নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাধারণ একজন মানুষ। আমার ইচ্ছে করে একটা সুন্দর স্বপ্নের বাংলাদেশের ছবি আঁকতে, পাখির মতো উড়তে আবার কখনও রেলস্টেশনের মেঝেতে শুয়ে থাকা মানুষটি হতে। কখনও ইচ্ছে করে কোন যুদ্ধ বিদ্ধস্ত নগরীতে শান্তির যোদ্ধা হতে। ভাল লাগে একা থাকতে।

অভিরাম কর্মকার

আমি হলাম তারকাঁটা, নই রক্তজবা ফুল //// আমি সেই পথের মাঝে, তুই করবি যেথায় ভুল।।

অভিরাম কর্মকার › বিস্তারিত পোস্টঃ

মানব সম্পর্ক

২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৬


কল্পনার নীলচে সাদা মেঘের সাথে উড়ে চলছি অজানায়। উড়ছি জীবনের অর্থটা নিজের মতো করে তৈরি করে নিতেই। পিছুটানকে পিছনে ফেলে হারাচ্ছি নিজের মতো করে। কারন আমার গন্তব্য আমার জানা।

মায়ার টান বেঁধে রাখতে চায়। আটকে রেখে, থামিয়ে দিতে চায় আমার পথচলা। আমি জানি মায়ার টানের জীবন্ত আত্মাগুলো বিশ্বাসঘাতক হয়৷তাই আমি থমকে দাঁড়াই না।

মদের বোতলের ছিপি আর সিগারেটের মায়ার টান নকল নয়। কল্পনার জগতের সব থেকে আপনজন এরাই হয়। তাই আমি এদের আকড়ে ধরি, ছুটে চলি আমার গন্তব্যে।

সুক্ষ অভিনয় দিয়ে ঘেরা মায়ার সম্পর্কগুলোও আমার সাথে ভাসতে থাকে। ভাসমান এই সম্পর্কগুলো আমার কল্পনার মতই। এই সম্পর্কগুলো ঘিরেই আমরা বেচেঁ থাকি। এগুলো স্বার্থপরের মতই কাজ শেষ হলে হারিয়ে যায়।

নিছক মায়ার সম্পর্কগুলো স্মৃতি রেখে যায়। অভ্যস্ত এ রাস্তায় আমি কষ্ট পাই না। কাপুরূষের মতো কাঁদি না। কারন আমি জানি হারানোটা এ জগতেরই নিয়ম।

লাগামহীন কল্পনার এই পথেই আমি নির্লজ্জের মতো আবারো আকড়ে ধরি কারো হাত। তৈরি করি হাজারো স্মৃতি। ভাসমান সম্পর্কের দিকে তাকিয়ে শুধু এরা হাসতে থাকে।

আমার মৃত্যু নামক গন্তব্যে শুধু এই অবক্ষয় স্মৃতিগুলোই টিকে রয়। বাকি সবই নতুন নতুন হাত খুঁজে নিতে থাকে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.