নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতেই আছি......... আমি একটা অভিমানী প্রানী।

....the sweetest melody is the one we haven heard

এস.বি.আলী

Even an ugly truth is better than a beautiful lie....

এস.বি.আলী › বিস্তারিত পোস্টঃ

নিঃস্বার্থ ভালোবাসা - What is Jalil

১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৮



আমেরিকা থেকা আগত এক বন্ধু কইলো, থ্রিডি মুভি দেখুম,দেশে নাকি খুব চলতাসে?? আমি কইলাম, থ্রিডি তো আমরিকাতেও চাইলে পাইবা, আমাগো দেশে এরচেও বড় ডি আছে। বন্ধু কইলো, এইটা কিতা?? আমি কইলাম, স্যার অনন্ত জলিলের মুভি। এই ঈদে সে আমগোরে উপহার দিয়াছেন অইত্যান্ত হাই তাকনোলুজির কমেডি,যা জগতে বিরল বা নেই বললেই চলে। বন্ধু রাজি হইয়া গেলু আর আরও কয়েকজনরে জুটায়া মোটমাট ৬ জন মিলা গেলুম সিনেপ্লেক্সে কথিত “হাইটেক” কমেডি স্যার অনন্ত জলিলের ‘নিঃস্বার্থ ভালোবাসা-ওয়াট ইজ লাভ’ দেখিতে।



মুভি শেষে বন্ধু কইলো, “দোস্ত, দেখতে আইসা ভুল করি নাই। হাসতে হাসতে চাপার ব্যায়াম-পেটের ব্যায়াম-দুই-ই হইয়াছে।” আসলেই তাই। এই মুভি বানাইয়া জলিল আজ মহাজলিলে পরিণত হইয়াছেন।



কাহিনী বলার আগে দুইটা কথা বলে নিই। প্রথমত, কেউ যদি খোঁজ দ্য সার্চ মার্কা ডায়লগ নির্ভর নির্মম কমেডি দেখার আশা নিয়া যান তাইলে ভুল করবেন। এখানে জলিলের কোনো ‘পম গানা’-টাইপ ডায়লগ নেই। তয় আছে দৃশ্য নির্ভর নির্মম কমেডি। প্রায় প্রতিটা সিনই আপনাকে দিবে নির্মম জলিলীয় বিনোদন। ‘টেকনোলজির’ এহেন দয়াহীন প্রয়োগ দেইখা মনে হইতে পারে, জলিলের কাছে টেকনোলজি নিরাপদ নহে।



আরেকটা কথা, জলিল ভাই ভয়ঙ্কর নাচ শিখিয়াচেন। বেদম নাইচা আকাশে বাতাসে হাহাকার সৃষ্টি করতে তিনি এখন সক্ষম।



এদিকে নায়িকা বর্ষার ভক্তদের জন্য দুঃসংবাদ। যেকোনো নায়িকার জন্য দুঃস্বপ্নের চরিত্রে অভিনয় করেছেন বর্ষা। সেদিক থেকে বর্ষা সাধুবাদ পাওয়ার যোগ্য। তিনি নেগেটিভ কিসিমের রোলে ঠিকই সাহস কইরা ‘এক্টিং’ করসেন। কিন্তু জলিল সাব সেই একই ‘এ.জে গ্রুপ অভ ইন্ড্রাসট্রিজ’ এর মালিক ছাড়া আর কিছু হইতে পারলেন না।



তয় একদিক দিয়া সেই কম্পনশীল সিনেমা ‘খোঁজ – দ্য সার্চ’ ই ভালো ছিলো। খোঁজ দ্য সার্চের কোনো কাহিনীই ছিল না। সেই তুলনায় জলিলের পরের সব গুলা মুভিতেই হালকা কাহিনী থাকলেও খুবই প্রেডিক্টেবল আর সেই AJI গ্রুপ ভিত্তিক ঘটনার গন্ডির ভেতরেই সীমাবদ্ধ। প্রেডিক্টেবল কাহিনীর চেয়ে কাহিনীহীন মুভিই ভাল।



ঘটনা হইতেসে, মেঘলা (বর্ষা) নিতান্ত গ্রামের মাইয়া। ঢাকায় মডেল হইতে আসছে। কিন্তুক মডেল হওয়া সোজা ব্যাপার না। গিভ এন্ড টেক পলিসি সর্বত্র। কিন্তু মেঘলা অনলি টেক পলিসিতে বিশ্বাসী হওয়ায় মডেলিং জগতে সুবিধা করতে পারছিলো না। মধ্যখান দিয়া ব্যাবসায়ী জামিলের সাথে মদ্যপান করতে করতে ধোকায় পতিত হয় মেঘলা (বর্ষা) ।

বুদ্ধিমানের মতন জামিল সাহেব ৩ মাস বর্ষারে লইয়া আনন্দ ফূর্তি করিয়া জাপানে ভাইগা যায়। বর্ষা জাপানে ফোন কইরা জানতে পারে ঐখানে জামিলের এক বউ আছে। এভাবে বর্ষা খাইলেন “স্মরনকালের শ্রেষ্ঠ ধোলাই” তথা কঠিন ছ্যাকা।



ছ্যাকা খাইয়া মডেল হইবার জন্য নানা জায়গায় ধরনা দিতে লাগলেন। শেষ মেষ পাইলেন স্যার অনন্ত জলিলকে। জলিল সাহেব যথারীতি মাল্টি ট্যালেন্ট,অল ইন অল। AJI Group তো আছেই, সাথে সাথে তিনি বিশিষ্ট মডেল, যার ছবি দেইখা মাইয়ারা ছবিতেই চুম্মা দেয়। তাছাড়া তিনি ছিনেমার বিশিষ্ট নায়ক। আবার তিনি ‘Hard rock’ –গায়ক- যিনি গাইয়াছেন ‘ঢাকার পোলা’-নামক মারদাঙ্গা গানা। তয় যে নৃত্য তিনি দিয়াছেন তাতে বোঝা যায়, পাবলিকের প্রতি তার কোনো দয়া মায়া নাইকা।ঢাকার পোলা গানে পোলা কিসিমের শুধু অনন্তরেই দেখলাম। আর সব এক্সট্রা মাইয়া। মাঝে মাঝে তাদের মধ্য থিকা অনন্তকে আলাদা করা কঠিন হইয়া যাইতেসিলো।





ঢাকার পোলা ভেরি ইস্মার্ট-১।





ঢাকার পোলা ভেরি ইস্মার্ট-২ , অপ্পা গাদ্দাফি ইস্টাইল।





যাইহোক, মাল্টি ট্যালেন্ট অনন্ত বর্ষাকে দেইখা দয়াপরবেশ হইয়া পরে যোগাযোগ করতে বলে।



৭ দিন পরের ঘটনা। গত সাত দিন বহু চেষ্টা করিয়াও অনন্তকে ফোনে পান নাই বর্ষা। লাস্টে উপায় না দেইখা ২ রাকাত নফল নামাজ পড়িবার নিয়তে অনন্তকে ফোন দিলেন তিনি। এইবার নায়ক ফোন ধরিলো। নায়কের ‘হ্যালো’ শুইনা নায়িকার হাত থেকা মোবাইল খান দৌড়াইয়া পালাইতে লাগিলো। নায়িকা বিছানায় হুমড়ি খাইয়া মোবাইল বাগাইয়া কোনোমতে কানে ধরিয়া নিজের পরিচয় দিল। নায়ক তো মহৎ প্রান। বর্ষাকে ফটোশূটের ব্যবস্থা করিয়া দিলো (অবশ্যই তার নিজের সাথে।)



ফটোশূট হইবেক, এই সংবাদ শুইনা বর্ষা আনন্দে ঝাপায়া পড়লো খাটে। আর বর্ষা সমেত খাট গেলো ভাইঙ্গা। হায়রে পোড়া কপাইল্লা খাট, হুদা বর্ষার ভাড়ই রাখতে পারস না, আর জলিল-বর্ষার সমন্বিত ভাড় ক্যামনে রাখবি?



জ্বলন্ত জলিল এই বার্নিং কোয়েশ্চেন সলভ করতেই কিনা নায়িকাকে কিন্না দিলেন কোটি ট্যাকার ফ্ল্যাট, যেইখানকার খাট গুলান যথেষ্ট মজবুত,অনন্ত-বর্ষা কেনো, অনন্ত-ময়ূরীর ভার সহ্য করবারও ক্ষমতা রাখে।

আগের মুভি গুলার মতনই একপর্যায়ে অনন্তর উপর হামলে পরে বর্ষা,ইজ্জত কেড়ে নিতে চায়। পরে বোঝা গেলো, অনন্ত নয়,অনন্ত মনে কইরা বিছানার কোলবালিশের উপর চেপে বসেছে বর্ষা! ছ্যাহ।



নায়কের বীরত্ব আর টাকার গরমে নাকাল নায়িকা বর্ষা বহুত চেষ্টা চরিত্র কইরা নায়করে মোটামোটি পটায় ফেললো। এই পর্যায়ে শুরু হইলো পরকীয়া। যদিও নায়ক ভাল-মন্দ কোনো মাইয়াকে পাত্তাটাত্তা দেয় না,কিন্তু বর্ষা তো সাধু নহে। সে রাহুল নামক এক লুইস পোলার সাথে ফস্টি নস্টি শুরু করে। ছ্যাহ ছ্যাহ।



ওদিকে শূটিং করতে গিয়া নায়ক অনন্ত আঘাত প্রাপ্ত হইল। পশ্চাতদেশে চলল বিনা এনেসথেশিয়ায় অস্ত্রপচার। কিন্তু বর্ষা নায়কের পশ্চাতদেশের কষ্ট বুঝলো না। নায়ককে রেখে মোষ্ট ওয়েলকাম-২ এর শূটিং করার নাম করে দেশে ফিরা গেলো রাহুলের সাথে ফস্টি নস্টি করতে। ছ্যাহ ছ্যাহ ছ্যাহ। সেবিকা জলির মাধ্যমে সব জানতে পারে অনন্ত।



সুতীব্র ছ্যাকা খাইয়া গান গাওয়া শুরু করিয়া দিলেন জলিল ‘ওগো হৃদয়হীনা, তোকে আর ভাবিনা’-শীর্ষক গানা। সেই গানের দৃশ্যে ‘টেকনোলজির’ কি ভীতিকর প্রয়োগ-বাপরে! গিটারের তার থেইকা বের হইতে থাকে স্ফূলিংগ। লাথি দিয়া উড়ায়া দেন গাড়ির চাক্কা। আকাশে ঝুলতে ঝুলতে বর্ষার উপর নিক্ষেপ করিতে থাকেন বজ্র। এক হাতে থামায়া দেন বিশাল এক ট্রাক। ইয়া খোদা-এক জনমে আর কত দেখাইবা।



এদিকে নায়িকা এবার রাহুলের কাছে খাইলেন ‘স্মরনকালের দ্বিতীয় শ্রেষ্ঠ ধোলাই’-তথা আবারো ছ্যাকা। ছ্যাকা খাইয়া বর্ষার আবারো টাকার কথা মনে পড়ল,আইমিন অনন্তের কথা স্মরন হইলো। নায়িকার মাফ গ্রান্টেড হইলো বাই মহাজলিল।



কিন্ত কয়লা ধুইলে ময়লা যায় না। তাই বর্ষা তলে তলে নিজের ক্যারিয়ার গড়তে উদ্যোত হয়,এই এক জলিল নিয়া আর কত।অনবদ্য ভিলেন মিশা সওদাগর তাকে সুপার মডেল বানাইবার মিথ্যা আশা দেয়। নায়িকা বইসা বইসা মিশার সাথে মদ্য পান করে। এই খবর আবার জলিলের কাছে ঠিকই চলে যায়। অবশেষে জলিলের উপলব্ধি, মদ্য পান না করায় তার এই ভাগ্য। কিন্তু মরহুম পিতা প্রদত্ত কোড অব কন্ডাক্টের কারনে বেচারা মদ্য পান করতে পারে না। তাই রাগে দুঃখে তার এক হাজার কোটি টাকার সব সম্পত্তি সে লিখা দেয় বর্ষার নামে।



সব ত্যাগ কইরা অনন্ত যেই সুইসাইড করতে যাইবে অমনি বাজিয়া উঠে তার মোবাইল। হালারে মোবাইল নিয়া সুইসাইড কারতে যে কে কইসে,আফসোস।



ফোন মারফত অনন্তকে জানানো হইলো, বর্ষা মিশা সওদাগরের কবজায়। বাঁচাইতে হইলে আইসা সমস্ত সম্পত্তি মিশা সওদাগরের নামে লিখা দিতে হইবে (ক্যামনে কি)।



অনন্ত বিপুল বিক্রমে মিশা সওদাগরের আস্তানায় আসিয়া হাইটেকনোলজির মাইরপিট করতে থাকে। কখনও সুপারম্যানের মতন উইড়া, কখনও স্পাইডারম্যানের মতন দেয়াল বাইয়া সেইরকম মারামারি করতে থাকেন জ্বলন্ত। একপর্যায়ে পিঠে ছুড়ি খান। আর ফর্ক-লিফট ট্রাক আগায় আসে নায়িকা বর্ষাকে ফালাফালা করতে। মাঝখানে গিয়া বসেন অনন্ত। আর ফর্ক লিফটের ফর্ক দুটো ঢুকে যায় তার পশ্চাতদেশে। সাথে সাথে অনন্তের মুখ দিয়া টমেটো সস সদৃশ হাইটেকনোলজির রক্ত বের হইতে থাকে।





ফর্ক-লিফট ট্রাক



ছিনেমার এই পর্যায়ে স্ক্রীনে লেখা উঠলো, “এই দৃশ্য করতে গিয়ে নায়ক জলিল মারাত্নক ভাবে আহত হন।”- খাইসে,তাইলে কি ফর্ক দুইখান সত্যিই নায়কের পশ্চাতদেশে....??!!:|



নায়কের এত আহত-মাহত অবস্থা, এর মধ্যে নায়িকা আরেক দফা মাফ চাওয়া শুরু কইরলো। নায়ক কইলেন, উনার হার্ট বলিয়া যা ছিলো তা আর নাই। এই কইয়া সত্যি সত্যি বুক থেইকা হার্ট বের করিয়া আনলেন। ইয়া খোদা, টম কুরুজও হার্ট বের করতে পারেন নাই, আমাদের জলিল পারিয়াছেন, ইয়াহু, জলিল পারিয়াছেন। সেই হার্টের মধ্য দিয়া প্রথমে তীর,তারপর গুলি, ও লাস্টে বোমা যাওয়ায় জলিল’স হার্ট পুরা ধ্বংসপ্রাপ্ত। আসলে যে ব্যাটা হার্ট ছাড়াই বাঁচতে পারে, মিশা সওদাগরের একটা কেনো, ১০০ গুলিও তার কিছুই করতে পারবে না-এইটা তো অনুমিতই।

লাস্টে দেখা গেলো নায়িকার দোয়ায় নায়ক বাচিয়া রইসেন,আর নায়িকা নায়কের বুকে গড়াগড়ি খাইতাসেন।



সিনেমা দেইখা মনে হইলো, এটা পুরাপুরিই অনন্ত-বর্ষার লাইফের বাস্তব কাহিনী নিয়া ছবি-অন্তত মিডিয়ার মাধ্যমে আমরা তাদের সম্পর্কে যতটুকু জানি। তবে আরেকটা জিনিস, গত কয়েকমাস আগে অনন্ত-বর্ষার বিচ্ছেদ নাটক একটা পাবলিসিটি স্টান্ট হবার সম্ভাবনাও বাড়ছে। সেক্ষেত্রে বলতে হবে, বর্ষা একটা নিতান্ত গাধী ছাড়া আর কিছু না।





নায়িকা বর্ষা।।



বর্ষার অভিনয় যথারীতি সেই দাঁত খিচানো এক্সপ্রেশন দ্বারা পূর্ন। যথেষ্ট কোমর দুলাইয়াছেন, সাধ্যের মধ্যে দেখানোর চেষ্টা করিছেন। কিন্তু এখন মাহিয়া মাহির খোলা পা এর যুগ পড়িছে। কাজেই দিনে দিনে বর্ষাকে বিরক্তিকর জ্ঞান হইতেছে।

ইন্টারেস্টিং বিষয় হইলো, এই প্রথম মনে হয় কোনো সিনেমায় অনন্তের নায়িকা মাত্র একজনই। সাধারনত ২-৩ টা মিনিমাম থাকেই।





সবশেষে, ‘পম গানা’ মার্কা ডায়লগ বিহীন, জ্বালাময়ী নাচ সম্বলিত, অনল জ্বালা টেকনোলজির প্রয়োগ আর মোটামোটি মানের ৭ টা গান নিয়া জলিলের এই নিঃস্বার্থ ভালোবাসাকে ‘খোঁজ দ্য সার্চ’ এর স্কেলে ১০ এ ৮ দেয়া যায়।







মন্তব্য ৩৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২০

লিঙ্কনহুসাইন বলেছেন: =p~ =p~ =p~ =p~ রিভিউ পইড়া আমার কমেন্ট :P কেউ আমারে মাইরালা

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৯

এস.বি.আলী বলেছেন: কেনো আপনাকে মারতে যাবে?? আপনে কি করসেন?? তাছাড়া মারামারি দন্ডনীয় অপরাধ... #:-S

২| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৩

ইমরান হক সজীব বলেছেন: প্লাস না দিলে অপরাধ হইবো :D

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১০

এস.বি.আলী বলেছেন: পাপকে ঘৃণা করুন,পাপীকে নহে..

৩| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৪

গরম কফি বলেছেন: হা হা পেগে ...

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১১

এস.বি.আলী বলেছেন: B:-/

৪| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++++


ধুর..... মিস করছি.....দেখা উচিত আছিলো।

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১১

এস.বি.আলী বলেছেন: পরে দেইখেন....

৫| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৫

মামুন রশিদ বলেছেন: হোয়াট ইজ ওয়াও :| :-0

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১২

এস.বি.আলী বলেছেন: ওয়াও :-B

৬| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৬

েবনিটগ বলেছেন: http://www.aji-group.com/about/

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৪

এস.বি.আলী বলেছেন: যায় না তো :|

৭| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৮

ferrari_ বলেছেন: তাই নাকি:|

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৫

এস.বি.আলী বলেছেন: অনন্ত জলিল জানে হয়ত

৮| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৯

সোহানী বলেছেন: হাহাহাহাহা..... আফনার রিভিউ পইরা ফিলিম খান না দেইখা উপাই নাই.......... নেক্সট টার্গেট..... নিঃস্বার্থ ভালোবাসা - What is Jalil :D :D :D :D =p~ =p~ =p~ =p~ =p~

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৫

এস.বি.আলী বলেছেন: ইয়েয়েয়ে....

৯| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৭

আহমেদ নিশো বলেছেন: আমি কই যামুরে =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৬

এস.বি.আলী বলেছেন: টয়লেটে??

১০| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২১

রোহান খান বলেছেন: আমি তো হেসেই খুন...। সবচেয়ে মজা লেগেছে ফর্ক লিফট পশ্চাৎ দেশে ঢোকার কাহিনীটা..। হিহিহিহিহিহি.

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৭

এস.বি.আলী বলেছেন: চমকের উপর চমক

১১| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৫

শহিদশানু বলেছেন: কে এ অনন্ত জলিল, বেশ কিছু দিন বিভিন্ন টিভি চ্যানেলে তার সাক্ষাতকার দেখছি। তার সাথে কি সমাজের মূল ধারার সম্পর্ক আছে। নাকি থ্রিডি ধারার সাথে তার সম্পর্ক । সে কি তার নিজের প্রডাকশনের ছবিই তৈরী করে এবং নায়ক হয় । তাকে তো এ পর্যন্ত মূল ধারার কোন ছবিতে দেখতে পাইনি। টাকা হলে আপনিও এ ধরণের থিডি ধারার নায়ক হতে পারবেন।

১২| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ইয়া খোদা-এক জনমে আর কত দেখাইবা............ আমাদের জলিল পারিয়াছেন, ইয়াহু, জলিল পারিয়াছেন........................! B-) B-) B-) B-) B-) :D :D :D :D

১৩| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৩

জাহিদ ২০১০ বলেছেন: জলিল কাগুরে এইবার অষ্খার না দিলে সামুরে পুরা পুরি হ্যাক কইরা দিমু

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৮

এস.বি.আলী বলেছেন: টেকনোলজিতে নোবেলও দিতে হইবেক

১৪| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: রিভিউয়ে সপ্তম প্লাস।

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২০

এস.বি.আলী বলেছেন: B:-/

১৫| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৯

রবিউল ৮১ বলেছেন: রিভিঊ দারুন হইছে।

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২১

এস.বি.আলী বলেছেন: হইতারে :!>

১৬| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৫

টুনা বলেছেন: Review valo hoiche. Chobita agami bochore dekhar icha ache. Haste H L K G =p~ =p~ =p~ =p~

১৭| ১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫০

হিংস্র ঈগল বলেছেন: সবই বুঝলাম, মাগার ঢাকার পোলা গানে জলিলরে এরকম লাগলো কেন?? মনে হয় নৌ বাহিনীর সব লেডি সোলজার তার প্রেমে পড়সে B-) B-) B-)

হায় আল্লাহ বাংলা সিনেমায় এত দিন মহিলা পুলিশের নাচ দেখসি আর অহন সাক্ষাৎ নেভি

১৮| ১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫০

হিংস্র ঈগল বলেছেন: সবই বুঝলাম, মাগার ঢাকার পোলা গানে জলিলরে এরকম লাগলো কেন?? মনে হয় নৌ বাহিনীর সব লেডি সোলজার তার প্রেমে পড়সে B-) B-) B-)

হায় আল্লাহ বাংলা সিনেমায় এত দিন মহিলা পুলিশের নাচ দেখসি আর অহন সাক্ষাৎ নেভি :#> :#> :#>

১৯| ১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

সৌমিক জামান বলেছেন: ইয়েস!! বাই, ইউ টক রাইট। মিসটার জলিন্ত প্রতিভা এর মুভিটা দেখে মনেপরলো হারুন কিসিঞ্জারকে। অনেক দিন ওর জোকস শুনিনা। আর ভাই, এইটা What is love না, এইটা হল What the Fu*k. টিকেটের টেঁকা গুলা বৃথা যায়নাই। ভালই মজা পাইসি :D :D :D

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২২

এস.বি.আলী বলেছেন: টিকেটের টেঁকা গুলা বৃথা যায়নাই।।

২০| ১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২০

দ্য রেড ব্যারন বলেছেন: কেউ আমারেও মাইরালা......লোকে নেভি আর মেরিনের তফাত বুঝে না.....
/:) /:) /:) /:)

২১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

একজন আরমান বলেছেন:
হায় আল্লাহ আমি এই পুস্ট কেনু পরিলাম? :| =p~ =p~ :P ;)

২২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

খাটাস বলেছেন: ইয়া আল্লাহ, ইহা কি পড়িলাম।
ভাই হাসতে হাসতে পেরেসান হইয়া গেলাম। =p~ =p~ =p~

২৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪

শিকদার ০০৮ বলেছেন: ভাই হাসতে হাসতে পেরেসান হইয়া গেলাম। :-P =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.