![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট্ট বোনটা হঠাৎ করেই যেন বড় হয়ে গেল আজ ও চলে গেছে ওর স্বামীর বাড়ি কেমন যেন খালি খালি লাগছে ঘরটা, আর কখনোই আমার সাথে কেউ রাগ করবেনা বলবেনা "ভাইয়া তুমি আমার সাথে কথা বলবানা"।
আজ ঘরটা কেমন যেন শুন্য হয়ে আছে খুব বেশি নীরব, ভয়ংকর নীরব। মা'র মনটাও কেমন যেন হয়ে আছে। জানিনা আমার বোনটা ওখানে কেমন থাকবে, তবে ওর স্বামী খুব ভালো আশাকরি ওকে কষ্টে রাখবেনা।
আমি নিজেও বুঝতাম না ওকে এতটা ভালবাসতাম, আজ ও চলে যাওয়ায় বুঝতেছি ওকে কতটা ভালবাসি।
আমার ছোট্ট বোনটা যদি কখনো তোকে কোন কষ্ট দিয়ে থাকি ক্ষমা করে দিস। আর আমি তোর জন্য দোয়া করি আল্লাহ তোকে যেন সুখে রাখে।
©somewhere in net ltd.