![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"বিদেশী সংস্কৃতির আগ্রাসন, নানা প্রতিকূলতা ও অনিশ্চয়তা থেকে টেলিভিশনের নাটকে শিল্পকে রক্ষা করতে পাঁচ দফা দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন তারা।"
নিউজটা প্রথম পাতায় আসতে পারতো কিন্তু বিনোদন পাতায় দেখে মর্মাহত হয়েছি। নাট্য জগতের নিউজ হলেই সেটা বিনোদন হয় না, বর্তমান আন্দোলনের সাথে জাতীয় স্বার্থ জড়িত। এ বিষয়টিকে যথেষ্ট গুরুত্তের সাথে নেওয়া উচিত। স্টার জলসার নাটককে কেন্দ্র করে আত্মহত্যা, বউ পেটানো, পারিবারিক কোলহ ইত্যাদি খবর এসব পত্রিকা গুলতেই আনেক এসেছে। নাট্য শিল্পীদের এ আন্দোলন পেটে লাথি পড়ার কারনে হোক অন্য যে কারনেই হোক না কেন আখেরে দেশের লাভ। দেশের সংস্কৃতিই রক্ষা পাবে।
কিন্তু, হতাশ হয়েছি যখন রাতে টিভি নিউজে শহীদ মিনার চত্তরে প্রতিবাদ সভার চলচিত্র দেখলাম। বিদেশী সংস্কৃতির আগ্রাসন ঠেকাতে গানে গানে প্রতিবাদ চলছে। চঞ্চল চৌধুরী গাইছেন ভুপেন হাজারিকার "মেঘ থম থম করে ...." আরো দেখা গেল রবিন্দ্র সংগীত গাইতে।
তো বাংলা হইলেই যদি নিজস্ব সংস্কৃতি হয়, রবিন্দ্রনাথ বা ভুপেনে যদি সমস্যা না থাকে তবে স্টার জলসা নিয়া চুল্কায়ে লাভ নাই। নিউজ বিনোদন পাতাতেই যাক।
বিদেশী সংস্কৃতির আগ্রাসন ঠেকানোর আন্দোলন ....বিনোদন ! ....বিনোদন !!....বিনোদন !!!
০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৩
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: অনেক দিনের স্বভাব, বদলাতে সময় লাগবে। তবু বোধোদয় হেয়েছে এইটুকুই আশা। তাদের আন্দোলনের সাফল্য কামনা করি।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সারভাইভাল অব দ্যা ফিটেষ্ট।
০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৬
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: এখন পেটে লাথি পড়তে যাচ্ছে নিজেদেরকে ফিটেস্ট করে তোলার চেষ্টা করলে বেঁচে যাবে অন্যথায় রাস্তা মাপতে হবে ।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৩
শূণ্য পুরাণ বলেছেন: ফালতু অান্দোলন।ডাবিং অাগেও হয়েছে এখন হচ্ছে,অাগে সমস্যা হয় নি এখন হচ্ছে কেন? ইত্যাদি ম্যাগাজিন অনুষ্ঠানের দর্শক নিয়ে ভাবতে হয় না,দর্শক ইত্যাদি নিয়ে ভাবে। মানসম্মত হলে টিকে থাকবে তারা, বিপরীত হলে রাস্তা মাপতে হবে।
০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৯
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: দেশী সংস্কৃতি/বিদেশি সংস্কৃতি এগুলা অজুহাত। আসল কথা পেটে লাথি পড়তে যাচ্ছে।
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৫
ভ্রমরের ডানা বলেছেন:
বিদেশি সংস্কৃতি বলতে কি হিন্দি বা ইংরেজি সংস্কৃতি বুঝিয়েছে নাকি? মানে এপার ওপার ওকে বাট ওগুলো মাইনাস।
যাকগে আমার কথা হল মানসম্মত হলেই হয়।