নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ami Abir

পরে সময় করে কিছু লিখব

Ami Abir › বিস্তারিত পোস্টঃ

||| ভিনগ্রহের ভালবাসা |||

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

উদাস মনে বাগানে হাটছিলাম, হঠাৎ মনে হল কেউ আমাকে ডাকছে, অথচ এদিকওদিক ঘুরে কাউকে দেখলাম না। এমন সময় আবারও ডাকল এবার লক্ষ করলাম আমার সামনে অচেনা খুব সুন্দর একটি ফুল পরে আছে ওই ডাকছে। আমি বললাম আমাকে ডাকছ? ফুলটি বলল হ্যা! আমাকে চিনো? আমি লজ্জিত কণ্ঠে বললাম না! ফুলটি তখন বলল আমি হলাম ভালবাসায় পরাজিতা এক হতভাগা যে নিজের ভালবাসার মানুষটিকে বাঁচাতে পারেনি। আমরা দুজন দুজনকে খুব ভালবাসতাম, কিন্তু আমাদের ভালবাসা কেউ মেনে নেয়নি। ওরা আমার ভালবাসার ছেলেটিকে খুব মারল অথচ আমি বাধা দিতে পারিনি কেননা ওরা আমাকেও আটকে রেখেছিল। ওরা অনেক চেষ্টা করল আমাদেরকে আমাদের ভালবাসা থেকে আলাদা করতে কিন্তু কোনভাবেই পারলনা। তখন আমাদেরকে বের করে দেয়া হল আমাদের গ্রহ থেকে এবং ছুড়ে ফেলা হল অন্য গ্রহে। আমি বললাম তোমাদের গ্রহ কোথায়? তোমাদের গ্রহের সবাই দেখতে কি তোমার মতোই? ও বলল আমাদের গ্রহ তোমাদের পৃথিবী থেকে অনেক দুরে এবং আমাদের গ্রহের অধিবাসীরা দেখতে আমার মতোই। তখন বুঝলাম আমি এতক্ষণ যাকে ফুল মনে করছিলাম ও আসলে ফুল নয় অন্য গ্রহের প্রাণী তবে দেখতে ফুলের চেয়েও বেশি সুন্দর। আমি বললাম তারপর কি হল? ও বলল আমাদের ছুড়ে ফেলার পর আমরা তোমাদের পৃথিবীতে এসে পরি। কিন্তু আমার ভালবাসার মানুষটি ওদের অত্যাচারে খুব অসুস্থ হয়ে পরেছিল। ওর পাশে বসে কাঁদা ছাড়া আমার আর কোন উপায় রইলনা কেননা আমি এখানকার কিছুই চিনিনা। এমন সময় তুমি এসে ওকে মেরে ফেললে, এখন আমার বেঁচে থেকেও কোন লাভ নেই। এমন সময় পায়ের নিচে কিছুর অস্তিত্ব টের পেলাম পা সরিয়ে চেয়ে দেখি ওর মত হুবহু আরেকটা ফুল ঠিক ফুল নয় তার চেয়েও বেশি সুন্দর। আমি ওর কাছে ক্ষমা চাওয়ার জন্য তাকালাম কিন্তু চেয়ে দেখি ইতিমধ্যে অধিক শোকে ও মারা গেছে। নিজেকে খুব নিষ্ঠুর মনে হল, এভাবে একটি পবিত্র ভালবাসাকে মুহুর্তের মাঝে নিজের অজান্তেই হত্যা করে ফেললাম। ব্যথিত মনে ওদের দিকে চেয়ে রইলাম। আমার চোখের সামনে ওদের দেহ উজ্জ্বল হয়ে গেল এবং আস্তে আস্তে উপরে উঠতে লাগলো। একসময় দূর আকাশের তারকারাজির মাঝে হারিয়ে গেল। অশ্রুতে আমার চোখ ঝাপসা হয়ে গেল আর কিছুই দেখতে পেলামনা।

-Foysal Hosain Abir

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.