![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম তারকাঁটা, নই রক্তজবা ফুল //// আমি সেই পথের মাঝে, তুই করবি যেথায় ভুল।।
""তোমার ২২ তম জন্মদিন জীবন্ত থাকুক আমার মৃত্যু অবধি এই কামনায়""
বৃষ্টির জলের স্পর্শের অনুভবটা আজ তোমায় দিলাম, আমার ঠোঁটের স্পর্শে।।
আমার মেঘলা আকাশের মেঘ আজ পুরোটাই দিলাম, তোমার কাজল রেখা করে।।
তোমার হাসি হোক অমলিন, এই কামনায়,
শুভ জন্মদিন তোমায়।।
ফিরে আসুক বারবার, তোমার চোখ রাঙ্গানী সুখ
আর গাল ফোলানো ভাব
আমার আঙ্গিনায়, এই কামনায়,
শুভ জন্মদিন তোমায়।।।
যদি নাই বা হাসে তারারা, কোন মেঘলা আকাশে
যদি নাই বা জ্বলে জোঁনাকিরা, ভর করা অভিমানে
তবুও ফিরে আসুক বারবার, এই দিনটি তোমার
আমার আঙ্গিনায়, এই কামনায়,
শুভ জন্মদিন তোমায়।।।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৫১
Nazrul TheBrownFish বলেছেন: আমাকে অনুসরন করুন আমিও আপনাকে অনুসরন করছি