![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম তারকাঁটা, নই রক্তজবা ফুল //// আমি সেই পথের মাঝে, তুই করবি যেথায় ভুল।।
তোর স্বপ্ন ঘিরে থাকি
তোর রৌদ্র স্নানের সাথি
তোর মেঘের ভাজে মন
একটা গল্প বলি শোন ৷৷
আমি সব থেকে আপন
রংধনুর সাত রংয়ে
তোর কন্ঠেই কথা কই
তোর ঠোটের কোণে রই ৷৷
তোর কপালের ওই চাঁদ
আর রাতের জোঁনাকি
তোর নীল রং বিষন্নতা
আমি কাটাতে জানি ৷৷
তোরে ঘিরে রবো আমি
তোর প্রতিটি ক্ষণে
আমার অন্ধকারের মন
আলোকিত তোর রংয়ে ৷৷
আমি হারাবো যেদিন
তোর স্পর্শের ওই হাত
আমি হারাবো সেদিন
আমার সকাল বিকাল রাত ৷৷
©somewhere in net ltd.