নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ami Abir

পরে সময় করে কিছু লিখব

Ami Abir › বিস্তারিত পোস্টঃ

থমকে যাওয়া ট্রেন

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪০

মনটা তেমন ভালো নেই
তাই রেললাইন ধরে হাটছি,
হঠাৎ পা-টা রেললাইনে আটকে গেল,কোনভাবেই বের করতে পারছিনা আশেপাশে বহুদুর পর্যন্ত কেউ নেই সাহায্য করার।

ফেঁসে গেলাম, মরার ইচ্ছা নেই কিন্তু ভাগ্যকে অস্বীকার করা যায়না তাই ভাগ্যকে মেনে নিয়ে চুপ করে ওখানেই বসে পড়লাম।



বহুদূরে থেকে রেলের আওয়াজ আসছে, আরো একবার পা-টা বের করার চেষ্টা করলাম লাভ হলোনা। চিৎকার করতে গিয়েও চুপ হয়ে গেলাম কেউ নেই আশেপাশে, শুধুশুধু মারা যাবার আগে চিৎকার করে কাপুরুষের মতো মারা যাওয়ার কোনো মানে হয়না।

চোখ বন্ধ করে ফেললাম পিছনের স্মৃতিগুলো চোখের সামনে ভেষে উঠল শুনেছিলাম মারা যাবার আগে এমনটা হয়। রেলের আওয়াজ ক্রমশ বাড়ছে... আরো বাড়ছে... ঝকঝক ঝকঝক পো...... ঝকঝক ঝকঝক পো......

একসময় হঠাৎ-ই সবকিছু নীরব হয়ে গেল, সম্ভবত মারা গেছি কারণ রেলের আওয়াজটা আর শোনা যাচ্ছেনা। মনটা খারাপ হয়ে গেল এমন মৃত্যু আমার কাম্য ছিল না, না জানি আমাকে এখন কতটা বিভৎস দেখাচ্ছে। আচ্ছা আমাকে কি বে-ওয়ারিশ দাফন করা হবে-? রেলে মারা পড়লে নাকি এমনটাই হয়।

মনে হল চেহারায় পানির ফোঁটা পড়ল কিন্তু কিভাবে মারা যাওয়ার পর নাকি শুধু চেতনা থাকে এখন দেখি শারীরিক অনুভুতিও আছে। নাকি বেঁচে আছি শংকা নিয়ে চোখটা খুললাম চেয়ে দেখি ট্রেনটা ঠিক আমার পায়ের সামনে দাড়িয়ে আছে আর এক বৃদ্ধ তার লাল গামছা মাথার উপর নেড়ে যাচ্ছে......

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৬

রাজু আহমেদ তন্ময় বলেছেন: যাত্রা অশুভ,,,,,,, ;)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০

Ami Abir বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.