনের মেঝেতে শুয়ে থাকা মানুষটি হতে। কখনও ইচ্ছে করে কোন যুদ্ধ বিদ্ধস্ত নগরীতে শান্তির যোদ্ধা হতে। ভাল লাগে একা থাকতে।

অভিরাম কর্মকার

আমি হলাম তারকাঁটা, নই রক্তজবা ফুল //// আমি সেই পথের মাঝে, তুই করবি যেথায় ভুল।।

অভিরাম কর্মকার › বিস্তারিত পোস্টঃ

মাই লাইফ

২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৮


সবসময় একা একাই ছুটে চলেছি ছোটবেলা থেকে।
কখনো আশাও থাকতো না যে কেউ আমার পথ চলার সাথী হবে।
তারপরও জীবন থেমে থাকেনি, থেমে থাকবেও না।

অনেক স্বপ্ন ছিল, সব পূরণ হয়নি।
আশাগুলোও ধুলোবালি হয়ে গেছে।
তারপরও জীবন থেমে থাকেনি, থেমে থাকবেও না।

আলো বিহীন পথ খুব ভয় পেতাম, ভাবতাম কোন এক তীব্র ঝড় এই বুঝি থামিয়ে দিবে আমার পথচলা।
আজ আলোর কোন দেখাই পাই না।
ফিকে হয়ে যাওয়া দিনের আলো রুপ নেয় সন্ধ্যায়।
তারপরও জীবন থেমে থাকেনি, থেমে থাকবেও না।

জীবন তরীর আজ কোন গন্তব্য নেই, তবুও বয়ে বেড়ায় কোন স্বপ্নবিলাস পুরে যাওয়ার আকাংক্ষা।
বন্ধু, স্বপ্ন আর আলো বিহীন পথ আজ আমার চিরচেনা।
জন্ম থেকে জ্বলে যাওয়াই বুঝি আমার জীবনের সার্থকতা।

“তবুও”

অতীতের ভেলা ভাসিয়ে দিয়ে আকড়ে ধরবো ভবিষ্যতের ভেলা, এই প্রত্যাশায় আমার ছুটে চলা।।

// তারপরও //
“স্বপ্ন দেখে যাই বাস্তবতার নিরিখে
পথ খুঁজে যাই মনের খেয়ালে
আর জীবন তরী সাজাই
জোঁনাকির আলোতে”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.