![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম তারকাঁটা, নই রক্তজবা ফুল //// আমি সেই পথের মাঝে, তুই করবি যেথায় ভুল।।
ভালোবাসাটাই শুরু হয় আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে। এই আকাশের খেলা খুব আজব রকমের। কষ্টের আকাশ পারি দেয়ার সামর্থ্যই সুখের আকাশ দেখা। এ আকাশ ছোঁয়া অধরাই থেকে যায়, যদি উপলব্ধিটাই বিলীন হয়ে যায়।।
নীল আকাশ আর জোঁনাকি সন্ধ্যার অলংকার। এই অলংকারগুলো ওর খুব শখের, আর আমার চিরচেনা। শখগুলো ওর স্বপ্নের মতো। ওর এই স্বপ্নগুলো নীল আকাশ ছুয়ে মাটিতে নেমে আসে, জোঁনাক ধরবে বলে। ও আমায় পাশে চায়, ওর স্বপ্ন পূরনের আশায়। আমি হাত বাড়িয়ে দেই, আমার হাত ওর হাত ছুঁয়ে কেঁপে উঠে, আমি চোঁখ বুঝে স্তব্ধ হয়ে যাই। আমি অনুভব করি, আমি স্পর্শ করি আমার ভালোবাসার আকাশ।।
ক্ষণিকের জন্যে স্তব্ধ হয়ে যায় চারপাশ। ওর চোখের আকাশ বেয়ে নেমে আসে বৃষ্টি। আমি ওর আকাশে তাকাই। ওর বৃষ্টিতে হাত ভিজাই। আমি অনুভব করি, আমি স্পর্শ করি ওর ভালবাসার আকাশ।।
ও তাকিয়ে থাকে অপলক দৃষ্টিতে। আমার আকাশ ঘুমিয়ে পড়তে চায়। আমি চোখ বন্ধ করে অনুভব করি, স্পর্শ করি আমাদের ভিতরের আকাশ।।
ভালোবাসার আকাশগুলো দেখা যায় না। উপরে দাড়িয়ে থাকা আকাশের মত এ আকাশ সবার জন্যে সমান হয় না।।
২| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৩
অভিরাম কর্মকার বলেছেন: Thanks #sumon_kar
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৩
সুমন কর বলেছেন: অনুভূতির সুন্দর প্রকাশ।
লেখায় ভালো লাগা।