![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Even an ugly truth is better than a beautiful lie....
হাজার বছর আগে মগাস্তান-এর কোনো এক জায়গা...
আমি হাদী। আজ আমাকে দাস হিসাবে খরিদ করলেন মগাস্তানের সবচেয়ে ধনী লোক, বাশার আল মগদাদীয়া। দাস হিসাবে আমার চাহিদা মন্দ ছিলো না, জন্মগত ভাবে পেশিবহুল পেটা শরীর আর কালো চামড়া। বেশ চড়া দাম দিয়েই নিলামে কিনে নিয়েছেন আমার মালিক।
১ বছর পরঃ
আহারে, এইটাই কি জীবন?? হেন কোনো কাজ নাই যে মালিক আমারে দিয়া করায় না। খাটতে খাটতে বুক পিঠ সব এক হয়ে গেলো। রক্ত পানি করা খাটুনির পরেও ঠিক মতন ২ বেলা ভাত দিতে চায় না। হালার বাশার আল মগদাদীয়া, সে নাকি মগাস্তানের সেরা ধনী। ব্যাটার মত কিপটা শয়তান আর একটাও নাইকা দুনিয়ায়।
৫ বছর পরঃ
ইয়া খোদা, তুমি এই বাশার আল মগদাদীয়ার বিচার কইরো। দাস হইয়া জন্মানোই আমার অপরাধ। দিনরাত ঘন্টার পর ঘন্টা খাটা খাটনি করি, আর সামান্য ভুল হলেই চলে চাবুকের পর চাবুক। এইতো গত কাল আমার প্রিয় বন্ধু মাহমুদকে সামান্য ভুলের জন্য শূলে চড়িয়ে মারা হল।
আমরা কি মানুষ না?? মাঝে মাঝে মনে হয় বিদ্রোহ করি, বাশার আল মগদাদীয়ার লাল বাত্তি জ্বালায়া দিই। কিন্তু কি করব। ঘরে আমার বউ বাচ্চা। আমি কিছু করতে গেলে ওদেরকেও শূলে চড়িয়ে মারা হবে। বাচ্চা গুলার চেহারার কথা মনে করে চাবুক খেয়ে যাই, আর গরুর মতন খাটি।
১৫ বছর পরঃ
জীবন যৌবন সবই দিলাম মগদাদীয়ার দাসত্ব করতে করতে। এখন বয়স বাড়ছে, দুর্বল হয়ে গেছি, আমারে লাত্থি দিয়ে ভাগায়া দিলো। মগদাদীয়া তার বুড়া দুর্বল দাসদের রাখে না,হত্যা করে। আমাকেও করবে। এই হইল জীবন! এই দাসত্ব থেকে দুনিয়া কবে মুক্তি পাবে??
২০২০ সাল, বাংলাদেশের কোনো এক জায়গায়...
আমি মুন্তাজুর রহমান। আজ ইঞ্জিনিয়ার হিসাবে জয়েন করলাম দেশের সবচেয়ে বড় করপোরেট প্রতিষ্ঠান মগাটেল-এ। দেশের চাকরীর বাজারে আমাদের চাহিদা মন্দ নয়, দেশের সবচেয়ে নামী ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, মুয়েট( মগা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেক) থেকে পাস করেছি। বেশ হ্যান্ডসাম সেলারী দিয়েই আমাকে নিয়েছে মগাটেল এন্ড কোং।
১ বছর পরঃ
ধুস সালা, ড্যাম একটা লাইফ। দুনিয়ার সব কাম কাজ আমার উপর চাপায়া দিসে মগাটেলের Boss-রা। কাজের প্রেশার আর টেনশনে হার্টের ব্যারাম হয়া যাচ্ছে এই অল্প বয়সেই। এত খাটুনির পরেও বেতন বাড়ার কোনো নাম গন্ধ নাই। হালার মগাটেল, এইটা নাকি দেশের সেরা করপোরেট প্রতিষ্ঠান! মগাটেলের মতন ফন্দিবাজ আর ইমপ্লয়ি মারা প্রতিষ্ঠান এই মূলুকে আর একটাও নাই।
৫ বছর পরঃ
ইয়া আল্লাহ, তুমি এই মগাটেলের বিচার কইরো। ইঞ্জিনিয়ার হয়া জন্মানোই আমার অপরাধ। দিন রাত ঘন্টার পর ঘন্টা আফিসে পরিশ্রম করি, আর সামান্য ভুল হলেই চলে বসের অকথ্য গালাগালি। এইতো গতকাল আমার প্রিয় কলিগ রমিজকে সামান্য ভুলের জন্য ফায়ার করা হলো।
আমরা কি মানুষ না?? মাঝে মাঝে মনে হয় বিদ্রোহ করি, মগাটেলের লালবাত্তি জ্বালায়া দিই। কিন্তু কি করব। ঘরে আমার বউ বাচ্চা। আমার চাকরী চলে গেলে ওদেরকেও না খেয়ে মরতে হবে। বাচ্চা গুলার চেহারার কথা মনে করে গালি খেয়ে যাই আর গাধার মতন খাটি।
১৫ বছর পরঃ
জীবন যৌবন সবই দিলাম মগাটেলে সার্ভিস দিতে দিতে। এখন মগাটেলের প্রজেক্ট শেষ, আমারে লাত্থি দিয়া ভাগায়া দিলো। মগাটেল কোনো বয়স্ক লোক পালে না, তাই আমাকেও ফায়ার করলো। এখন বউ বাচ্চা নিয়া কই যামু। এই দাসত্ব থেকে দুনিয়া কবে মুক্তি পাবে??
.
.
.
.
.
মগাটেল সিরিজের অন্যান্য পর্বঃ
১.দ্য ২০৩৫- মগাটেল ও আমি
২.মগাটেল আর পদ্মা সেতু
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
এস.বি.আলী বলেছেন: বাঁচলাম। একটা কমেন্ট আর লাইক পাইলাম। যে দিনকাল পড়সে তাতে কোনো লাইক কমেন্ট জুটে না সামুতে। মান ইজ্জত নিয়া টানাটানি!
২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৪
রাতের মারুফ বলেছেন: দারুন লেখা । হাফকথায় অসাধারন ।
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৫
এস.বি.আলী বলেছেন: ধন্যবাদ...
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: @ আজম বলেছেন:------যেহেতু অর্থনীতি আধুনিক শৃঙ্খল সেহেতু নিজ হইতে ভোগ বিলাস ত্যাগ করিয়া ইহা হইতে মুক্তি পাইবার সুযোগ রহিয়াছে। অহেতুক সামাজিক মর্যাদা বাড়াইয়াতে আরো আষ্টে পৃষ্টে শৃঙ্খলায়ীত না হইলে নিশ্চই মুক্তি মিলবে!
কিন্তু আপনাকে সর্বদাই বিজ্ঞাপন আর মিডিয়া আফিমে এতটাই আসক্ত রাখিবে আপনি সেই মতে সাধু জীবন যাপনেও আগ্রহ হারাইয়া ফেলীবেন
এই কর্পোরেট বিষবৃক্ষের গোড়া কর্তন না করিলে- ফল না খাইয়া ভাল থাকার চেষ্টা বা দুই চারটা ডালপালা কাটিয়া সমস্যা বাড়িবে বৈ কমিবে না।
@ আজমের কমেন্টে আর লেখকের লেখা উভয়েই প্লাসায়িত
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৪
এস.বি.আলী বলেছেন: থ্যাঙ্কু....
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৩
েবনিটগ বলেছেন: মগাতেল কি airtel
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৪
এস.বি.আলী বলেছেন: মগাটেল একটা বেনিয়া মাল্টিনেশনাল কোম্পানী....
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৫
আজম বলেছেন: দোষ মাগা টেলের নহে। এইহাই সো কলড সোস্যিয়াল স্ট্রেকচার। পূর্বে দৈহিক শৃঙ্খলে দাসত্ব বলবৎ ছিল বটে, আধুনিক যুগে ইহা অর্থনৈতিক শৃঙ্খলায়া রুপান্তরিত হইয়াছে।
এই দাসত্ব থেকে দুনিয়া কবে মুক্তি পাবে??
যেহেতু অর্থনীতি আধুনিক শৃঙ্খল সেহেতু নিজ হইতে ভোগ বিলাস ত্যাগ করিয়া ইহা হইতে মুক্তি পাইবার সুযোগ রহিয়াছে। অহেতুক সামাজিক মর্যাদা বাড়াইয়াতে আরো আষ্টে পৃষ্টে শৃঙ্খলায়ীত না হইলে নিশ্চই মুক্তি মিলবে!
তথাপিও জীবন তাগিদে সংসার শুরু করিয়া শৃঙ্খলায়ীত হওয়ার সমূহ বিপদ থাকিয়া যায়। তা হইলে কি উপায় নাই?
উপায় হইতে পারে উৎপাদনে সমাজ উত্তম উপায়ে বিন্যস্ত করা। সম অধিকার সংরক্ষনে নারী দিগকে সাবলম্বী করিয়া তুলা। এবং মানবিক নীতির প্রয়োগ। সত্যকে সত্য গ্রায্য করা মিথ্যা কে মিথ্যা বলিয়া প্রতিপন্ন করিয়া তুলা।
অসম সমাজে মগাটেল সুবিধা নিতে কর্পন্য করবে না বৈকি। ইহারা সমাজকে বৈষম্য মূলক ভাবে গড়িয়া তুলিয়া কাজ আদায় করিয়া লয়। তড়িৎ কৌশলী মাত্রই জানেন বিভবের পার্থক্য না থাকিলে কিভাবে সংযুক্ত তারে তড়িৎ প্রবাহিত হইবে?
আপনার স্যাটার উত্তম। মনে প্রানে চাহি, আমাদিগকের অনাগত উত্তরসরীগন যথাউপযোক্ত পরিবেশ পাইবেন, স্বীয় গুনে গুনান্বিত্ব হইবার। মগাটেলের খপ্পরে হইতে যেন মুক্ত রহে!
আপনার সু-স্বাস্থ্য কমনা।