![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Even an ugly truth is better than a beautiful lie....
ডেক্সটার এর কথা প্রথম শুনি বছর খানেক আগে, কলিগদের মুখে। যদিও তখন ঐভাবে মাথায় ঢুকে নাই।আগে ডেক্সটার বলতে কার্টুন ‘ডেক্সটার’স ল্যাবরেটরী’ এর কার্টুন চরিত্র ডেক্সটারকেই বুঝতাম।
ডেক্সটার'স ল্যাবরেটরী কার্টুনের ডেক্সটার।।
মাস কয়েক আগে এক বড় ভাইয়ের হার্ড ড্রাইভে দেখে বুঝলাম, ডেক্সটার নামে একটা ইংরেজি টিভি সিরিয়ালও আছে!!
টিভি সিরিয়ালের 'সিরিয়াল কিলার' ডেক্সটার। এটাই এ যুগে আসল 'ডেক্সটার'!
যাইহোক,বড় ভাইয়ের কাছ থেকে ১ থেকে ৭, সব গুলি সিজন নিলাম। এর আগে খুব বেশি সিরিয়াল দেখি নি। ফ্রেন্ডস,বিগ ব্যাং থিওরী আর প্রিজন ব্রেক-এইই। তার উপর ডেক্সটার হল চরম খুনাখুনির একটা সিরিয়াল। কাজেই আমার ভালো লাগার আপাত কোনো কারন ছিলো না।
কিন্ত অজানা কারনে পুরা নেশার মতন দেখা শুরু করে দিলাম। একটা দুইটা করে পুরা ৭ সিজনের সব গুলা এপিসোডই দেখা শেষ হয়ে গেলো!
ডেক্সটার সম্পর্কে বলতে গেলে একটা কথাতেই সব ক্লিয়ার হবে, “A serial killer who kills the serial killers”. ডেক্সটার নিজেই একজন সিরিয়াল কিলার। সে মানুষ খুন ছাড়া থাকতে পারে না। তার এই ডার্ক সাইডটা তার পালক পিতা (যে কিনা একজন সাবেক পুলিশ অফিসার) হ্যারি উপলব্ধি করে ছোটবেলা থেকে থাকে কিছু কোডের মধ্য দিয়ে বড় করে। কোড গুলির মেইন কথা, খুন করতে হবে শুধু সিরিয়াল কিলারদের,তাছাড়া খুন করা যাবে না। কাজেই ডেক্সটারের ডার্ক প্যাসেঞ্জার (মানে তার খারাপ অংশ) সিরিয়াল কিলার খুঁজে বেড়ায় আর তাদের মেরে কেটে সাগরে ভাসিয়ে দেয়।এই হলো ডেক্সটারের মূল কাহিনী।স্বভাবতই প্রায় প্রতি এপিসোডেই মিনিমাম ১-২ টা খুন থাকে।
খুন করায় ব্যস্ত ডেক্সটার। তার কিলিং এর নিয়ম হচ্ছে পলিথিনে পেচিয়ে বেধে তারপর ....
এত ভায়োলেন্সের মধ্যেও ডেক্সটারকে কেনো যেনো খুব কাছের মানুষ মনে হয়। অনেকটা যেনো নিজের প্রবৃত্তির কাছে নিরুপায় হয়ে সে খুন করে যায়। নিরপরাধ মানুষ যাতে তার দ্বারা আক্রান্ত না হয় সে ব্যাপারে সবসময় সচেষ্ট থাকে সে। যেহেতু সে শুধু সিরিয়াল কিলারদেরই বধ করে, তাই সে নিজের মত একটা অজুহাত দাঁড় করিয়ে নিয়েছে যে, তার শিকারদের হাত থেকে অন্তত অসংখ্য নিরপরাধ মানুষ বেঁচে যাচ্ছে।
ভয়ানক ঠান্ডা মাথার সিরিয়াল কিলার হলেও ডেক্সটার খুব পরিবার অন্তঃপ্রান মানুষ। সে নিজে মায়ামি মেট্রো হোমোসাইডের blood spatter pattern analyst । তার পালক বাবার মেয়ে, ডেবরা মরগানও মায়ামি হোমোসাইডের ডিটেকটিভ (পরে লিউটেনেন্ট হয়)। ডেক্সটার তার বোনকে প্রান দিয়ে ভালোবাসে।
ডেবরা মরগান। বাস্তব জীবনে এরা (জেনিফার কার্পেন্টার আর মাইকেল সি হল) একসময় স্বামী স্ত্রী ছিলো!!
ডেক্সটারের ওয়াইফ রিটার সাথে তার পরিচয় হয় ১ম সিজনেই।দুজনের একটা পিচ্চি হয়, নাম ‘হ্যারি’।৪ নাম্বার সিজনের লাস্ট এপিসোডে রিটাকে খুন করে ফেলে ট্রিনিটি কিলার নামের আরেক সিরিয়াল কিলার।
রিটা আর ডেক্সটার।
এর মাঝে ‘লায়লা’র সাথে কয়েকদিন সম্পর্ক চলে ডেক্সটারের।খুবই বিরক্তিকর ক্যারেক্টার এই লায়লা। লায়লাকে নিজ হাতে খুন করে ডেক্সটার নিজেই।
৫ নাম্বার সিজনে ডেক্সটারের লাইফে আসে লুমেন। হ্যা, এই লুমেন হচ্ছে ‘10 Things I Hate About You’ এর নায়িকা Julia Stiles।
Julia Stiles
৭ নাম্বার সিজন আমার দেখা বেস্ট। এই সিজনে উদয় হয় হান্নাহ(Yvonne Strahovski)। হান্নাহ নিজেও একজন কিলার। যেহেতু দুজনেই জাতে কিলার, সো তাদের মাঝে লুকানোর কিছু থাকে না।দুজন দুজনের প্রতি তীব্র টান অনুভব করে। হান্নাহ চরিত্রের অভিনেত্রী Yvonne Strahovski কে আমার অসাধারন লেগেছে। বরফের মতন ঠান্ডা কিন্তু তীক্ষ্ণ একটা চরিত্র। অসাধারন। ৮ নাম্বার সিজনেও তাকে পাওয়া যাবে।
গত ৩০ জুন ডেক্সটারের ৮ নাম্বার সিজন শুরু হয়েছে। এটাই শেষ সিজন হতে যাচ্ছে,সিওর। দেখা যাক, সিরিয়াল কিলার হন্তারক ডেক্সটারের কী দশা হয় শেষ পর্যন্ত!
আমার দেখা ১ থেকে ৭ সিজনের রেটিং(ভালো থেকে খারাপ)
৭>৫>৪>২>১>৬>৩।
০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:১০
এস.বি.আলী বলেছেন:
২| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৪
উদাস যুবক বলেছেন: সিরিয়াল কিলারে দেহি দুনিয়া ভইরা গেল!!!
০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:১১
এস.বি.আলী বলেছেন: বিশেষ করে আমেরিকা দেশে মনে হয় সিরিয়াল কিলারে ভরা...
৩| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৬
বলাক০৪ বলেছেন: দেখিনা, দুঃস্বপ্ন দেখি তাই। কারটুনটা ভালোই লাগতো। আমি আবার একটু সরল তো
০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:১১
এস.বি.আলী বলেছেন:
৪| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪২
কাব্য০৮ বলেছেন: আমি ভায়োলেন্সের মুভি বা সিরিয়াল দেখি না, কিন্তু ৩ বছর আগে ডেক্সটার দেখে আমি এর ভক্ত হয়ে গেছি পুরা...
এখন আমার ফেভারিট সিরিয়াল...
০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:১২
এস.বি.আলী বলেছেন: একদম আমার অবস্থা!
৫| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৯
নতুন বলেছেন: প্রথম কয়েক পব` ভাল লাগছে কিন্তু পরে হিন্দি সিরিয়ালের মতন হইয়া গেছে...
১-২ সিরিজ পরে ডেক্সারের আর ডেবরার কাহিনি দেখছি... ( ঐটাই আসল কাহিনি ডেক্সারের )
তার পর থিকে প্রতি সিরিজের ভিলেনের পরিনতি দেখিনাই... দেখছি ডেব কি করে.... কিভাবে খোজ পায় ডেক্সার নিজেই কিলার....
এখন সিজন ৮এর জন্য অপেক্ষা করতেছি....
০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৩
এস.বি.আলী বলেছেন: সিজন ৮ স্টার্ট হয়া গেসে ৩০ জুন থেকে...
৬| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৯
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: আমার কাছে ডেক্সটারের দ্বিতীয় সিজনটাই সেরা লাগছিল। এককালে ডেক্সটার বের হবার সাথে সাথে প্রতিটা পর্ব ডাউনলোড করতাম। কিন্তু এখন আর কেন জানি ভাল লাগে না। কেমন জানি পানসে হয়ে গেসে। এই কারণে যখন শুনলাম যে ৩০ জুন নতুন এবং শেষ সিজন বের হবে তখন আগ্রহ পাই নাই।
থাক পরে যখন পুরাটা এক সাথে বের হবে তখন ডাউনলোড করে নিমু নে।
এখন অবশ্য ডেক্সটারের চেয়ে হাজার গুণ ভালো বেশ কয়েকটা সিরিজ দেখাতে ব্যস্ত আছি। এই কয় দিনে শেষ করলাম প্রিজন ব্রেক, ব্রেকিং ব্যাড, বিগ ব্যাং থিওরী। এই মুহুর্তে দেখতেসি অ্যারেস্টেড ডেভেলপমেন্ট। পিসিতে এখন ডাউনলোড অবস্থায় আছে স্পার্টাকাস। এরপর দেখার ইচ্ছা আছে গেম অফ থ্রোন্স। এরপর যদি সময় পাই তাহলে ডেক্সটার দেখার চেষ্টা করা হবে।
আপনি উপরে উল্লেখিত সিরিজগুলো দেখসেন কিনা জানি না, কিন্তু সত্যি বলতে উপরেরগুলো আসলেই একটার চেয়ে আরেকটা ভালো।
০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৩
এস.বি.আলী বলেছেন: থ্যাঙ্কস .... দেখার চেষ্টা করবো...
৭| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৮
নতুন বলেছেন: গেম অফ থ্রোন্স ভাল করছে... ভাল লাগবে দেখলে...
০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৪
এস.বি.আলী বলেছেন: ওকে.... দেখার ট্রাই করব..
৮| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:১১
এবং ব্রুটাস বলেছেন: কিলার হলে সিরিয়াল কিলার হওয়াই ভালো
০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৪
এস.বি.আলী বলেছেন: আমেরিকা দেশে মনে হয় প্রচুর সিরিয়াল কিলার
৯| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩১
মাক্স বলেছেন: এইটার নাম শুন্তে শুন্তে এক প্রকার বিরক্ত হয়ে গেসিলাম। এটলাস্ট পরশু দিন দেখতে শুরু করসি। ভালই!
০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫২
এস.বি.আলী বলেছেন:
১০| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫৪
ইমরাজ কবির মুন বলেছেন:
আমার কাছে ৭ নম্বর সিজনটা সবচে উইক লাগসে।
বেস্ট লাগসে সিজন ৬, এরপর ৪।
ভাল লিখসেন, শুভকামনা ||
০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৩
এস.বি.আলী বলেছেন: মেইলি হান্নাহ ম্যাককে এর জন্য ৭ নাম্বার সিজনটা বেশি ভালো লেগেছে....
১১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৬
অনির্বাণ তন্ময় বলেছেন:
ডেক্সটার সিরিয়াল দেখি নাই তবে মূল উপন্যাস "ডার্কলি ড্রিমিং ডেক্সটার" পড়ছ।।
পোস্টে প্লাস।।
১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৫
এস.বি.আলী বলেছেন: থ্যাঙ্কস ব্রাদার...
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: পুরাই ক্রাশ খাইলাম!!!!!!!!!!!!