![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম তারকাঁটা, নই রক্তজবা ফুল //// আমি সেই পথের মাঝে, তুই করবি যেথায় ভুল।।
আমি দেখতে কালো ময়না
তাই ভেঙে ছিলাম আয়না
আমার সুখ কপালে সয়না
আমার চোখ জীবন্ত ঝরণা
আমি বৃষ্টি দেখলে কান্না বেড়ে যায়।।।
আমি চোখ কাজলে ঢাকি
আমি দেয়াল জাপটে বাঁচি
আমি অন্ধকারে থাকি
আমি স্বপ্ন চোখে আঁকি
তারে পূর্ণতা দেই আকাশ মেঘের পরে।।।
আমি মানুষ হয়েও জড়
আমি হইনা কভু বড়
আমার আলো দেখা মানা
ওই নীল পাখির গান শুনা
আমি বন্দি ঘরেই দেয়াল হয়ে রই।।
©somewhere in net ltd.