নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাধারণ একজন মানুষ। আমার ইচ্ছে করে একটা সুন্দর স্বপ্নের বাংলাদেশের ছবি আঁকতে, পাখির মতো উড়তে আবার কখনও রেলস্টেশনের মেঝেতে শুয়ে থাকা মানুষটি হতে। কখনও ইচ্ছে করে কোন যুদ্ধ বিদ্ধস্ত নগরীতে শান্তির যোদ্ধা হতে। ভাল লাগে একা থাকতে।

অভিরাম কর্মকার

আমি হলাম তারকাঁটা, নই রক্তজবা ফুল //// আমি সেই পথের মাঝে, তুই করবি যেথায় ভুল।।

অভিরাম কর্মকার › বিস্তারিত পোস্টঃ

বাস্তবতা

২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৫


অপেক্ষার ফল মধুর আর বিস্বাদ দুইটিই হয়। মধুর সময়টা দুজনেরই হয় কিন্তু বিস্বাদটা,, কষ্টটা?

অপেক্ষার কষ্টটা সেই বুঝে যে অপেক্ষা করে। আর যদি অপর পাশের মানুষটা আপনার দুর্বলতা বুঝতে পারে তাহলে এ সীমাহীন কষ্ট সহ্য করার ক্ষমতা চিৎকার করে কাঁদলেও শেষ হয় না।

কাউকে কখনো নিজের দুর্বলতা বুঝতে দেয়া উচিত না। তাহলে মানুষ নামের এই সার্থপর জীবগুলো সারাজীবন আপনাকে কাঁদিয়ে যাবে।

বিশ্বাস থেকেই এই কষ্ট নামক যন্ত্রণাটার শুরু। যেখানে যত বেশি বিশ্বাস সেখানে ততো বেশি কষ্ট। এই বিশ্বাসই ভালোবাসার প্রথম ধাপ। কারো প্রতি বিশ্বাস যদি সীমাহীন হয়ে যায় তাহলে তার থেকে পাওয়া আঘাতটাও সহ্য ক্ষমতার বাইরে চলে যায়। আর এটা বুঝার ক্ষমতা ওই পাশের মানুষটার কোনদিনই হয় না কারণ সে হতে দেয় না।

কষ্টগুলোকে ক্ষনিক সময়ের করে নেয়াই ভাল। তাহলেই সুখগুলো দীর্ঘস্হায়ী হবে। বারবার কাঁদার চেয়ে একবারে কেঁদে কষ্টগুলো ধুয়ে ফেলাই বুদ্ধিমানের কাজ। দুর্বল চিত্তের মানুষরা ভাবে এই বুঝি শেষ অথচ তারা এটা বুঝতে চায়না ওই পাশের মানুষটির সার্থপরতা কেবলই শুরু।

গোলাকার এই পৃথিবীতে সবকিছুই চক্রাকারে ঘুরতে থাকে। অপরকে দেয়া কষ্টগুলো একইভাবে নিজের কাছেও ফিরে আসে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.