![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
||| টাইম মেশিনে করে সময় পাড়ি দেয়া কি আদৌ সম্ভব? |||
চলুন দেখি সাধারণ যুক্তি কি বলে...
টাইম ট্রাভল করে কেউ কি কখনো অতীত কিংবা ভবিষ্যতে যেতে পারে? সময়তো শুধু সামনের দিকেই এগোয়, অতীতে যাওয়া সম্ভব নয়। বর্তমানে অনেক বিজ্ঞানিই এখন সেটা বলছেন। তাদের বক্তব্য হলো অতীতে যাওয়া সম্ভব নয় তবে ভবিষ্যতে যাওয়া যাবে। কিন্তু ভবিষ্যতেই বা যাবে কিভাবে।
ধরুন, ঢাকায় আমার এক বন্ধু ১ তারিখ সকাল ৮টা বাজে খেতে বসেছে এবং আরেক বন্ধু একই সময়ে চাটগামে খেতে বসেছে, তাদের খাওয়া শেষ হবে ১৫ মিনিট পর। এবং ঠিক এমন সময়ে আমি ঢাকা থেকে চাটগামে সাইকেলে গেলে পৌছবো ৪ তারিখ সকাল ৮টা বাজে, সেটা সাইকেলের চেয়ে দ্রুত বাইকে গেলে পৌছব ৩ তারিখ সকাল ৮টা বাজে আবার বাইকের চেয়েও দ্রুত রেলে গেলে পৌছবো ২ তারিখ সকাল ৮টা বাজে, এখন এর চেয়েও দ্রুত বিমানে গেলে পৌছবো ১ আরিখ ৮টা ১৫ মিনিটে। অর্থাৎ সবচেয়ে দ্রুত পৌছবো বিমানে গেলে। এতে করে আমার সময় লাগবে ১৫ মিনিট। আমি যদি সাইকেলে যেতাম তাহলে ওই সময়ে তারা উভয়েরই চতূর্থদিনের খাবার খাওয়ার সময় পৌছব আবার বাইকে গেলে তৃতীয়দিনের খাবার খাওয়ার সময় পৌছব আর রেলে গেলে দ্বিতীয়দিনের খাবার খাওয়ার সময় পৌছব। আর যদি বিমানে যাই তাহলে তাদের উভয়েরই খাবার খাওয়ার শেষ সময়ে অর্থাৎ ১৫মিনিট পর পৌছব। কিন্তু ধরুন, যদি টাইম মেশিনে করে আমি রওয়ানা দেই তাহলে আমি ঢাকা থেকে চাটগামে ৩ দিন ভবিষ্যতে গিয়ে পৌছব অর্থাৎ আমার ঢাকার বন্ধু প্রথম দিনের খাবার খাওয়ার সময়ে রওয়ানা দিলে আমি আমার চাটগামের বন্ধুর কাছে এমন সময়ে পৌছব যে আমার ঢাকার বন্ধু প্রথম দিনের খাবার ঠিক-ই খাচ্ছে কিন্তু আমার চাটগামের বন্ধু খাচ্ছে তৃতীয়দিনের খাবার। কিন্তু এটা কি করে সম্ভব যেখানে তারা দুজনেই একসাথে খাবার খাওয়া শুরু করল অথচ আমি দেখছি আমার ঢাকার বন্ধু ১ তারিখের খাবার খাচ্ছে অথচ আমার চাটগামের বন্ধু ৩ তারিখের খাবার খাচ্ছে। আর আমি তার সাথে দেখা করলাম আর বললাম দোস্ত ক্যালেণ্ডারের দিকে তাকা, দেখ আজ ৩ তারিখ সকাল ৮টা। আমি টাইম মেশিনে করে ভবিষ্যতে এসে তোর সাথে দেখা করলাম। আর প্রমান স্বরুপ মোবাইলে একটা পিকচার তুলে রাখলাম। এবং আমি আমার ঢাকার বন্ধুকে ফোন দিলাম এখন কল কি ঢুকবে? যদি বলেন ঢুকবে তাহলে কিভাবে সম্ভব যে ৩ তারিখ থেকে ১ তারিখে কল আসলো আর যদি বলেন ঢুকবেনা এটাই বা সম্ভব কিভাবে হবে যে আমি একজনকে কল দিচ্ছি অথচ কল ঢুকছেনা কিন্তু কোন সমস্যাই নেই। তারপর আমার বন্ধুকে বললাম যে আমি আবার আগের যায়গায় ফিরে যাচ্ছি তারপর যথাসময়ে তোর কাছে আসবো। আমি।পিকচারটা নিয়ে টাইম মেশিনে করে আগের যায়গায় ফিরে আসলাম। এসে দেখি সেই ১তারিখ আমার ঢাকার বন্ধু খাবার খাচ্ছে ইতিমধ্যে আমি কিন্তু ভবিষ্যত ঘুরে এসেছি। এখন মোবাই বের করে কি পিকচারটা দেখতে পারবো? যদি পারি তাহলে ভবিষ্যতের জিনিষ কিভাবে আমি বর্তমানে নিয়ে আসলাম আর যদি না দেখি তাহলে আমার পিকচারটা কোথায় গেল ওটাতো আমি একটু আগেই মোবাইলে তুললাম এখন কি নাই হয়ে গেল? এটাইবা কি করে সম্ভব যেটা তুলেছি সেটা থাকবেনা কেন? আচ্ছা তাহলে কি ৩ তারিখেই ওটা পাবো?
এখন আমিতো জানিই যে ভবিষ্যতে আমি আমার বন্ধুর কাছে যাবো। গিয়ে ঠিক উপরুক্ত কথা গুলোইতো বলব তাইনা যে আমি ভবিষ্যত থেকে আসছি ক্যালেণ্ডার দেখ, পিক তুল। তারপর আবার ওর কাছথেকে বিদায় নিয়ে ১ তারিখে ফিরে আসবো এসে দেখব আমার বন্ধু ওই ১তারিখের খাবার খাচ্ছে। তারপর আবার ৩ তারিখে বন্ধুর কাছে যাবো আবার ওগুলোই হবে আবার ১ তারিখেই ফিরে আসবো তাইতো???? তাহলে আমার জীবনটা একটা গোলকধাঁধায় আটকে গেলনা????
অথবা মনে করেন আমি ৩ দিন ভবিষ্যতে যাওয়ার পর আমার বন্ধু আমাকে খুন করে ফেললো এখন আমি কিভাবে ফিরে আসবো? আর যদি ফিরে না আসি তাহলে বাস্তব ৩ তারিখে আমি কিভাবে ওখানে যাবো? আর যদি না যেতে পারি তাহলে কিভাবে আমি মরব? অথচ আমি কিন্তু ৩ তারিখেই আমার বন্ধুর হাতে মারা গেছি।
এটার জবাব কি???
আচ্ছা আবার মাঝে ফিরে যাই আমি আমার বন্ধুর কাছ থেকে ১ তারিখে টাইম মেশিনে করে রওয়ানা দিলাম এসে পৌছলাম ৩ তারিখে এখন আমার বন্ধুকে ফোন দিলাম ও বলল ওখানেও ৩ তারিখ যেটা হওয়াটা স্বাভাবিক। কিন্তু এখন কথা হল আমি এই ৩ দিন কোথায় ছিলাম আমিতো এক মুহুর্ত বা একটা চোখের পলক ফেলতেই ৩ তারিখে এসে পড়লাম অথচ এখানে ৩দিন কেটে গেল তাহলে কি আমার একটা চোখের পলক বা একটা শ্বাস নিতেই ৩ দিন লেগে গেছে? নাকি আমি টাইম মেশিনে করে অন্যকোন রহস্যে আটকে গেছিলাম????
এরই বা জবাব কি????
টাইম মেশিন নিয়ে আমার একথা গুলো খুবই সাধারণ অনেকে অনেক বিষয় তুলতে পারেন। আপনারা বলুন আমি পরবর্তি অংশে তার সমাধানও দেয়ার চেষ্টা করব।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫
Ami Abir বলেছেন: সমাধানটা আগামী পর্বে দিব ইনশা আল্লাহ। তবে আসল কথা হচ্ছে ভীনগ্রহে যাওয়া সম্ভব হলেও টাইম মেশিনে করে সময় পাড়ি দেয়া সম্ভব না।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৭
SRH Robin বলেছেন: পরবর্তী পোষ্টের অপেক্ষায় রইলাম।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭
Ami Abir বলেছেন: হুম, সময় করে বাকিটা লিখে ফেলবো।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৫
রিফাত_হাসান বলেছেন: "সময়তো শুধু সামনের দিকেই এগোয়, অতীতে যাওয়া সম্ভব নয়। বর্তমানে অনেক বিজ্ঞানিই এখন সেটা বলছেন। তাদের বক্তব্য হলো অতীতে যাওয়া সম্ভব নয় তবে ভবিষ্যতে যাওয়া যাবে।"
আপনি টাইম মেশিন দিয়ে ৩ তারিখ চট্টগ্রাম যেতে পারবেন কিন্তু অতীতে অর্থাৎ ১ তারিখ ঢাকায় ফিরে আসতে পারবেন না, কোনদিনও না। আপনাকে হয় ৩ তারিখে থেকে যেতে হবে অথবা টাইম মেশিন দিয়ে আরো পরের কোন তারিখে যেতে হবে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০
Ami Abir বলেছেন: এটাও কিন্তু সম্ভব না, একজন মানুষ সবার সামনে থেকে হারিয়ে যাবে অথচ আর ফিরে আসবেনা কিভাবে সম্ভব আর তখন বুঝবোই বা কিভাবে যে সে ভবিষ্যতে গেছে নাকি পুরো অদৃশ্যই হয়ে গেছে যেমন বারমডা ট্রায়াঙ্গলে হয়ে থাকে।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩
নতুন বলেছেন: টেলিপোটেসন হয়তো সম্ভব হবে কিন্তু টাইমট্রাভেল মনে হয়না সম্ভব...
যদি সম্ভব হতো তবে ভবিশ্যতে অবশ্যই সেই যন্ত্র আবিস্কার হতো এবং কেউ না কেউ তো অতীতে আসতো...
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৪
Ami Abir বলেছেন: ঠিক বলেছেন @নতুন ভাই
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১১
অগ্নি কল্লোল বলেছেন: ভাল লাগল।।
সমাধানটা কি?